উপল বড়ুয়া, ঢাকা
মৌসুম এখনো শেষ হয়নি। তবে বেয়ার লেভারকুজেনের জন্য বুন্দেসলিগা একরকম শেষ। নিজেদের মাঠ বেঅ্যারেনায় গত সপ্তাহে ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শিরোপা নিষ্পত্তি যে করে ফেলেছে তারা! সেটিও এপ্রিলের মধ্যে ২৯তম রাউন্ডে, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে থেকে। নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা, ৩১ বছর পর কোনো প্রধান শিরোপা জয়—অবিশ্বাস্য ও অবিস্মরণীয় এক মৌসুম কাটানো লেভারকুজেনের এই ইতিহাস গড়ার নেপথ্যের নায়ক জাবি আলোনসো।
স্প্যানিশ কোচের অধীনে ট্রেবল জয়েরও খুব কাছাকাছি লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় তো বটে, এখনো কোনো প্রতিযোগিতায় না হারা জার্মান ক্লাবটি ২০০২ সালের পর আবারও স্বপ্ন দেখছে ট্রেবলেরও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করার পথে লেভারকুজেন এ মৌসুমে লিগে গোল দিয়েছে ৭৪টি আর হজম করেছে ১৯টি। অবশ্য লিগে তাদের চেয়ে ৮ গোল বেশি দিয়েছে বায়ার্ন। ২০ এপ্রিল পর্যন্ত বাভারিয়ানরা ছাড়াও এ মৌসুমে এখন পর্যন্ত লেভারকুজেনের চেয়ে বেশি গোল দিয়েছে শুধু প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি (৭৬) ও আর্সেনাল (৭৫) এবং সিরি আর ইন্টার মিলান (৭৭)। তবে গোল হজমের সংখ্যায় নেরাজ্জুরিদের (১৭) পরেই লেভারকুজেন (১৯)।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেন গোল দিয়েছে ১২৪টি, খেয়েছে ৩২টি। বুন্দেসলিগায় প্রতি ম্যাচে তাদের গোলসংখ্যার অনুপাত ২.৫৫। ঘরের মাঠে ১৫ ম্যাচ খেলে দিয়েছে ৪৩ গোল, খেয়েছে ৮টি আর ১৪ অ্যাওয়ে ম্যাচে ৩১ গোল দিয়ে হজম করেছে ১১টি। এই মৌসুমে লেভারকুজেন সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে শেষ মুহূর্তে। বেশ কয়েকটি ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে জয় বা ড্র নিয়ে মাঠ ছেড়ে মনে করে দিয়েছে ‘ফার্গি টাইম’কে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে লেভারকুজেন ৮০ মিনিটের পর গোল করেছে ২৭টি। সেগুলোর মধ্যে লিগে ১৩টি। আর এই সময়ের মধ্যে গোল করে জয় ও ড্র করেছে ৯ ম্যাচে। ৯০ মিনিটের পর কাজটি তারা করেছে পাঁচবার। ইউরোপা লিগে ফাইনালে উঠলে এই মৌসুমে তাদের বাকি ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৮। সেই আট ম্যাচে আলোনসোর লাল-কালো বাহিনী এমন ‘খেল’ দেখাতে পারে আরও।
মৌসুম এখনো শেষ হয়নি। তবে বেয়ার লেভারকুজেনের জন্য বুন্দেসলিগা একরকম শেষ। নিজেদের মাঠ বেঅ্যারেনায় গত সপ্তাহে ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শিরোপা নিষ্পত্তি যে করে ফেলেছে তারা! সেটিও এপ্রিলের মধ্যে ২৯তম রাউন্ডে, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে থেকে। নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা, ৩১ বছর পর কোনো প্রধান শিরোপা জয়—অবিশ্বাস্য ও অবিস্মরণীয় এক মৌসুম কাটানো লেভারকুজেনের এই ইতিহাস গড়ার নেপথ্যের নায়ক জাবি আলোনসো।
স্প্যানিশ কোচের অধীনে ট্রেবল জয়েরও খুব কাছাকাছি লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় তো বটে, এখনো কোনো প্রতিযোগিতায় না হারা জার্মান ক্লাবটি ২০০২ সালের পর আবারও স্বপ্ন দেখছে ট্রেবলেরও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করার পথে লেভারকুজেন এ মৌসুমে লিগে গোল দিয়েছে ৭৪টি আর হজম করেছে ১৯টি। অবশ্য লিগে তাদের চেয়ে ৮ গোল বেশি দিয়েছে বায়ার্ন। ২০ এপ্রিল পর্যন্ত বাভারিয়ানরা ছাড়াও এ মৌসুমে এখন পর্যন্ত লেভারকুজেনের চেয়ে বেশি গোল দিয়েছে শুধু প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি (৭৬) ও আর্সেনাল (৭৫) এবং সিরি আর ইন্টার মিলান (৭৭)। তবে গোল হজমের সংখ্যায় নেরাজ্জুরিদের (১৭) পরেই লেভারকুজেন (১৯)।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেন গোল দিয়েছে ১২৪টি, খেয়েছে ৩২টি। বুন্দেসলিগায় প্রতি ম্যাচে তাদের গোলসংখ্যার অনুপাত ২.৫৫। ঘরের মাঠে ১৫ ম্যাচ খেলে দিয়েছে ৪৩ গোল, খেয়েছে ৮টি আর ১৪ অ্যাওয়ে ম্যাচে ৩১ গোল দিয়ে হজম করেছে ১১টি। এই মৌসুমে লেভারকুজেন সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে শেষ মুহূর্তে। বেশ কয়েকটি ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে জয় বা ড্র নিয়ে মাঠ ছেড়ে মনে করে দিয়েছে ‘ফার্গি টাইম’কে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে লেভারকুজেন ৮০ মিনিটের পর গোল করেছে ২৭টি। সেগুলোর মধ্যে লিগে ১৩টি। আর এই সময়ের মধ্যে গোল করে জয় ও ড্র করেছে ৯ ম্যাচে। ৯০ মিনিটের পর কাজটি তারা করেছে পাঁচবার। ইউরোপা লিগে ফাইনালে উঠলে এই মৌসুমে তাদের বাকি ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৮। সেই আট ম্যাচে আলোনসোর লাল-কালো বাহিনী এমন ‘খেল’ দেখাতে পারে আরও।
সেমিফাইনালে উঠতে দুই দলের জন্যই এটি ছিল বাঁচা-মরার লড়াই। তবে শুরু হয়েও বৃষ্টির কারণে এই লড়াই শেষ না হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে উঠে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পাওয়া আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও তা অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর নির্ভর করছে...
৩ ঘণ্টা আগেআগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এমন দুর্দান্ত চমক তারা এখন প্রায়ই দিয়ে চলেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের সমীকরণ মিলাতে লাহোরে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে তারা। আগে ব্যাটিং করে অজিদের ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোরও ছুড়ে দিয়েছে। ট্রাভিস হেডেরও...
৫ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর মতো নেইমার জুনিয়রকেও ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ চেষ্টাই করেছিল তারা। তা-ই নয়, ব্রাজিলিয়ান তারকার জন্য তারা ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব করেছিল, যেখানে নেইমার নিজের খুশি মতো অঙ্ক বসানোর সুযোগ ছিল। তবে তিনি সেটি না করে, ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে পড়ি জমালেন
৬ ঘণ্টা আগেওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়নস ট্রফি থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। পরশু আফগানিস্তানের কাছে ৮ রানের হারের পরই বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনাও হচ্ছিল।
৬ ঘণ্টা আগে