কোপা আমেরিকার ফাইনালে আরেকটা সুপার ক্লাসিকো দেখার অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। আজ পেরুকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। এখন অপেক্ষা লিওনেল মেসির আর্জেন্টিনার। কাল ভোরে মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া।
রিওর অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক এক ব্রাজিলের দেখা মেলে। একের পর এক সুযোগ তৈরি করে এ সময় পেরুকে কোনঠাসা করে ফেলে সেলেসাওরা। তবে সুযোগ তৈরি করেও সেটা কাজে লাগাতে পারছিল না ব্রাজিল। ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেন রিচার্লিসন। নেইমারদের সামনে এদিন কঠিন দেয়াল তুলে দিয়েছিলেন পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসে। ১৯ মিনিটে সুযোগ হাতছাড়া করে বর্তমান চ্যাম্পিয়নরা। বাধা হয়ে দাঁড়ান পেরুর গোলরক্ষক। তবে ৩৪ মিনিটে ঠেকিয়ে রাখতে পারেননি লুকাস পাকেতাকে। শেষ আটের মতো সেমিফাইনালের ম্যাচেও তাঁর গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে এই গোলের আসল কৃতিত্ব নেইমারের। দারুণভাবে পেরুর দুই ডিফেন্ডারকে ছিটকে পাকেতাকে বলটা তিনিই বানিয়ে দিয়েছিলেন। গোল করা ছাড়াও প্রথমার্ধে বেশ আলো ছড়িয়েছেন পাকেতা। ব্রাজিলের এগিয়ে থাকা অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর অবশ্য ম্যাচের চেহারা বদলে যায়। ব্রাজিলের স্বভাববিরুদ্ধ অতি রক্ষণাত্মক কৌশলের সুযোগ নিয়ে চড়াও হয় পেরু। আক্রমণে গিয়ে অনেকগুলো সুযোগ তৈরি করে তারা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি। ব্রাজিলিয়ান রক্ষণও এ সময় বেশ দৃঢ়তা দেখিয়েছে। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের পর নেইমার জানিয়েছেন ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন তিনি। নেইমার বলেছেন, 'ফাইনালে আমি আর্জেন্টিনার অপেক্ষায় আছি। আমি তাদের পক্ষে আছি। কারণ, সেখানে আমার অনেক বন্ধু আছে। তবে ফাইনালে ব্রাজিলই জিততে যাচ্ছে।'
কোপা আমেরিকার ফাইনালে আরেকটা সুপার ক্লাসিকো দেখার অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। আজ পেরুকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। এখন অপেক্ষা লিওনেল মেসির আর্জেন্টিনার। কাল ভোরে মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া।
রিওর অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক এক ব্রাজিলের দেখা মেলে। একের পর এক সুযোগ তৈরি করে এ সময় পেরুকে কোনঠাসা করে ফেলে সেলেসাওরা। তবে সুযোগ তৈরি করেও সেটা কাজে লাগাতে পারছিল না ব্রাজিল। ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেন রিচার্লিসন। নেইমারদের সামনে এদিন কঠিন দেয়াল তুলে দিয়েছিলেন পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসে। ১৯ মিনিটে সুযোগ হাতছাড়া করে বর্তমান চ্যাম্পিয়নরা। বাধা হয়ে দাঁড়ান পেরুর গোলরক্ষক। তবে ৩৪ মিনিটে ঠেকিয়ে রাখতে পারেননি লুকাস পাকেতাকে। শেষ আটের মতো সেমিফাইনালের ম্যাচেও তাঁর গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে এই গোলের আসল কৃতিত্ব নেইমারের। দারুণভাবে পেরুর দুই ডিফেন্ডারকে ছিটকে পাকেতাকে বলটা তিনিই বানিয়ে দিয়েছিলেন। গোল করা ছাড়াও প্রথমার্ধে বেশ আলো ছড়িয়েছেন পাকেতা। ব্রাজিলের এগিয়ে থাকা অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর অবশ্য ম্যাচের চেহারা বদলে যায়। ব্রাজিলের স্বভাববিরুদ্ধ অতি রক্ষণাত্মক কৌশলের সুযোগ নিয়ে চড়াও হয় পেরু। আক্রমণে গিয়ে অনেকগুলো সুযোগ তৈরি করে তারা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি। ব্রাজিলিয়ান রক্ষণও এ সময় বেশ দৃঢ়তা দেখিয়েছে। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের পর নেইমার জানিয়েছেন ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন তিনি। নেইমার বলেছেন, 'ফাইনালে আমি আর্জেন্টিনার অপেক্ষায় আছি। আমি তাদের পক্ষে আছি। কারণ, সেখানে আমার অনেক বন্ধু আছে। তবে ফাইনালে ব্রাজিলই জিততে যাচ্ছে।'
কখনোবা বৃষ্টি, কখনোবা আলোকস্বল্পতা—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ চলছে এভাবেই। ম্যাচেও কখনো বাংলাদেশ এগিয়ে থাকছে। কখনো এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বর্তমানে সফরকারীরা ২০৪ রানের লিড নিয়েছে।
২২ মিনিট আগেআক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে শুরু থেকে। বাংলাদেশ কিংবা নেপাল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। নেপালকে আজ ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
২ ঘণ্টা আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
২ ঘণ্টা আগেসিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে করেছে তাঁর ক্লাব ওলবিয়া কালসিও।
২ ঘণ্টা আগে