ইন্টার মায়ামির জালে ১ গোল দিয়ে যেন মৌমাছির চাকে ঢিল মেরেছিল নিউইয়র্ক রেড বুলস। তা না হলে দ্বিতীয়ার্ধে হয়তো আধা ডজন গোল হজম করতে হতো তাদের। রেড বুলসকে গোলের বন্যায় ভাসিয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ।
সুয়ারেজের হ্যাটট্রিকে ৬-২ ব্যবধানের বড় জয় পেয়েছে মায়ামি। উরুগুয়ের স্ট্রাইকারের বিপরীতে ১টি গোল করেছেন মেসি। আর মায়ামির হয়ে বাকি ২টি গোল বদলি নামা মাতিয়াস রোহাসের। প্রতিপক্ষের হয়ে গোল ২টি করেন দান্তে ভ্যানজেইর এবং এমিল ফোর্সবার্গ।
নিজেদের মুখোমুখি হওয়া সর্বশেষ ম্যাচে মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রেড বুলসের কাছে। আজ আবার নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে প্রথমার্ধের ৩০ মিনিটে দান্তের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। সব মিলিয়ে যেন মেসি-সুয়ারেজদের তাতিয়ে দিয়েছিল রেড বুলস। বিরতির আগে চেষ্টা করেও গোল শোধ দিতে না পারায় দ্বিতীয়ার্ধে তাই প্রতিপক্ষের ওপর একরকম ঝড়ই বয়ে দিল স্বাগতিকেরা। মায়ামির উৎসবের শুরুটা হয়েছিল দুর্দান্ত এক গোলে। বদলি নামা প্যারাগুয়ের মিডফিল্ডার রোহাস ২৫ মিটার দূর থেকে বুলেট গতির এক শটে মায়ামিকে সমতায় ফেরান। ৪৮ মিনিটের গোলের পর দ্বিতীয়টি পেতে ২ মিনিট লেগেছে মায়ামির। এবার গোলদাতা প্রথম গোলের সহায়তাকারী মেসি। ৫০ মিনিটে মেসি গোলটি করেন সুয়ারেজের সহায়তায়।
২-১ গোলে পিছিয়ে থেকে রেড বুলস যখন ম্যাচে ফেরার চেষ্টায় তখন আরেকটি গোল করে তাদের ছিটকে দেন রোহাস। ৬২ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এবারও তাঁর গোলের সহায়তাকারী আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
শুধু রোহাসের দুই গোলেই সহায়তা করেননি মেসি, শেষ দিকে সুয়ারেজ ম্যাজিকের ৩টি গোলেই সহায়তা করেছেন তিনি। অর্থাৎ, সব মিলিয়ে ৫ গোলে সহায়তা করেছেন ইন্টার মায়ামির অধিনায়ক। ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেছেন সুয়ারেজ। প্রথমটা ৬৮ মিনিটে করার পর ৭৫ ও ৮১ মিনিটে বাকি গোল দুটি করেন তিনি।
এই হ্যাটট্রিকে সতীর্থ মেসির এক জায়গায় ভাগ বসিয়েছেন সুয়ারেজ। ১০টি করে গোল নিয়ে এখন দুজনেই মেজর লিগ সকারের যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান কমানো রেড বুলসের দ্বিতীয় গোলটি করেন ফোর্সবার্গ। এতে ৬-২ ব্যবধানের হয়ে জয়ে প্রতিশোধও নেওয়া হলো মায়ামির।
ইন্টার মায়ামির জালে ১ গোল দিয়ে যেন মৌমাছির চাকে ঢিল মেরেছিল নিউইয়র্ক রেড বুলস। তা না হলে দ্বিতীয়ার্ধে হয়তো আধা ডজন গোল হজম করতে হতো তাদের। রেড বুলসকে গোলের বন্যায় ভাসিয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ।
সুয়ারেজের হ্যাটট্রিকে ৬-২ ব্যবধানের বড় জয় পেয়েছে মায়ামি। উরুগুয়ের স্ট্রাইকারের বিপরীতে ১টি গোল করেছেন মেসি। আর মায়ামির হয়ে বাকি ২টি গোল বদলি নামা মাতিয়াস রোহাসের। প্রতিপক্ষের হয়ে গোল ২টি করেন দান্তে ভ্যানজেইর এবং এমিল ফোর্সবার্গ।
নিজেদের মুখোমুখি হওয়া সর্বশেষ ম্যাচে মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রেড বুলসের কাছে। আজ আবার নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে প্রথমার্ধের ৩০ মিনিটে দান্তের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। সব মিলিয়ে যেন মেসি-সুয়ারেজদের তাতিয়ে দিয়েছিল রেড বুলস। বিরতির আগে চেষ্টা করেও গোল শোধ দিতে না পারায় দ্বিতীয়ার্ধে তাই প্রতিপক্ষের ওপর একরকম ঝড়ই বয়ে দিল স্বাগতিকেরা। মায়ামির উৎসবের শুরুটা হয়েছিল দুর্দান্ত এক গোলে। বদলি নামা প্যারাগুয়ের মিডফিল্ডার রোহাস ২৫ মিটার দূর থেকে বুলেট গতির এক শটে মায়ামিকে সমতায় ফেরান। ৪৮ মিনিটের গোলের পর দ্বিতীয়টি পেতে ২ মিনিট লেগেছে মায়ামির। এবার গোলদাতা প্রথম গোলের সহায়তাকারী মেসি। ৫০ মিনিটে মেসি গোলটি করেন সুয়ারেজের সহায়তায়।
২-১ গোলে পিছিয়ে থেকে রেড বুলস যখন ম্যাচে ফেরার চেষ্টায় তখন আরেকটি গোল করে তাদের ছিটকে দেন রোহাস। ৬২ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এবারও তাঁর গোলের সহায়তাকারী আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
শুধু রোহাসের দুই গোলেই সহায়তা করেননি মেসি, শেষ দিকে সুয়ারেজ ম্যাজিকের ৩টি গোলেই সহায়তা করেছেন তিনি। অর্থাৎ, সব মিলিয়ে ৫ গোলে সহায়তা করেছেন ইন্টার মায়ামির অধিনায়ক। ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেছেন সুয়ারেজ। প্রথমটা ৬৮ মিনিটে করার পর ৭৫ ও ৮১ মিনিটে বাকি গোল দুটি করেন তিনি।
এই হ্যাটট্রিকে সতীর্থ মেসির এক জায়গায় ভাগ বসিয়েছেন সুয়ারেজ। ১০টি করে গোল নিয়ে এখন দুজনেই মেজর লিগ সকারের যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান কমানো রেড বুলসের দ্বিতীয় গোলটি করেন ফোর্সবার্গ। এতে ৬-২ ব্যবধানের হয়ে জয়ে প্রতিশোধও নেওয়া হলো মায়ামির।
সংযুক্ত আরব আমিরাতে গত রাতে শুরু হয়েছে ১৭তম এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট খেলতে বাংলাদেশসহ ৮ দল এখন মরুর দেশে। সে সময় বিশ্বের আরেক শহর জোহানেসবার্গ থেকে সুখবর দিলেন তাইজুল ইসলাম। প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে দল পেলেন তিনি।
১৯ মিনিট আগেভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ তাই খেলতে হয়েছে মেসিকে ছাড়াই। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ছাড়া ম্যাচটি তাদের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই।
৪২ মিনিট আগেবড় বড় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশা জেতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছেন রশিদ-নবিরা। সে হিসেবে হংকং তাঁদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৯৪ রানে...
১০ ঘণ্টা আগেগণবিক্ষোভে নেপাল এখন উত্তাল। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দলের ঢাকায় ফেরার কথা ছিল কাল। প্রথম ম্যাচ খেললেও রাজনৈতিক অস্থিরতায় বাতিল করতে হয় দ্বিতীয়
১২ ঘণ্টা আগে