নাপোলিকে শিরোপা জিততে দেখে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন সেই মানুষটি নেই প্রায় তিন বছর হয়ে গেল। তবে নেপলসের প্রতিটি মানুষ এখনো ভুলেনি ডিয়েগো ম্যারাডোনাকে। গত এক মাস আগে থেকে সাজতে থাকা শহরটির গলি-ঘুপচিতেও আকাশী রঙের জার্সিতে ছিয়াশির কিংবদন্তিকে এঁকেছেন তারা। আজ রাতে উৎসবের পূর্ণতা পেতে পারত সেই উৎসবের।
কিন্তু শেষ মুহূর্তে নাপোলির উৎসবের রাত মাটি করে দিয়েছে সালেরনিতানা। এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্রয়ে সিরি’আ জয়ের অপেক্ষা বাড়ল লুসিয়ানো স্পেলেত্তির শিষ্যদের। নিজেদের মাঠ স্তাদিও ডিয়েগো আরমান্ডো ম্যারডোনা স্টেডিয়ামে ইতিহাসের স্বাক্ষী হতে এসেছিলেন নাপোলির সমর্থকেরা। কেউ প্রিয় দলের জার্সি তো আর্জেন্টিনার জার্সি গায়ে নিজেদের সাবেক খেলোয়াড় ম্যারডোনার ব্যানার হাতে জড়ো হয়েছিলেন তারা।
৬২ মিনিটে বদলি খেলোয়াড় রাসপাদোরির পাস থেকে গোল করে নাপোলি উৎসবের আয়োজনটা সেরে রেখেছিলেন মাথিয়াস ওলিভিয়েরা। কিন্তু ৮৪ মিনিটে বাওলায়ে দিয়ার গোলে সেই উৎসব পণ্ড। পরে অতিরিক্ত মিনিট পেয়েও ম্যাচ জয় সম্ভব হয়নি স্পেলেত্তির দলের। শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন সালেরনিতানার কোচ।
সিরি’আয় দিনের আগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে তাদের মাঠ সান সিরোতে এগিয়ে যাওয়ার পরও লওতারো মার্তিনেজের জোড়া গোলে লাৎসিও ৩-১ গোলে হারায় উৎসবের ক্ষেত্রটা তৈরি হয়েছিল নাপোলির। সমীকরণটা ছিল, দুইয়ে থাকা লাৎসিও ড্র বা হারলে আর নাপোলি জিতলে ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথম স্কুদেত্তো জিতত তারা। কিন্তু ৩৩ বছরের অপেক্ষা আরেকটু বাড়ল তাদের। আগামী বৃহস্পতিবার উদিনেসের মাঠে জিতলে অবশ্য সেই অপেক্ষা ফুরোতে পারে তাদের।
নেপলসের ক্লাবটি যে দুটি লিগ শিরোপা জিতেছে দুটিই এনে দিয়েছেন ম্যারাডোনা। ৩৬ বছর পর স্বর্গে বসে আর্জেন্টিনার বিশ্বকাপ দেখেছেন তিনি। এবার ৩৩ বছর পর নাপোলিকে শিরোপা জিততে দেখে হয়তো স্বর্গে বসে প্রিয় কিউবান চুরুট মুখে স্বভাবসুলভ ভঙ্গিতে উদ্যাপন করবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।
নাপোলিকে শিরোপা জিততে দেখে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন সেই মানুষটি নেই প্রায় তিন বছর হয়ে গেল। তবে নেপলসের প্রতিটি মানুষ এখনো ভুলেনি ডিয়েগো ম্যারাডোনাকে। গত এক মাস আগে থেকে সাজতে থাকা শহরটির গলি-ঘুপচিতেও আকাশী রঙের জার্সিতে ছিয়াশির কিংবদন্তিকে এঁকেছেন তারা। আজ রাতে উৎসবের পূর্ণতা পেতে পারত সেই উৎসবের।
কিন্তু শেষ মুহূর্তে নাপোলির উৎসবের রাত মাটি করে দিয়েছে সালেরনিতানা। এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্রয়ে সিরি’আ জয়ের অপেক্ষা বাড়ল লুসিয়ানো স্পেলেত্তির শিষ্যদের। নিজেদের মাঠ স্তাদিও ডিয়েগো আরমান্ডো ম্যারডোনা স্টেডিয়ামে ইতিহাসের স্বাক্ষী হতে এসেছিলেন নাপোলির সমর্থকেরা। কেউ প্রিয় দলের জার্সি তো আর্জেন্টিনার জার্সি গায়ে নিজেদের সাবেক খেলোয়াড় ম্যারডোনার ব্যানার হাতে জড়ো হয়েছিলেন তারা।
৬২ মিনিটে বদলি খেলোয়াড় রাসপাদোরির পাস থেকে গোল করে নাপোলি উৎসবের আয়োজনটা সেরে রেখেছিলেন মাথিয়াস ওলিভিয়েরা। কিন্তু ৮৪ মিনিটে বাওলায়ে দিয়ার গোলে সেই উৎসব পণ্ড। পরে অতিরিক্ত মিনিট পেয়েও ম্যাচ জয় সম্ভব হয়নি স্পেলেত্তির দলের। শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন সালেরনিতানার কোচ।
সিরি’আয় দিনের আগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে তাদের মাঠ সান সিরোতে এগিয়ে যাওয়ার পরও লওতারো মার্তিনেজের জোড়া গোলে লাৎসিও ৩-১ গোলে হারায় উৎসবের ক্ষেত্রটা তৈরি হয়েছিল নাপোলির। সমীকরণটা ছিল, দুইয়ে থাকা লাৎসিও ড্র বা হারলে আর নাপোলি জিতলে ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথম স্কুদেত্তো জিতত তারা। কিন্তু ৩৩ বছরের অপেক্ষা আরেকটু বাড়ল তাদের। আগামী বৃহস্পতিবার উদিনেসের মাঠে জিতলে অবশ্য সেই অপেক্ষা ফুরোতে পারে তাদের।
নেপলসের ক্লাবটি যে দুটি লিগ শিরোপা জিতেছে দুটিই এনে দিয়েছেন ম্যারাডোনা। ৩৬ বছর পর স্বর্গে বসে আর্জেন্টিনার বিশ্বকাপ দেখেছেন তিনি। এবার ৩৩ বছর পর নাপোলিকে শিরোপা জিততে দেখে হয়তো স্বর্গে বসে প্রিয় কিউবান চুরুট মুখে স্বভাবসুলভ ভঙ্গিতে উদ্যাপন করবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে