পুরো সময় খেললে হয়তো হ্যাটট্রিকের সুযোগ পেতেন লুইস সুয়ারেজ। হয় গোলের নয়তো সহায়তার। আজ ইন্টার মায়ামির হয়ে এমনই পারফরম্যান্স করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তবে ৬৭ মিনিটে কোচ জেরার্ড মার্তিনো তাঁকে উঠিয়ে নেওয়ায় সেটা আর হয়নি।
সেটার আক্ষেপ থাকলেও থাকতে পারে, তবে আজ তাঁর ও লিওনেল মেসির জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে ৫–০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। অন্য গোলটি করেছেন রবার্ট টেলর। মায়ামির হয়ে আজই প্রথম গোল করেছেন সুয়ারেজ। তাঁর আগে দুই ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি।
মায়ামির হয়ে প্রথম গোল পেতে আজ খুব সময় অপেক্ষা করতে হয়নি সুয়ারেজকে। ম্যাচের চতুর্থ মিনিটেই নিজের এবং দলের প্রথম গোল পান তিনি। জুলিয়ান গ্রেসেলের পাস থেকে পাওয়া চলন্ত বলে দুর্দান্ত এক ফিনিশিং করেছেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। দ্বিতীয় গোলটি পান ৭ মিনিট পরেই। এবারও তাঁর গোলের সহায়তাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার।
ম্যাচে শুধু জোড়া গোলই করেননি সুয়ারেজ, সমান সহায়তাও করেছেন তিনি। প্রথম সহায়তা করেন ২৯ মিনিটে। তাঁর পাস থেকে দলকে ৩-০ লিড এনে দেন টেলর। আর মায়ামির শেষটা রাঙান মেসি। সর্বশেষ ম্যাচে যোগ করা সময়ে গোল করে দলকে ড্র এনে দেওয়া আর্জেন্টাইন অধিনায়ক ৫৭ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন। তাঁর প্রথম গোলটি অবশ্য জর্দি আলবার হতে পারত। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার শেষ মুহূর্তে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন। তখন বিপদ থেকে বাঁচিয়ে দিলেও মেসির গোল করা থামাতে পারেননি অরল্যান্ডের সেই ডিফেন্ডার।
ফিরতি সুযোগ পেয়ে বুক দিয়ে বল নামিয়ে সহজ গোল পেয়ে যান মেসি। আর ৬২ মিনিটে গোলটি আসে দুর্দান্ত এক হেডে। বাঁ প্রান্ত থেকে সুয়ারেজ দারুণ এক ক্রস করলে শুধু মাথাটাই লাগান মেসি। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে পয়েন্ট তালিকার শীর্ষেও মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা।
সুয়ারেজ গোল পাওয়ায় খুশি হয়েছেন মেসি। মায়ামি অধিনায়ক বলেছেন, ‘সে গোল পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। সে যাই হোক, ম্যাচে আমরা শান্ত ছিলাম। আমরা ভালোভাবেই জানি লুইস কেমন এবং সে কী করতে পারে। আর এটি সবাই জানে।’
পুরো সময় খেললে হয়তো হ্যাটট্রিকের সুযোগ পেতেন লুইস সুয়ারেজ। হয় গোলের নয়তো সহায়তার। আজ ইন্টার মায়ামির হয়ে এমনই পারফরম্যান্স করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তবে ৬৭ মিনিটে কোচ জেরার্ড মার্তিনো তাঁকে উঠিয়ে নেওয়ায় সেটা আর হয়নি।
সেটার আক্ষেপ থাকলেও থাকতে পারে, তবে আজ তাঁর ও লিওনেল মেসির জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে ৫–০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। অন্য গোলটি করেছেন রবার্ট টেলর। মায়ামির হয়ে আজই প্রথম গোল করেছেন সুয়ারেজ। তাঁর আগে দুই ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি।
মায়ামির হয়ে প্রথম গোল পেতে আজ খুব সময় অপেক্ষা করতে হয়নি সুয়ারেজকে। ম্যাচের চতুর্থ মিনিটেই নিজের এবং দলের প্রথম গোল পান তিনি। জুলিয়ান গ্রেসেলের পাস থেকে পাওয়া চলন্ত বলে দুর্দান্ত এক ফিনিশিং করেছেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। দ্বিতীয় গোলটি পান ৭ মিনিট পরেই। এবারও তাঁর গোলের সহায়তাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার।
ম্যাচে শুধু জোড়া গোলই করেননি সুয়ারেজ, সমান সহায়তাও করেছেন তিনি। প্রথম সহায়তা করেন ২৯ মিনিটে। তাঁর পাস থেকে দলকে ৩-০ লিড এনে দেন টেলর। আর মায়ামির শেষটা রাঙান মেসি। সর্বশেষ ম্যাচে যোগ করা সময়ে গোল করে দলকে ড্র এনে দেওয়া আর্জেন্টাইন অধিনায়ক ৫৭ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন। তাঁর প্রথম গোলটি অবশ্য জর্দি আলবার হতে পারত। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার শেষ মুহূর্তে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন। তখন বিপদ থেকে বাঁচিয়ে দিলেও মেসির গোল করা থামাতে পারেননি অরল্যান্ডের সেই ডিফেন্ডার।
ফিরতি সুযোগ পেয়ে বুক দিয়ে বল নামিয়ে সহজ গোল পেয়ে যান মেসি। আর ৬২ মিনিটে গোলটি আসে দুর্দান্ত এক হেডে। বাঁ প্রান্ত থেকে সুয়ারেজ দারুণ এক ক্রস করলে শুধু মাথাটাই লাগান মেসি। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে পয়েন্ট তালিকার শীর্ষেও মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা।
সুয়ারেজ গোল পাওয়ায় খুশি হয়েছেন মেসি। মায়ামি অধিনায়ক বলেছেন, ‘সে গোল পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। সে যাই হোক, ম্যাচে আমরা শান্ত ছিলাম। আমরা ভালোভাবেই জানি লুইস কেমন এবং সে কী করতে পারে। আর এটি সবাই জানে।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে