নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। ৭৭ মিনিটে রোকনুজ্জামান কাঞ্চনের গোলে ভারতের বিপক্ষে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। চার মিনিট পরেই সেই গোল শোধ দেন আলবিটো ডি’চুনহা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
তখনকার সময়টা ছিল গোল্ডেন গোলের। টাইব্রেকারের আগে কোনো দল যদি গোল পেত, তাহলে তারাই হতো জয়ী। সেই নিয়মে ৯৮ মিনিটে গোল করে ভারতকে হারিয়ে বাংলাদেশকে সাফের ফাইনালে তোলেন মতিউর মুন্না। পরে ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে এখন পর্যন্ত একমাত্র সাফ জিতেছিলেন আলফাজ আহমেদ-আরিফ খান জয়রা।
ভারতের বিপক্ষে এরপরের ১৮ বছরে আরও আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কয়েক ম্যাচে এগিয়ে থেকে জয়ের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু শেষ সময়ের গোলে হয় ভারত ম্যাচটা ড্র করেছে কিংবা ছিনিয়ে নিয়েছে জয়। ১৮ বছরে আট দেখায় প্রতিবেশীদের বিপক্ষে আর জয়ের স্বাদ পাওয়া হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।
মালে জাতীয় স্টেডিয়ামে সাফের গ্রুপ পর্বে আজ বিকেল ৫টায় আবারও ভারতের সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশের। ২০১৯ সালে ভারতকে সল্টলেকে তাদের দর্শকদের সামনেই অল্পের জন্য হার উপহার দিতে না পারার আক্ষেপ এখনো আছে জামাল ভূঁইয়াদের। জয় না পাওয়ার কষ্টটা আজ মালদ্বীপে ভুলতে চাইছে অস্কার ব্রুজোনের দল। কাউন্টার অ্যাটাক আর কোচের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষে অধরা জয়টা আজ পাওয়া অসম্ভব কিছু নয় বলে মনে করেন সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ।
২০০৩ সালের সাফজয়ী দলের অপরিহার্য সদস্য ছিলেন আলফাজ। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে ছিল একটি গোলও। ভারতের বিপক্ষে জামালদের জন্য তাঁর পরামর্শ, ‘কোচের অবশ্যই একটা পরিকল্পনা আছে। ভারত বেশি বেশি গোল করতে চাইবে। সুযোগটাকে কাজে লাগাতে হবে। যদি আমরা কাউন্টার অ্যাটাকগুলো কাজে লাগাতে পারি, তাহলে ভারতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব।’
ঢাকায় ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। ৭৭ মিনিটে রোকনুজ্জামান কাঞ্চনের গোলে ভারতের বিপক্ষে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। চার মিনিট পরেই সেই গোল শোধ দেন আলবিটো ডি’চুনহা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
তখনকার সময়টা ছিল গোল্ডেন গোলের। টাইব্রেকারের আগে কোনো দল যদি গোল পেত, তাহলে তারাই হতো জয়ী। সেই নিয়মে ৯৮ মিনিটে গোল করে ভারতকে হারিয়ে বাংলাদেশকে সাফের ফাইনালে তোলেন মতিউর মুন্না। পরে ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে এখন পর্যন্ত একমাত্র সাফ জিতেছিলেন আলফাজ আহমেদ-আরিফ খান জয়রা।
ভারতের বিপক্ষে এরপরের ১৮ বছরে আরও আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কয়েক ম্যাচে এগিয়ে থেকে জয়ের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু শেষ সময়ের গোলে হয় ভারত ম্যাচটা ড্র করেছে কিংবা ছিনিয়ে নিয়েছে জয়। ১৮ বছরে আট দেখায় প্রতিবেশীদের বিপক্ষে আর জয়ের স্বাদ পাওয়া হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।
মালে জাতীয় স্টেডিয়ামে সাফের গ্রুপ পর্বে আজ বিকেল ৫টায় আবারও ভারতের সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশের। ২০১৯ সালে ভারতকে সল্টলেকে তাদের দর্শকদের সামনেই অল্পের জন্য হার উপহার দিতে না পারার আক্ষেপ এখনো আছে জামাল ভূঁইয়াদের। জয় না পাওয়ার কষ্টটা আজ মালদ্বীপে ভুলতে চাইছে অস্কার ব্রুজোনের দল। কাউন্টার অ্যাটাক আর কোচের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষে অধরা জয়টা আজ পাওয়া অসম্ভব কিছু নয় বলে মনে করেন সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ।
২০০৩ সালের সাফজয়ী দলের অপরিহার্য সদস্য ছিলেন আলফাজ। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে ছিল একটি গোলও। ভারতের বিপক্ষে জামালদের জন্য তাঁর পরামর্শ, ‘কোচের অবশ্যই একটা পরিকল্পনা আছে। ভারত বেশি বেশি গোল করতে চাইবে। সুযোগটাকে কাজে লাগাতে হবে। যদি আমরা কাউন্টার অ্যাটাকগুলো কাজে লাগাতে পারি, তাহলে ভারতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব।’
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১২ ঘণ্টা আগে