Ajker Patrika

পিএসজিতে থাকলে মেসির চেয়ে বেশি বেতন পাবেন এমবাপ্পে! 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৫
পিএসজিতে থাকলে মেসির চেয়ে বেশি বেতন পাবেন এমবাপ্পে! 

অনেক চেষ্টা করেও এ মৌসুমে নিজের ‘স্বপ্নের ক্লাব’ রিয়াল মাদ্রিদের হতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। সব ঠিক থাকলে আগামী গ্রীষ্মকালীন দলবদলে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়ালে নাম লেখাতে পারেন তিনি।

জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’ তো কদিন আগে দাবি করেছে, এমবাপ্পের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে রিয়াল। ইউরোপের সফলতম ক্লাবে লিওনেল মেসি-নেইমার জুনিয়রের চেয়েও বেশি বেতন পাবেন তিনি।

‘বিল্ড’-এর সেই উড়ো খবর পিএসজি ভক্তদের মনে কষ্ট দিয়ে থাকলে ‘মার্কা’র গতকালের প্রতিবেদন তাঁদের মনে স্বস্তি ফিরিয়ে আনার কথা। 

স্প্যানিশ ক্রীড়া দৈনিকটি বলছে, এমবাপ্পেকে ধরে রাখতে নতুন কৌশল নিতে চলেছে কাতারি তেলের টাকায় আশীর্বাদপুষ্ট পিএসজি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডকে নাকি মেসির চেয়েও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেবেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি। 

আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে এমাবাপ্পের। এরপর রিয়াল চাইলেই তাঁকে দলে ভেড়াতে পারবে। তবে চুক্তি নবায়নের ব্যাপারে এখনো অনড় অবস্থানে পিএসজি। যেকোনো মূল্যে ঘরের ছেলেকে ধরে রাখতে চাইছে তারা। শেষ চেষ্টা হিসেবে তাই নতুন এই কৌশল মনস্থির করেছে ফ্রেঞ্চ পরাশক্তিরা। 

পিএসজিতে বছরে ২০১ কোটি টাকা বেতন পান এমবাপ্পে, যেখানে মেসির বেতন দ্বিগুণেরও বেশি, ৪৬২ কোটি টাকা। এমবাপ্পেকে ধরে রাখতে মেসির এই বেতনের চেয়েও বেশি অর্থ দিতে রাজি পিএসজি। 

অর্থে-বিত্তে পিএসজিকে টক্কর দেওয়া রিয়ালের মতো ধনাঢ্য ক্লাবের জন্যও কঠিন। ফুটবল নক্ষত্রদের নিজ উঠোনে জড়ো করায় জুড়ি নেই তাদের। 

শুধু মেসির চেয়ে বেশি বেতন দিয়ে নয়; ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকেও আনার চেষ্টা করছে পিএসজি। সেটিও এমবাপ্পের কারণেই। ২৩ বছর বয়সী তারকার পছন্দের ফুটবলার রোনালদো। 

তা ছাড়া জিনেদিন জিদানের কোচিংয়েও খেলার ইচ্ছে আছে এমবাপ্পের। জিদান এই মুহূর্তে কোনো দলের দায়িত্বে নেই। মরিসিও পচেত্তিনোকে বিদায় করে আগামী মৌসুমেই তাই জিদানকে কোচ করে আনার পরিকল্পনা করে রেখেছে পিএসজি। 

এত কিছুর পরও পিএসজি এমবাপ্পের মন গলাতে পারবে তো? উত্তরটা না হয় সময়ের হাতেই তোলা থাক!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত