Ajker Patrika

নতুন ‘এমবাপ্পে-লেভানডভস্কি’ দ্বৈরথ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১১: ০০
মৌসুম শেষ কে কাকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে-লেভানডভস্কি? ছবি: এএফপি
মৌসুম শেষ কে কাকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে-লেভানডভস্কি? ছবি: এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি স্পেন ছেড়ে যাওয়ার পর লা লিগায় কেমন যেন একটা শূন্যতা! তখন লা লিগার বড় একটা আকর্ষণই ছিল দুজনের ব্যক্তি দ্বৈরথ। কার কত গোল, হ্যাটট্রিক, অ্যাসিস্ট—সব পরিসংখ্যানই ছিল অনেক ভক্তের নখদর্পণে। এটা তাঁরা মনে রাখতেন এইকারণে যে প্রিয় দলটির প্রিয় খেলোয়াড় প্রতিপক্ষের সেরা খেলোয়াড়টির চেয়ে কোনো দিক থেকে এগিয়ে গেলে মিলত মনের তৃপ্তি।

২০১৮ সালে রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার পর পেরিয়ে গেছে সাত বছর। আর মেসির বার্সেলোনা ছাড়ার পর পার হয়েছে চার বছর। কিন্তু তাঁরা ব্যক্তি দ্বৈরথকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তাঁদের অনুপস্থিতিতে লা লিগায় সেই শূন্যতা রয়েই গেছে। রোনালদো রিয়াল ছাড়ার পর করিম বেনজেমা দলটির মূল স্ট্রাইকারের ভূমিকা নিলেও মেসির সঙ্গে দ্বৈরথ গড়ে তোলার মতো সাফল্য কিংবা অর্জন ছিল না তাঁর। মেসি-রোনালদোর অনুপস্থিতিতে বহির্বিশ্বের অনেক ফুটবলপ্রেমীর কাছে আকর্ষণ হারিয়েছে লা লিগা। লা লিগায় মেসি-রোনালদোর দ্বৈরথের শূন্যতা পূরণ করা হয়তো সম্ভবও নয়।

তবে এবারের লা লিগা নতুন এক দ্বৈরথের জন্ম দিয়েছে। আর সে দ্বৈরথে বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

লা লিগায় এটাই প্রথম মৌসুম এমবাপ্পের। দিন কয়েক আগেই তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে অভিষেক মৌসুমে (২০০৯-১০) রোনালদোর ৩৩ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। এই মৌসুমে রিয়ালের আরও অনেক ম্যাচ বাকি থাকায় নিশ্চিতভাবে রোনালদোর এই রেকর্ডকে একান্তই নিজের করে নিয়ে অন্য উচ্চতায় নিয়ে যাবেন। আছেন চলতি লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও। ২৭ ম্যাচে ২২ গোল করেছেন তিনি। তাঁর চেয়ে ৩টি গোল বেশি নিয়ে এই তালিকার শীর্ষে বার্সেলোনার লেভানডভস্কি। তিনি অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছেন। ২৮ ম্যাচে ২৫ গোল তাঁর। লিগ নিজের সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে লেগানেসের বিপক্ষে ৩-২ গোলে রিয়ালকে জেতান এমবাপ্পে। আর জিরোনার বিপক্ষে বার্সেলোনার ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেন লেভানডভস্কিও।

দুজনের সেরা গোলদাতা হওয়ার লড়াই জমিয়ে তুলেছে লিগকে। ২৯ ম্যাচ শেষে ২১ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে কাতালানরা। তাদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদও। সমান ম্যাচে ১৯ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার পরই অবস্থান রিয়ালের। লিগে এখন বাকি ৯ ম্যাচ। কিন্তু এ পর্যায়ে এসে বলার কোনো উপায় নেই—কারা জিতবে শিরোপা।

লা লিগায় আজ শনিবার নিজ নিজ খেলায় মাঠে নামছে দুই দলই। ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ। আর রিয়াল বেতিসকে আতিথেয়তা দেবে বার্সেলোনা।

গত ৯টি লিগ ম্যাচে ৯ গোল করছেন লেভানডভস্কি। বয়স ৩৬ বলেও চব্বিশের তরুণের মতো খেলে যাচ্ছেন এখনো। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে ৪৩ ম্যাচে করেছেন ৩৮ গোল। পোলিশ এই স্ট্রাইকারের বিশ্বাস, শীর্ষ স্তরের ক্লাবে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা আছে তাঁর, ‘অনেকে আমার বয়স নিয়ে কথা বলছে। কিন্তু আমি ২১-২২ বছর বয়স থেকেই কঠোর পরিশ্রম করে আসছি এবং আমি আরও কয়েক বছর শীর্ষ পর্যায়ে খেলতে চাই। শারীরিকভাবে দারুণ অনুভব করছি আমি। পরিসংখ্যানের দিকে তাকালেই দেখা যাবে কয়েক বছর আগের আর এখনকার আমার পারফরম্যান্সের মধ্যে কোনো পার্থক্য নেই।’ তাঁর লক্ষ্য যে পিচিচি ট্রফি জয়, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক, ‘সে পুরোপুরি ফিট এবং পিচিচি জিততে চায়—এটা আমি জানি। আর আমি আগেও বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল। আমি এটা স্পষ্টভাবে বুঝতে পারি, দলকে নিয়েই সব মনোযোগ তার।’

আর সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৪৬ ম্যাচে ৩৩ গোল কিলিয়ান এমবাপ্পের। তাঁর শৈশবের ‘আদর্শ’ রোনালদোর রিয়ালে অভিষেক মৌসুমের রেকর্ড ছুঁয়ে ফেলাটাকে বিশেষ অর্জন হিসেবেই দেখছেন এমবাপ্পে। আর তাঁকে নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির উচ্চাশা, ‘রিয়াল মাদ্রিদে রোনালদো যা অর্জন করেছেন, সেটা অর্জনের সামর্থ্য এমবাপ্পের আছে। আর আমি কামনা করি, রোনালদো যা করেছে, রিয়ালে এমবাপ্পেও তা করতে পারবে। আর এর অর্থই হলো রোনালদোর মতো সে-ও রিয়াল মাদ্রিদে একজন কিংবদন্তি হয়ে উঠবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত