আর্জেন্টিনা এরই মধ্যে চলে গেছে কোয়ার্টার ফাইনালে। আর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। ব্রাজিল ও আর্জেন্টিনার তুলনা করতে গিয়ে লিওনেল মেসি মনে করেন, আর্জেন্টিনা ‘পাওয়ারহাউজ’ এবং ব্রাজিল ফেভরিট।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করা মেসিরা এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। মেক্সিকো ও পোল্যান্ড দুটো দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর গত পরশু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে আকাশী-নীলরা চলে যায় কোয়ার্টার ফাইনালে। শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, ‘আর্জেন্টিনা অন্যতম প্রতিদ্বন্দ্বী। আর্জেন্টিনা হচ্ছে পাওয়ারহাউজ এবং সেরা দল।’
অন্যদিকে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে সেলেসাওরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবু ব্রাজিলকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট মনে করেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ব্রাজিল ভালো খেলছে, যদিও তারা ক্যামেরুনের বিপক্ষে হেরেছে। তারা অন্যতম ফেভারিট এক দল।’
আর্জেন্টিনা এরই মধ্যে চলে গেছে কোয়ার্টার ফাইনালে। আর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। ব্রাজিল ও আর্জেন্টিনার তুলনা করতে গিয়ে লিওনেল মেসি মনে করেন, আর্জেন্টিনা ‘পাওয়ারহাউজ’ এবং ব্রাজিল ফেভরিট।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করা মেসিরা এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। মেক্সিকো ও পোল্যান্ড দুটো দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর গত পরশু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে আকাশী-নীলরা চলে যায় কোয়ার্টার ফাইনালে। শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, ‘আর্জেন্টিনা অন্যতম প্রতিদ্বন্দ্বী। আর্জেন্টিনা হচ্ছে পাওয়ারহাউজ এবং সেরা দল।’
অন্যদিকে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে সেলেসাওরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবু ব্রাজিলকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট মনে করেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ব্রাজিল ভালো খেলছে, যদিও তারা ক্যামেরুনের বিপক্ষে হেরেছে। তারা অন্যতম ফেভারিট এক দল।’
শারজায় গত রাতে বাংলাদেশের ২৭ রানের জয় ছাপিয়ে আলোচনায় পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তো বটেই। এই সেঞ্চুরি করার পথে ইমন ভেঙে দিয়েছেন অনেক রেকর্ড। এমন ইনিংস তিনি মনে রাখবেন দীর্ঘদিন।
১০ মিনিট আগেলিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টির শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। শারজায় গত রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে ২৭ রানের জয়। তবে দারুণ জয়ের পরও লিটন মনে করছেন, বাংলাদেশের আরও উন্নতি করতে হবে।
১ ঘণ্টা আগেপারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রান তোলে।
১০ ঘণ্টা আগে‘অ্যাটাক–সেট–হিট’—বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই দর্শন যেন পারভেজ হোসেন ইমনের অনুপ্রেরণার বাতিঘর! শারজার গ্যালারিতে উপস্থিত প্রবাসীদের সামনে সেই দর্শনকেই ব্যাটিংয়ে অনূদিত করলেন জাতীয় দলের এই ওপেনার।
১১ ঘণ্টা আগে