ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের ফুটবলারদের সঙ্গে নিস সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ক্লাব দুটির কর্মকর্তাদের তলব করেছে দেশটির প্রশাসন।
ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার পর সংঘর্ষে জড়িয়ে পড়া এক নিস সমর্থককে আটকও করেছে পুলিশ। এ ছাড়া ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্লাবটিকে গুরু দণ্ড দিয়েছে পেশাদার ফুটবল লিগ (এলএফপি) কর্তৃপক্ষ। ঘটনাস্থল আলিয়াঞ্জ রিভেইরা স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারিতে (পপুলেইর সুদ নামে পরিচিত) দর্শক ছাড়াই পরবর্তী ৪ ম্যাচ আয়োজন করতে হবে নিসকে।
শাস্তির বিষয়টি নিশ্চিত করে আল্পস-মারিটাইমস বিভাগের প্রধান বার্নার্ড গঞ্জালেজ বলেছেন, ‘এটি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। দুই ক্লাব কর্তৃপক্ষকে সমন নোটিশ পাঠানো হয়েছে। বুধবারের মধ্যে শৃঙ্খলা কমিশনে হাজির হয়ে তাদের জবাবদিহি করতে হবে।’
গত রোববার রাতে ম্যাচ চলাকালীন মার্শেই ফরোয়ার্ড দিমিত্রি পায়েতকে লক্ষ্য করে নিস সমর্থকদের বোতল ছোড়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় মাঠ। দর্শকদের ‘অতর্কিত হামলায়’ আহত হন মার্শেইয়ের একাধিক ফুটবলার। মেজাজ হারিয়ে প্রতিপক্ষ সমর্থকদের দিকে তেড়ে যান দলটির আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। পরে পুলিশ এসে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সব স্বাভাবিক হওয়ার পর নিস ফুটবলাররা ফের খেলা শুরু করতে চাইলেও প্রতিবাদস্বরূপ মার্শেই দল মাঠে নামতে অপারগতা জানায়। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন রেফারি।
ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী রোকসানা মারাচিনেনু বলেছেন, ‘এটা খেলাধুলা ও ফুটবলের জন্য অপমানজনক।’
নিসের মেয়র ক্রিস্টিয়ান এস্ট্রোসির ভাষ্য, ‘এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’
কলঙ্কের দাগ লেগে যাওয়া ম্যাচে ক্যাসপার ডোলবার্গের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক নিস। তবে ফরাসি লিগ ওয়ানের নিয়ম বলছে, কোনো দল যদি নিজেদের মাঠে ম্যাচ সম্পন্ন করতে ব্যর্থ হয়; তাহলে সেই ম্যাচে প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হবে। ম্যাচটি যেহেতু পরিত্যক্ত হয়েছে, মার্শেই এখন তাই চাইলেই এর বিরুদ্ধে আপিল করতে পারবে।
ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের ফুটবলারদের সঙ্গে নিস সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ক্লাব দুটির কর্মকর্তাদের তলব করেছে দেশটির প্রশাসন।
ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার পর সংঘর্ষে জড়িয়ে পড়া এক নিস সমর্থককে আটকও করেছে পুলিশ। এ ছাড়া ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্লাবটিকে গুরু দণ্ড দিয়েছে পেশাদার ফুটবল লিগ (এলএফপি) কর্তৃপক্ষ। ঘটনাস্থল আলিয়াঞ্জ রিভেইরা স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারিতে (পপুলেইর সুদ নামে পরিচিত) দর্শক ছাড়াই পরবর্তী ৪ ম্যাচ আয়োজন করতে হবে নিসকে।
শাস্তির বিষয়টি নিশ্চিত করে আল্পস-মারিটাইমস বিভাগের প্রধান বার্নার্ড গঞ্জালেজ বলেছেন, ‘এটি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। দুই ক্লাব কর্তৃপক্ষকে সমন নোটিশ পাঠানো হয়েছে। বুধবারের মধ্যে শৃঙ্খলা কমিশনে হাজির হয়ে তাদের জবাবদিহি করতে হবে।’
গত রোববার রাতে ম্যাচ চলাকালীন মার্শেই ফরোয়ার্ড দিমিত্রি পায়েতকে লক্ষ্য করে নিস সমর্থকদের বোতল ছোড়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় মাঠ। দর্শকদের ‘অতর্কিত হামলায়’ আহত হন মার্শেইয়ের একাধিক ফুটবলার। মেজাজ হারিয়ে প্রতিপক্ষ সমর্থকদের দিকে তেড়ে যান দলটির আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। পরে পুলিশ এসে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সব স্বাভাবিক হওয়ার পর নিস ফুটবলাররা ফের খেলা শুরু করতে চাইলেও প্রতিবাদস্বরূপ মার্শেই দল মাঠে নামতে অপারগতা জানায়। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন রেফারি।
ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী রোকসানা মারাচিনেনু বলেছেন, ‘এটা খেলাধুলা ও ফুটবলের জন্য অপমানজনক।’
নিসের মেয়র ক্রিস্টিয়ান এস্ট্রোসির ভাষ্য, ‘এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’
কলঙ্কের দাগ লেগে যাওয়া ম্যাচে ক্যাসপার ডোলবার্গের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক নিস। তবে ফরাসি লিগ ওয়ানের নিয়ম বলছে, কোনো দল যদি নিজেদের মাঠে ম্যাচ সম্পন্ন করতে ব্যর্থ হয়; তাহলে সেই ম্যাচে প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হবে। ম্যাচটি যেহেতু পরিত্যক্ত হয়েছে, মার্শেই এখন তাই চাইলেই এর বিরুদ্ধে আপিল করতে পারবে।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৬ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৭ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৯ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১০ ঘণ্টা আগে