তিনি নিজে একজন কিংবদন্তি। বার্সেলোনার সেরা সময়ের এক সেনানী। তাঁর সময়টায় ন্যু ক্যাম্প ঝলমল করত তারকার আলোয়। রোনালদিনহো থেকে শুরু করে স্যামুয়েল ইতো, লিওনেল মেসিদের সতীর্থ হিসেবে পেয়েছেন। সময়টা যদি পিছিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে এই কিংবদন্তিদের কোচ হতে চাইতেন জাভি হার্নান্দেজ।
ভালোবাসার বার্সার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ভেঙে ২০১৫ সালে কাতারের আল সাদে নাম লিখিয়েছিলেন জাভি। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার আজ আবারও প্রিয় ন্যু ক্যাম্পে ফিরলেন, এবার প্রধান কোচ হয়ে।
খেলোয়াড়ি জীবনের শুরুতে যেমন বার্সার দুঃসময় দেখেছেন, আবার দেখেছেন এক ঝাঁক কিংবদন্তির ছটায় কীভাবে খারাপ সময় কাটিয়ে বিশ্বের অন্যতম ক্লাবে পরিণত হয়েছিল কাতালান ক্লাবটি। আর্থিক দুরবস্থা, মাঠে-বাইরে নানা বিতর্কে এখন ধুঁকছে বার্সা। চলমান দুরবস্থা কাটিয়ে উঠতে তাই অতীতের পরীক্ষিত সেনার ওপরেই ভরসা রাখছেন বার্সা হুয়ান লাপোর্ত্তা।
বার্সার প্রধান কোচ হিসেবে আজ ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জাভিকে। যে মাঠ খেলে বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়েছেন সেই ন্যু ক্যাম্পে ফিরে স্মরণ করলেন সোনালি অতীতকে। কোচ হয়ে অতীতের মতো শক্তিশালী এক প্রজন্ম গড়ে তোলার আশ্বাস জাভির, ‘আমি এখানে এসেছি তরুণদের মধ্যে থেকে সেরাটা বের করতে। তাদের হাসিখুশি রাখতে। আমি সবাইকেই চাই। দলে অনেক তরুণ ফুটবলার আছে। নিকো, গাভির মতো ফুটবলাররা অল্প বয়সে যেভাবে পারফর্ম করছে তা বোঝা বেশ কঠিন। আমি চাই সবাই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিক। প্রতিটি ম্যাচ একেকটা ফাইনাল।’
মেসি তাকে শুভেচ্ছাও জানিয়েছেন বলে জানিয়েছেন জাভি, ‘অবশ্যই আমি মেসি, ইতো, রোনালদিনহোদের কোচ হতে চাইব। মেসি এরই মধ্যে আমাকে শুভ কামনা জানিয়েছে। তবে এই খেলোয়াড়দের নিয়ে আমাদের ভাবা উচিত নয়। এখন আমাদের পুরো প্রক্রিয়াটাকেই পাল্টে ফেলতে হবে। জিততে হলে আমাদের আগ্রাসী হতে হবে, প্রতিপক্ষের অর্ধে চাপ তৈরি করতে হবে।’
বার্সার কোচ হিসেবে ২১ নভেম্বর এস্পানিয়লের বিপক্ষে অভিষেক হবে জাভির। জয় দিয়েই নতুন পথচলা শুরু করতে চান চার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডার, ‘আমাদের প্রথম অভিযান কাতালান ডার্ভি। ম্যাচটা জিততে চাই। আমাদের সব ম্যাচই জিততে হবে। এটা সত্যি যে আমরা ইতিহাসের সেরা সময়ের বাইরে। সেরা সময়ে ফিরতে মাঝারি থেকে দীর্ঘ মেয়াদি প্রকল্প হাতে নিতে হবে।’
তিনি নিজে একজন কিংবদন্তি। বার্সেলোনার সেরা সময়ের এক সেনানী। তাঁর সময়টায় ন্যু ক্যাম্প ঝলমল করত তারকার আলোয়। রোনালদিনহো থেকে শুরু করে স্যামুয়েল ইতো, লিওনেল মেসিদের সতীর্থ হিসেবে পেয়েছেন। সময়টা যদি পিছিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে এই কিংবদন্তিদের কোচ হতে চাইতেন জাভি হার্নান্দেজ।
ভালোবাসার বার্সার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ভেঙে ২০১৫ সালে কাতারের আল সাদে নাম লিখিয়েছিলেন জাভি। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার আজ আবারও প্রিয় ন্যু ক্যাম্পে ফিরলেন, এবার প্রধান কোচ হয়ে।
খেলোয়াড়ি জীবনের শুরুতে যেমন বার্সার দুঃসময় দেখেছেন, আবার দেখেছেন এক ঝাঁক কিংবদন্তির ছটায় কীভাবে খারাপ সময় কাটিয়ে বিশ্বের অন্যতম ক্লাবে পরিণত হয়েছিল কাতালান ক্লাবটি। আর্থিক দুরবস্থা, মাঠে-বাইরে নানা বিতর্কে এখন ধুঁকছে বার্সা। চলমান দুরবস্থা কাটিয়ে উঠতে তাই অতীতের পরীক্ষিত সেনার ওপরেই ভরসা রাখছেন বার্সা হুয়ান লাপোর্ত্তা।
বার্সার প্রধান কোচ হিসেবে আজ ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জাভিকে। যে মাঠ খেলে বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়েছেন সেই ন্যু ক্যাম্পে ফিরে স্মরণ করলেন সোনালি অতীতকে। কোচ হয়ে অতীতের মতো শক্তিশালী এক প্রজন্ম গড়ে তোলার আশ্বাস জাভির, ‘আমি এখানে এসেছি তরুণদের মধ্যে থেকে সেরাটা বের করতে। তাদের হাসিখুশি রাখতে। আমি সবাইকেই চাই। দলে অনেক তরুণ ফুটবলার আছে। নিকো, গাভির মতো ফুটবলাররা অল্প বয়সে যেভাবে পারফর্ম করছে তা বোঝা বেশ কঠিন। আমি চাই সবাই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিক। প্রতিটি ম্যাচ একেকটা ফাইনাল।’
মেসি তাকে শুভেচ্ছাও জানিয়েছেন বলে জানিয়েছেন জাভি, ‘অবশ্যই আমি মেসি, ইতো, রোনালদিনহোদের কোচ হতে চাইব। মেসি এরই মধ্যে আমাকে শুভ কামনা জানিয়েছে। তবে এই খেলোয়াড়দের নিয়ে আমাদের ভাবা উচিত নয়। এখন আমাদের পুরো প্রক্রিয়াটাকেই পাল্টে ফেলতে হবে। জিততে হলে আমাদের আগ্রাসী হতে হবে, প্রতিপক্ষের অর্ধে চাপ তৈরি করতে হবে।’
বার্সার কোচ হিসেবে ২১ নভেম্বর এস্পানিয়লের বিপক্ষে অভিষেক হবে জাভির। জয় দিয়েই নতুন পথচলা শুরু করতে চান চার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডার, ‘আমাদের প্রথম অভিযান কাতালান ডার্ভি। ম্যাচটা জিততে চাই। আমাদের সব ম্যাচই জিততে হবে। এটা সত্যি যে আমরা ইতিহাসের সেরা সময়ের বাইরে। সেরা সময়ে ফিরতে মাঝারি থেকে দীর্ঘ মেয়াদি প্রকল্প হাতে নিতে হবে।’
ওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২৭ মিনিট আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
১ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১৫ ঘণ্টা আগে