উপল বড়ুয়া, ঢাকা
মৌসুম এখনো শেষ হয়নি। তবে বেয়ার লেভারকুজেনের জন্য বুন্দেসলিগা একরকম শেষ। নিজেদের মাঠ বেঅ্যারেনায় গত সপ্তাহে ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শিরোপা নিষ্পত্তি যে করে ফেলেছে তারা! সেটিও এপ্রিলের মধ্যে ২৯তম রাউন্ডে, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে থেকে। নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা, ৩১ বছর পর কোনো প্রধান শিরোপা জয়—অবিশ্বাস্য ও অবিস্মরণীয় এক মৌসুম কাটানো লেভারকুজেনের এই ইতিহাস গড়ার নেপথ্যের নায়ক জাবি আলোনসো।
স্প্যানিশ কোচের অধীনে ট্রেবল জয়েরও খুব কাছাকাছি লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় তো বটে, এখনো কোনো প্রতিযোগিতায় না হারা জার্মান ক্লাবটি ২০০২ সালের পর আবারও স্বপ্ন দেখছে ট্রেবলেরও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করার পথে লেভারকুজেন এ মৌসুমে লিগে গোল দিয়েছে ৭৪টি আর হজম করেছে ১৯টি। অবশ্য লিগে তাদের চেয়ে ৮ গোল বেশি দিয়েছে বায়ার্ন। ২০ এপ্রিল পর্যন্ত বাভারিয়ানরা ছাড়াও এ মৌসুমে এখন পর্যন্ত লেভারকুজেনের চেয়ে বেশি গোল দিয়েছে শুধু প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি (৭৬) ও আর্সেনাল (৭৫) এবং সিরি আর ইন্টার মিলান (৭৭)। তবে গোল হজমের সংখ্যায় নেরাজ্জুরিদের (১৭) পরেই লেভারকুজেন (১৯)।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেন গোল দিয়েছে ১২৪টি, খেয়েছে ৩২টি। বুন্দেসলিগায় প্রতি ম্যাচে তাদের গোলসংখ্যার অনুপাত ২.৫৫। ঘরের মাঠে ১৫ ম্যাচ খেলে দিয়েছে ৪৩ গোল, খেয়েছে ৮টি আর ১৪ অ্যাওয়ে ম্যাচে ৩১ গোল দিয়ে হজম করেছে ১১টি। এই মৌসুমে লেভারকুজেন সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে শেষ মুহূর্তে। বেশ কয়েকটি ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে জয় বা ড্র নিয়ে মাঠ ছেড়ে মনে করে দিয়েছে ‘ফার্গি টাইম’কে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে লেভারকুজেন ৮০ মিনিটের পর গোল করেছে ২৭টি। সেগুলোর মধ্যে লিগে ১৩টি। আর এই সময়ের মধ্যে গোল করে জয় ও ড্র করেছে ৯ ম্যাচে। ৯০ মিনিটের পর কাজটি তারা করেছে পাঁচবার। ইউরোপা লিগে ফাইনালে উঠলে এই মৌসুমে তাদের বাকি ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৮। সেই আট ম্যাচে আলোনসোর লাল-কালো বাহিনী এমন ‘খেল’ দেখাতে পারে আরও।
মৌসুম এখনো শেষ হয়নি। তবে বেয়ার লেভারকুজেনের জন্য বুন্দেসলিগা একরকম শেষ। নিজেদের মাঠ বেঅ্যারেনায় গত সপ্তাহে ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শিরোপা নিষ্পত্তি যে করে ফেলেছে তারা! সেটিও এপ্রিলের মধ্যে ২৯তম রাউন্ডে, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে থেকে। নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা, ৩১ বছর পর কোনো প্রধান শিরোপা জয়—অবিশ্বাস্য ও অবিস্মরণীয় এক মৌসুম কাটানো লেভারকুজেনের এই ইতিহাস গড়ার নেপথ্যের নায়ক জাবি আলোনসো।
স্প্যানিশ কোচের অধীনে ট্রেবল জয়েরও খুব কাছাকাছি লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় তো বটে, এখনো কোনো প্রতিযোগিতায় না হারা জার্মান ক্লাবটি ২০০২ সালের পর আবারও স্বপ্ন দেখছে ট্রেবলেরও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করার পথে লেভারকুজেন এ মৌসুমে লিগে গোল দিয়েছে ৭৪টি আর হজম করেছে ১৯টি। অবশ্য লিগে তাদের চেয়ে ৮ গোল বেশি দিয়েছে বায়ার্ন। ২০ এপ্রিল পর্যন্ত বাভারিয়ানরা ছাড়াও এ মৌসুমে এখন পর্যন্ত লেভারকুজেনের চেয়ে বেশি গোল দিয়েছে শুধু প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি (৭৬) ও আর্সেনাল (৭৫) এবং সিরি আর ইন্টার মিলান (৭৭)। তবে গোল হজমের সংখ্যায় নেরাজ্জুরিদের (১৭) পরেই লেভারকুজেন (১৯)।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেন গোল দিয়েছে ১২৪টি, খেয়েছে ৩২টি। বুন্দেসলিগায় প্রতি ম্যাচে তাদের গোলসংখ্যার অনুপাত ২.৫৫। ঘরের মাঠে ১৫ ম্যাচ খেলে দিয়েছে ৪৩ গোল, খেয়েছে ৮টি আর ১৪ অ্যাওয়ে ম্যাচে ৩১ গোল দিয়ে হজম করেছে ১১টি। এই মৌসুমে লেভারকুজেন সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে শেষ মুহূর্তে। বেশ কয়েকটি ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে জয় বা ড্র নিয়ে মাঠ ছেড়ে মনে করে দিয়েছে ‘ফার্গি টাইম’কে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে লেভারকুজেন ৮০ মিনিটের পর গোল করেছে ২৭টি। সেগুলোর মধ্যে লিগে ১৩টি। আর এই সময়ের মধ্যে গোল করে জয় ও ড্র করেছে ৯ ম্যাচে। ৯০ মিনিটের পর কাজটি তারা করেছে পাঁচবার। ইউরোপা লিগে ফাইনালে উঠলে এই মৌসুমে তাদের বাকি ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৮। সেই আট ম্যাচে আলোনসোর লাল-কালো বাহিনী এমন ‘খেল’ দেখাতে পারে আরও।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
৯ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৯ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১০ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১১ ঘণ্টা আগে