Ajker Patrika

আলোনসোয় ফিরেছে ‘ফার্গি টাইম’

উপল বড়ুয়া, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৬: ৫৩
আলোনসোয় ফিরেছে ‘ফার্গি টাইম’

মৌসুম এখনো শেষ হয়নি। তবে বেয়ার লেভারকুজেনের জন্য বুন্দেসলিগা একরকম শেষ। নিজেদের মাঠ বেঅ্যারেনায় গত সপ্তাহে ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শিরোপা নিষ্পত্তি যে করে ফেলেছে তারা! সেটিও এপ্রিলের মধ্যে ২৯তম রাউন্ডে, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে থেকে। নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা, ৩১ বছর পর কোনো প্রধান শিরোপা জয়—অবিশ্বাস্য ও অবিস্মরণীয় এক মৌসুম কাটানো লেভারকুজেনের এই ইতিহাস গড়ার নেপথ্যের নায়ক জাবি আলোনসো।

স্প্যানিশ কোচের অধীনে ট্রেবল জয়েরও খুব কাছাকাছি লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় তো বটে, এখনো কোনো প্রতিযোগিতায় না হারা জার্মান ক্লাবটি ২০০২ সালের পর আবারও স্বপ্ন দেখছে ট্রেবলেরও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করার পথে লেভারকুজেন এ মৌসুমে লিগে গোল দিয়েছে ৭৪টি আর হজম করেছে ১৯টি। অবশ্য লিগে তাদের চেয়ে ৮ গোল বেশি দিয়েছে বায়ার্ন। ২০ এপ্রিল পর্যন্ত বাভারিয়ানরা ছাড়াও এ মৌসুমে এখন পর্যন্ত লেভারকুজেনের চেয়ে বেশি গোল দিয়েছে শুধু প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি (৭৬) ও আর্সেনাল (৭৫) এবং সিরি আর ইন্টার মিলান (৭৭)। তবে গোল হজমের সংখ্যায় নেরাজ্জুরিদের (১৭) পরেই লেভারকুজেন (১৯)।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেন গোল দিয়েছে ১২৪টি, খেয়েছে ৩২টি। বুন্দেসলিগায় প্রতি ম্যাচে তাদের গোলসংখ্যার অনুপাত ২.৫৫। ঘরের মাঠে ১৫ ম্যাচ খেলে দিয়েছে ৪৩ গোল, খেয়েছে ৮টি আর ১৪ অ্যাওয়ে ম্যাচে ৩১ গোল দিয়ে হজম করেছে ১১টি। এই মৌসুমে লেভারকুজেন সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে শেষ মুহূর্তে। বেশ কয়েকটি ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে জয় বা ড্র নিয়ে মাঠ ছেড়ে মনে করে দিয়েছে ‘ফার্গি টাইম’কে।

Captureসব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে লেভারকুজেন ৮০ মিনিটের পর গোল করেছে ২৭টি। সেগুলোর মধ্যে লিগে ১৩টি। আর এই সময়ের মধ্যে গোল করে জয় ও ড্র করেছে ৯ ম্যাচে। ৯০ মিনিটের পর কাজটি তারা করেছে পাঁচবার। ইউরোপা লিগে ফাইনালে উঠলে এই মৌসুমে তাদের বাকি ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৮। সেই আট ম্যাচে আলোনসোর লাল-কালো বাহিনী এমন ‘খেল’ দেখাতে পারে আরও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত