Ajker Patrika

বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুম পেছাল কেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৩৮
বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুম পেছাল কেন

আগামী ৪ অক্টোবর থেকে নতুন মৌসুম শুরুর কথা থাকলেও ক্লাবগুলোর আপত্তিতে সেটা পিছিয়ে ১১ অক্টোবর করা হয়েছে। গতকাল শনিবার পেশাদার লিগ ব্যবস্থাপনা কমিটির সভায় সময়সূচিতে এই পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে।

নতুন সূচি অনুযায়ী ১১ অক্টোবর থেকে চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আর ১৫ অক্টোবর ফেডারেশন কাপ এবং ১৮ অক্টোবর শুরু হবে প্রিমিয়ার লিগ। তবে পাঁচটি টুর্নামেন্ট নিয়ে এবারের মৌসুম আয়োজন করার কথা থাকলেও দুটি টুর্নামেন্ট বাদ দিতে হয়েছে।

সভা শেষে নতুন সূচি নিয়ে বিস্তারিত কথা বলেন লিগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং বাফুফে সহসভাপতি ইমরুল হাসান। মূলত সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সুপার কাপ এবং স্বাধীনতা কাপ—এই টুর্নামেন্ট দুটিকে রাখা হয়নি। সংবাদমাধ্যমকে তেমনটাই বললেন ইমরুল হাসান, ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে লিগ আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল। তবে ক্লাবগুলো মাঠে খেলা ফেরাতে সহযোগিতা করছে। দেশের পরিস্থিতি বিবেচনায় দুটি টুর্নামেন্ট আয়োজন করা যাচ্ছে না। পরবর্তী সময়ে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপাতত তিনটি টুর্নামেন্ট দিয়েই আমরা মৌসুম শুরু করছি।’

বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে লিগের ভেন্যু হিসেবেও এদিন চূড়ান্ত করেছে লিগ কমিটি। এই তিনটি ভেন্যুর মধ্যে কেবল কিংস অ্যারেনাকে হোম ভেন্যু হিসেবে পাচ্ছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত