লিওনেল মেসি ও নেইমারের বার্সেলোনা ছাড়ার অনেক দিন হয়ে গেছে। তার পরও চার বছর পর বার্সার মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ের উৎসবে ছিলেন এই দুই তারকা ফুটবলার।
স্টেডি কর্নেলা এল প্রাতে গত পরশু লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। এসপানিওলকে ৪-০ গোলে উড়িয়ে চার ম্যাচ আগেই লা লিগা শিরোপা নিশ্চিত করে কাতালানরা। ২০১৯ সালে সর্বশেষ লা লিগা জিতেছিল বার্সা। চার বছর পর কোনো মেজর শিরোপা জয়ে ক্লাবটিতে এখন চলছে উৎসব। ভিডিও কলে নেইমার, মেসি তাদের সেই পার্টিতে যোগ দিয়েছেন। মেসি যখন রোনাল্ড আরাউহোর ইনস্টাগ্রাম লাইভে যোগ দেন, তখন উৎফুল্ল আরাউহো বলেন, ‘কে আছেন সেখানে? মেসি। ওহ আচ্ছা।’
এছাড়া গত পরশু বার্সার শিরোপাজয়ের রাতে ভক্তরা উল্লাস করতে নেমে পড়েন রাস্তায়। ভক্তরা ‘মেসি, মেসি’ স্লোগানে পরিবেশ মুখরিত করে তুলেছিলেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে আবারও তাঁরা দেখতে চান। চার বছর আগে বার্সার লা লিগা জয়ী দলে ছিলেন মেসি। লিওনেল মেসি থাকা অবস্থাতেই সর্বশেষ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতে বার্সেলোনা। এর আগে ২০১৮-১৯ মৌসুমে লা লিগা এবং ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতে বার্সা। নেইমার বার্সার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ দলে ছিলেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বার্সা ছেড়ে ২০১৭ সালে পিএসজিত যোগ দিয়েছেন। আর মেসি পিএসজিতে গেছেন ২০২১ সালে।
লিওনেল মেসি ও নেইমারের বার্সেলোনা ছাড়ার অনেক দিন হয়ে গেছে। তার পরও চার বছর পর বার্সার মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ের উৎসবে ছিলেন এই দুই তারকা ফুটবলার।
স্টেডি কর্নেলা এল প্রাতে গত পরশু লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। এসপানিওলকে ৪-০ গোলে উড়িয়ে চার ম্যাচ আগেই লা লিগা শিরোপা নিশ্চিত করে কাতালানরা। ২০১৯ সালে সর্বশেষ লা লিগা জিতেছিল বার্সা। চার বছর পর কোনো মেজর শিরোপা জয়ে ক্লাবটিতে এখন চলছে উৎসব। ভিডিও কলে নেইমার, মেসি তাদের সেই পার্টিতে যোগ দিয়েছেন। মেসি যখন রোনাল্ড আরাউহোর ইনস্টাগ্রাম লাইভে যোগ দেন, তখন উৎফুল্ল আরাউহো বলেন, ‘কে আছেন সেখানে? মেসি। ওহ আচ্ছা।’
এছাড়া গত পরশু বার্সার শিরোপাজয়ের রাতে ভক্তরা উল্লাস করতে নেমে পড়েন রাস্তায়। ভক্তরা ‘মেসি, মেসি’ স্লোগানে পরিবেশ মুখরিত করে তুলেছিলেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে আবারও তাঁরা দেখতে চান। চার বছর আগে বার্সার লা লিগা জয়ী দলে ছিলেন মেসি। লিওনেল মেসি থাকা অবস্থাতেই সর্বশেষ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতে বার্সেলোনা। এর আগে ২০১৮-১৯ মৌসুমে লা লিগা এবং ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতে বার্সা। নেইমার বার্সার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ দলে ছিলেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বার্সা ছেড়ে ২০১৭ সালে পিএসজিত যোগ দিয়েছেন। আর মেসি পিএসজিতে গেছেন ২০২১ সালে।
সাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। আজ লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হলে আদালত তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন।
২ ঘণ্টা আগেভালো কিংবা খারাপ—ভারতের পারফরম্যান্স যেমনই হোক, সুনীল গাভাস্কার তো চুপ করে থাকার মানুষ নন। এমনকি ভারত ভালো খেললেও সেখানে খুঁত খুঁজে বের করেন তিনি। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম টেস্টে ৬ রানের নাটকীয় জয়ে ভারত সিরিজ বাঁচানোর পরও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গাভাস্কার।
২ ঘণ্টা আগেবাবর আজম সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১২১ ইনিংসে ৪২২৩ রান। কিন্তু স্ট্রাইকরেট ১২৯.২২। বাবর থিতু হন, তারপর আক্রমণ করেন। বর্তমান পাকিস্তান দল ঠিক বিপরীতে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দর্শন নিয়ে এগোচ্ছে তারা।
২ ঘণ্টা আগেশৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না নেইমার। জোড়া গোল তো দূরে থাক, ব্রাজিলের ফরোয়ার্ড গোলই পেতেন কালেভদ্রে। অবশেষে আজ সান্তোসের জার্সিতে করলেন জোড়া গোল। তাঁর এমন পারফরম্যান্সে ভক্ত-সমর্থকেরা স্বাভাবিকভাবেই ব্রাজিলের জার্সিতে দেখতে মুখিয়ে আছেন।
৩ ঘণ্টা আগে