Ajker Patrika

রক্ষণেই বেশি গুরুত্ব বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২২, ১১: ৪৫
রক্ষণেই বেশি গুরুত্ব বাংলাদেশের

আগামীকাল প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ বাহরাইন। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও মালয়েশিয়াও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বড় ব্যবধানে। গ্রুপের চার দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দল বাংলাদেশের গুরুত্ব তাই রক্ষণেই। 

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ এক ড্রয়ের পেছনে মূল অবদানটা ছিল রক্ষণের। সেই ম্যাচেও সুযোগ ছিল গোলের। র‍্যাঙ্কিংয়ের ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষেও নিজেদের রক্ষণ মজবুত রেখে কীভাবে যাওয়া যায়, গতকাল মালয়েশিয়ার বুকেট জলিল স্টেডিয়ামে সে সবই রপ্ত করার চেষ্টা করেছেন ফুটবলাররা। 

বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় দলের মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ বলেছেন, ‘বাহরাইনের বিপক্ষে কীভাবে রক্ষণ সামলাব, সেটা নিয়েই কাজ করেছি। আমাদের রক্ষণ থেকে কীভাবে আক্রমণে যাব, কীভাবে বিল্ড-আপ করব, সেগুলো নিয়েই কাজ করছি।’ 

সহকারী কোচ মাসুদ কায়সার বলেছেন, ‘বাহরাইন শক্ত প্রতিপক্ষ, ইন্দোনেশিয়া থেকেও ভালো দল। ওদের বিশ্লেষণ করেই আমরা অনুশীলন সাজিয়েছিলাম। আশা করছি বাহরাইনের সঙ্গে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত