বার্সেলোনার সঙ্গে মাদ্রিদের ‘শত্রুতা’ অনেক পুরোনো। সে হোক রিয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদ—দুই নগর প্রতিদ্বন্দ্বী কখনো ভালোভাবে নেয়নি কাতালান জায়ান্টদের।
লিওনেল মেসি যখন বার্সেলোনা ছিলেন তখন লড়াইটা হয়ে উঠেছিল আরও জম্পেশ। সেভিয়ার পরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রিয় প্রতিপক্ষই ছিল আতলেতিকো। রোহি ব্লাঙ্কোসদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ গোল করেছেন তিনি।
ওই কারণেই মেসিকে আটকাতে সব সময় সতর্ক থাকতেন আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে। এক-দুজন নয়, চার ডিফেন্ডারকে আর্জেন্টাইন সুপারস্টারের পেছনে লাগিয়ে রাখতেন। ভয় থেকে হোক বা ঘৃণা থেকে, ম্যাচের আগে কখনো মেসির নাম মুখে নিতেন না সিমিওনে।
ওয়ান্দা মেত্রোপোলিতানো কোচের এই গোপন বিষয়টি ফাঁস করেছেন তাঁরই শিষ্য ফিলিপে লুইস। আতলেতিকোর সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার জানিয়েছেন, মেসিকে নিজের দেওয়া ডাকনামে ডাকতেন সিমিওনে। আর এই নাম শুনলে অবাক হবেন যে কেউ। আতলেতিকো কোচ সাবেক বার্সা অধিনায়ককে ডাকতেন ‘বামন’ বলে।
অথচ মেসির স্বদেশি সিমিওনে। কিন্তু মাঠের লড়াইয়ের আগে সেটি যেন ভুলে যেতেন ৫৩ বছর বয়সী কোচ। লুইস জানিয়েছেন, মেসিকে আটকাতে কী পরিকল্পনা নিতেন তাঁর গুরু। তিনি জানিয়েছেন, তাঁর গুরুর পরিকল্পনায় প্রাধান্য ছিল মেসিকে আটকানো।
সম্প্রতি মেসিকে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কাকে লুইস বলেছেন, ‘আতলেতিতে, সিমিওনে চার খেলোয়াড়কে রাখতেন মেসিকে ধরে রাখতে! যখন সে গোল করত, এটা খেলোয়াড়দের দোষ ছিল না, মেসিই এটা করত।’
মেসিকে আটকাতে কী পরিকল্পনা করতে সিমিওনে, সেটিই জানিয়েছেন লুইস। আর্জেন্টাইন তারকাকে কেমন অশ্রদ্ধার চোখে দেখতেন সেটিও ফাঁস করেছেন তিনি, ‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে, সিমিওনে কখনো মেসির নাম মুখে নিত না। তিনি তাকে সব সময় “বামন” নামে ডাকতেন। তাই আমরা যখন তার সামনে পড়তাম, আমরা তাকে ভয় পেতাম না।’
২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোর দায়িত্ব নেন সিমিওনে। লা লিগায় বার্সার বিপক্ষে প্রথম তিন ম্যাচে হেরেছিলেন তিনি, মেসি করেছিলেন তিন গোল। বার্সার বিপক্ষে সিমিওনের প্রথম লিগে জয় পান ২০২০ সালে।
শারীরিকভাবে ছোটবেলা থেকে লড়তে হয়েছে মেসিকে। হরমোন সমস্যার কারণে তাঁর শারীরিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। তবে বার্সায় এসে বিশেষ চিকিৎসায় উন্নতি লাভ করেন মেসি।
বার্সেলোনার সঙ্গে মাদ্রিদের ‘শত্রুতা’ অনেক পুরোনো। সে হোক রিয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদ—দুই নগর প্রতিদ্বন্দ্বী কখনো ভালোভাবে নেয়নি কাতালান জায়ান্টদের।
লিওনেল মেসি যখন বার্সেলোনা ছিলেন তখন লড়াইটা হয়ে উঠেছিল আরও জম্পেশ। সেভিয়ার পরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রিয় প্রতিপক্ষই ছিল আতলেতিকো। রোহি ব্লাঙ্কোসদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ গোল করেছেন তিনি।
ওই কারণেই মেসিকে আটকাতে সব সময় সতর্ক থাকতেন আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে। এক-দুজন নয়, চার ডিফেন্ডারকে আর্জেন্টাইন সুপারস্টারের পেছনে লাগিয়ে রাখতেন। ভয় থেকে হোক বা ঘৃণা থেকে, ম্যাচের আগে কখনো মেসির নাম মুখে নিতেন না সিমিওনে।
ওয়ান্দা মেত্রোপোলিতানো কোচের এই গোপন বিষয়টি ফাঁস করেছেন তাঁরই শিষ্য ফিলিপে লুইস। আতলেতিকোর সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার জানিয়েছেন, মেসিকে নিজের দেওয়া ডাকনামে ডাকতেন সিমিওনে। আর এই নাম শুনলে অবাক হবেন যে কেউ। আতলেতিকো কোচ সাবেক বার্সা অধিনায়ককে ডাকতেন ‘বামন’ বলে।
অথচ মেসির স্বদেশি সিমিওনে। কিন্তু মাঠের লড়াইয়ের আগে সেটি যেন ভুলে যেতেন ৫৩ বছর বয়সী কোচ। লুইস জানিয়েছেন, মেসিকে আটকাতে কী পরিকল্পনা নিতেন তাঁর গুরু। তিনি জানিয়েছেন, তাঁর গুরুর পরিকল্পনায় প্রাধান্য ছিল মেসিকে আটকানো।
সম্প্রতি মেসিকে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কাকে লুইস বলেছেন, ‘আতলেতিতে, সিমিওনে চার খেলোয়াড়কে রাখতেন মেসিকে ধরে রাখতে! যখন সে গোল করত, এটা খেলোয়াড়দের দোষ ছিল না, মেসিই এটা করত।’
মেসিকে আটকাতে কী পরিকল্পনা করতে সিমিওনে, সেটিই জানিয়েছেন লুইস। আর্জেন্টাইন তারকাকে কেমন অশ্রদ্ধার চোখে দেখতেন সেটিও ফাঁস করেছেন তিনি, ‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে, সিমিওনে কখনো মেসির নাম মুখে নিত না। তিনি তাকে সব সময় “বামন” নামে ডাকতেন। তাই আমরা যখন তার সামনে পড়তাম, আমরা তাকে ভয় পেতাম না।’
২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোর দায়িত্ব নেন সিমিওনে। লা লিগায় বার্সার বিপক্ষে প্রথম তিন ম্যাচে হেরেছিলেন তিনি, মেসি করেছিলেন তিন গোল। বার্সার বিপক্ষে সিমিওনের প্রথম লিগে জয় পান ২০২০ সালে।
শারীরিকভাবে ছোটবেলা থেকে লড়তে হয়েছে মেসিকে। হরমোন সমস্যার কারণে তাঁর শারীরিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। তবে বার্সায় এসে বিশেষ চিকিৎসায় উন্নতি লাভ করেন মেসি।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৬ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে