Ajker Patrika

জামালদের হোম জার্সিতে কী ফুটিয়ে তোলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হোম জার্সিতে জামাল ভূঁইয়া। ছবি: ফেসবুক
হোম জার্সিতে জামাল ভূঁইয়া। ছবি: ফেসবুক

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই। হোম জার্সি উন্মোচন করে তা আরও বাড়িয়ে দিল বাফুফের কিট পৃষ্ঠপোষক ‘দৌড়’।

সাদা রংয়ের জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে জামদানি, বাঘ, দোয়েল পাখি ও ইলিশ মাছের চিত্র। এমনটাই জানালেন ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমরা কখনো সোনালী অনুপাতের বাইরে গিয়ে নকশা করতে পারি না। কিন্তু দুর্ভাগ্যবশত ফুটবল কিংবা অন্য কোনো খেলায় আমাদের জার্সিতে কোনো সমমিতিক নকশা করা হয়নি। কিন্তু ফিফা থেকে শুরু করে অন্য সব জায়গায় কিন্তু এই মানদণ্ড ঠিক করা।’

জার্সি নকশার পেছনে মূল ভাবনার ব্যাপারে আর্নি বলেন, ‘এবার আমার থিম ছিল—বাংলার স্পন্দনকে ফুটিয়ে তোলা। সেক্ষেত্রে আমি আমাদের জামদানি, বাঘ, দোয়েল পাখি, ইলিশ মাছ ও সুন্দরবনের বিষয়টি মাথায় রেখেছি। বাঘের মুখচ্ছবির মধ্যেই খুঁজে পাওয়া যাবে দোয়েল ও ইলিশ। নকশাটি খুবই গভীর ভাবনা থেকে করেছি আমরা।’

বাফুফে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল সাদা রংকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে। আর্নি বলেন, ‘জামদানি আমাদের ঐতিহ্যের অংশ। সেটাকে আমরা কাপড়ের আদলে নিয়ে আসি। জামদানিতে যেভাবে সুতো বোনা হয়, নকশাটি সেভাবেই তৈরি। লাল-সবুজ রংটি আমাদের পতাকা থেকে নেওয়া। বাফুফে থেকে আমাদের বলা আছে সাদা রংয়ের ওপর ভিত্তি করেই নকশা করতে হবে।’

সাদা রং বরাবরই ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে। জার্সির দুই পাশে গাঢ় সবুজ রং ব্যবহার করা হয়েছে। গলার চারপাশে দেওয়া হয়েছে লাল রংয়ের বর্ডার। পেছনে সবুজ রংয়ে ছোট ক্যালিগ্রাফি করে আঁকা হয়েছে বাংলাদেশের মানচিত্র।

হোম জার্সি সাদা করার পেছনে আজকের পত্রিকাকে বাফুফের বিপণন বিভাগের চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘লাল ও সবুজ দুটোই গাঢ়ো রংয়ের। ফিফার নীতিমালা অনুযায়ী, একটি যদি গাঢ়ো হয়, তাহলে আরেকটি হালকা রংয়ের হতে হবে। যেহেতু লাল আমরা অ্যাওয়েতে পড়েছি। তাই হোম জার্সি আমরা সবুজ করতে পারিনি। তবে আমাদের পতাকার রংটা সামান্য করে রেখেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত