পুরো সময় খেললে হয়তো হ্যাটট্রিকের সুযোগ পেতেন লুইস সুয়ারেজ। হয় গোলের নয়তো সহায়তার। আজ ইন্টার মায়ামির হয়ে এমনই পারফরম্যান্স করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তবে ৬৭ মিনিটে কোচ জেরার্ড মার্তিনো তাঁকে উঠিয়ে নেওয়ায় সেটা আর হয়নি।
সেটার আক্ষেপ থাকলেও থাকতে পারে, তবে আজ তাঁর ও লিওনেল মেসির জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে ৫–০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। অন্য গোলটি করেছেন রবার্ট টেলর। মায়ামির হয়ে আজই প্রথম গোল করেছেন সুয়ারেজ। তাঁর আগে দুই ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি।
মায়ামির হয়ে প্রথম গোল পেতে আজ খুব সময় অপেক্ষা করতে হয়নি সুয়ারেজকে। ম্যাচের চতুর্থ মিনিটেই নিজের এবং দলের প্রথম গোল পান তিনি। জুলিয়ান গ্রেসেলের পাস থেকে পাওয়া চলন্ত বলে দুর্দান্ত এক ফিনিশিং করেছেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। দ্বিতীয় গোলটি পান ৭ মিনিট পরেই। এবারও তাঁর গোলের সহায়তাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার।
ম্যাচে শুধু জোড়া গোলই করেননি সুয়ারেজ, সমান সহায়তাও করেছেন তিনি। প্রথম সহায়তা করেন ২৯ মিনিটে। তাঁর পাস থেকে দলকে ৩-০ লিড এনে দেন টেলর। আর মায়ামির শেষটা রাঙান মেসি। সর্বশেষ ম্যাচে যোগ করা সময়ে গোল করে দলকে ড্র এনে দেওয়া আর্জেন্টাইন অধিনায়ক ৫৭ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন। তাঁর প্রথম গোলটি অবশ্য জর্দি আলবার হতে পারত। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার শেষ মুহূর্তে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন। তখন বিপদ থেকে বাঁচিয়ে দিলেও মেসির গোল করা থামাতে পারেননি অরল্যান্ডের সেই ডিফেন্ডার।
ফিরতি সুযোগ পেয়ে বুক দিয়ে বল নামিয়ে সহজ গোল পেয়ে যান মেসি। আর ৬২ মিনিটে গোলটি আসে দুর্দান্ত এক হেডে। বাঁ প্রান্ত থেকে সুয়ারেজ দারুণ এক ক্রস করলে শুধু মাথাটাই লাগান মেসি। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে পয়েন্ট তালিকার শীর্ষেও মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা।
সুয়ারেজ গোল পাওয়ায় খুশি হয়েছেন মেসি। মায়ামি অধিনায়ক বলেছেন, ‘সে গোল পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। সে যাই হোক, ম্যাচে আমরা শান্ত ছিলাম। আমরা ভালোভাবেই জানি লুইস কেমন এবং সে কী করতে পারে। আর এটি সবাই জানে।’
পুরো সময় খেললে হয়তো হ্যাটট্রিকের সুযোগ পেতেন লুইস সুয়ারেজ। হয় গোলের নয়তো সহায়তার। আজ ইন্টার মায়ামির হয়ে এমনই পারফরম্যান্স করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তবে ৬৭ মিনিটে কোচ জেরার্ড মার্তিনো তাঁকে উঠিয়ে নেওয়ায় সেটা আর হয়নি।
সেটার আক্ষেপ থাকলেও থাকতে পারে, তবে আজ তাঁর ও লিওনেল মেসির জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে ৫–০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। অন্য গোলটি করেছেন রবার্ট টেলর। মায়ামির হয়ে আজই প্রথম গোল করেছেন সুয়ারেজ। তাঁর আগে দুই ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি।
মায়ামির হয়ে প্রথম গোল পেতে আজ খুব সময় অপেক্ষা করতে হয়নি সুয়ারেজকে। ম্যাচের চতুর্থ মিনিটেই নিজের এবং দলের প্রথম গোল পান তিনি। জুলিয়ান গ্রেসেলের পাস থেকে পাওয়া চলন্ত বলে দুর্দান্ত এক ফিনিশিং করেছেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। দ্বিতীয় গোলটি পান ৭ মিনিট পরেই। এবারও তাঁর গোলের সহায়তাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার।
ম্যাচে শুধু জোড়া গোলই করেননি সুয়ারেজ, সমান সহায়তাও করেছেন তিনি। প্রথম সহায়তা করেন ২৯ মিনিটে। তাঁর পাস থেকে দলকে ৩-০ লিড এনে দেন টেলর। আর মায়ামির শেষটা রাঙান মেসি। সর্বশেষ ম্যাচে যোগ করা সময়ে গোল করে দলকে ড্র এনে দেওয়া আর্জেন্টাইন অধিনায়ক ৫৭ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন। তাঁর প্রথম গোলটি অবশ্য জর্দি আলবার হতে পারত। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার শেষ মুহূর্তে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন। তখন বিপদ থেকে বাঁচিয়ে দিলেও মেসির গোল করা থামাতে পারেননি অরল্যান্ডের সেই ডিফেন্ডার।
ফিরতি সুযোগ পেয়ে বুক দিয়ে বল নামিয়ে সহজ গোল পেয়ে যান মেসি। আর ৬২ মিনিটে গোলটি আসে দুর্দান্ত এক হেডে। বাঁ প্রান্ত থেকে সুয়ারেজ দারুণ এক ক্রস করলে শুধু মাথাটাই লাগান মেসি। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে পয়েন্ট তালিকার শীর্ষেও মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা।
সুয়ারেজ গোল পাওয়ায় খুশি হয়েছেন মেসি। মায়ামি অধিনায়ক বলেছেন, ‘সে গোল পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। সে যাই হোক, ম্যাচে আমরা শান্ত ছিলাম। আমরা ভালোভাবেই জানি লুইস কেমন এবং সে কী করতে পারে। আর এটি সবাই জানে।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৭ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১০ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে