Ajker Patrika

অলিম্পিকে ক্রিকেট নিয়ে আইসিসির কাছে স্বচ্ছতা চাইছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ফিরছে ক্রিকেট। ছবি: ক্রিকইনফো
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ফিরছে ক্রিকেট। ছবি: ক্রিকইনফো

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।

আইসিসি গত ১০ এপ্রিল এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারী-পুরুষ দুই ক্রিকেটেই ছয়টি করে দল থাকবে অলিম্পিকে। তখন টি-টোয়েন্টি সংস্করণে হবে টুর্নামেন্ট। কীভাবে ৬ দল নির্ধারিত হবে, সেটা এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে, র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ঠিক করা হবে। এখানেই আইসিসির কাছে স্পষ্ট ধারণা চাইছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিডব্লিউআই অলিম্পিকের ব্যাপারে আইসিসিকে দুটি পরামর্শ দিয়েছে। প্রথমত, যদি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে হলে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ-নারী দুই দলই অলিম্পিকে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করবে। সেক্ষেত্রে অলিম্পিক তাদের অধিভুক্ত দেশগুলো নিয়ে বাছাইপর্ব আয়োজন করতে পারে। তাতে নির্ধারিত হবে অলিম্পিকে কোন দ্বীপগুলো ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করবে। দ্বিতীয়ত, আইসিসির সহযোগী দেশগুলো নিয়ে বৈশ্বিকভাবে একটি বাছাইপর্ব আয়োজন করতে পারে। সেক্ষেত্রে পাঁচটি আইসিসির ডেভেলপমেন্ট এলাকায় ভাগ করা যেতে পারে। তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দেশগুলো থাকবে।

২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ফিরছে ক্রিকেট। ছবি: ক্রিকইনফো
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ফিরছে ক্রিকেট। ছবি: ক্রিকইনফো

জ্যামাইকা, অ্যান্টিগা, গায়ানা, বার্বাডোজ, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়াসহ অসংখ্য দ্বীপরাষ্ট্র একত্রিত হয়ে ওয়েস্ট ইন্ডিজ হয়ে ক্রিকেট খেলে। এক ও অখণ্ড ক্রিকেট বোর্ড সিডব্লিউআইয়ের হয়েই তারা খেলে। তবে অলিম্পিকে সার্বভৌম জাতিরাই খেলার সুযোগ পায়। আর আইসিসির সবশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল টি-টোয়েন্টিতে অবস্থান করছে ছয় নম্বরে। ক্যারিবীয় পুরুষ ক্রিকেট দল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পাঁচ নম্বরে রয়েছে। বাংলাদেশ ছেলেরা টি-টোয়েন্টিতে ৯ নম্বরে আছে। আর নিগার সুলতানা জ্যোতির দল এই সংস্করণে ১০ নম্বরে অবস্থান করছে।

ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটাররা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যেন অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে জোর দিয়েছেন সিডব্লিউআই সভাপতি কিশোর শ্যালো। এক বিবৃতিতে শ্যালো বলেন, ‘ক্যারিবিয়ানরা সব সময়ে অলিম্পিকে তাদের সামর্থ্য দেখায়। আমাদের ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য দেখিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ফিরছে আর এখানে আমাদের তরুণ ক্রিকেটারদের অংশ নেওয়ার যে স্বপ্ন রয়েছে, যেটা অ্যাথলেটদের অনুপ্রাণিত করে, সেখানে আমরা তো তাদের বাদ দিতে পারি না। অলিম্পিক চার্টার ন্যায্যতা, স্বচ্ছতা ও সর্বজনীনতার ওপর জোর দেয়। শুধু স্পিরিটেই নিয়মের ব্যাপারে জোর দিলে চলবে না। কাঠামোগত ব্যাপারও ঠিক থাকতে হবে।’

অলিম্পিকের ইতিহাসে ক্রিকেট একবারই হয়েছে এবং সেটা ১৯০০ সালেই। ফ্রান্সে অনুষ্ঠিত সেই অলিম্পিকে ফ্রান্স ও গ্রেট ব্রিটেন অংশ নিয়েছিল। ফ্রান্সের ভিনসেস শহরে দুই দিনের একটি ম্যাচে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়েছিল গ্রেট ব্রিটেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত