৬ রাউন্ড পর কার কী হাল
অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ৬ রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল। শিরোপা জয়ের দৌড়টাও বেশ জমে উঠেছে। গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সে দৌড়ে অনেকটা পিছিয়ে। লিগ টেবিলের শীর্ষে মোহামেডান। অন্যদিকে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে রহমতগঞ্জ। থেমে নেই শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে দল গড়া আবাহনীও।
যদিও এখনই শিরোপার কথা ভাবতে নারাজ রহমতগঞ্জ। কারণ এই লেগে তাদের বড় দুটি ম্যাচই বাকি। আগামী শুক্রবার পুরান ঢাকার ক্লাবটি খেলবে টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের বিপক্ষে। এরপর ১৮ জানুয়ারি তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। এই দুই ম্যাচের ফলাফলের ওপর অনেক কিছুই নির্ভর করছে। গতকাল আজকের পত্রিকাকে যেমনটা বলেছেন রহমতগঞ্জের ডিফেন্ডার মাহমুদুল হাসান কিরণ, ‘আমাদের এখনো দুটি বড় ম্যাচ বাকি। একটা আবাহনীর সঙ্গে আরেকটা ম্যাচ মোহামেডানের বিপক্ষে। এই দুই বাধা যদি পেরিয়ে যেতে পারি, তাহলে আমরা দারুণ একটা অবস্থানে চলে যাব। আর দুই দলের মধ্যে কারও সঙ্গে ড্র করতে পারলেও আমাদের জন্য ইতিবাচক।’
মোহামেডানের জন্যও রহমতগঞ্জ ম্যাচটি গুরুত্বপূর্ণ। যেমন ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ আলফাজ আহমেদ, ‘প্রথম লেগে আরও একটি ম্যাচ নিয়ে আমাদের চিন্তা করতে হবে—সেটা রহমতগঞ্জ।’ এদিকে দেশি খেলোয়াড়দের নিয়ে এখনো ছুটে চলেছে আবাহনী। প্রতি ম্যাচেই গোলপোস্ট আগলে বাহবা পাচ্ছেন মিতুল মারমা। এরই মধ্যে ছয় ম্যাচের দুটিতে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ছয় ম্যাচে আবাহনীই একমাত্র দল, যারা কি না একটি মাত্র গোল হজম করেছে। মিতুল বললেন আবাহনী ম্যাচে গোল করুক আর না করুক, তাঁর চেষ্টা থাকে ম্যাচটা ক্লিন শিট রাখার, ‘আমার ব্যক্তিগত চেষ্টা সব সময় একই রকম থাকে। সেটা জাতীয় দলে খেললে যেমন, ক্লাবেও তেমন। যতটা গোল আটকানো যায়। দল গোল করুক বা না করুক সর্বদা চেষ্টা করি যাতে গোল হজম না করতে হয়। এখন পর্যন্ত আমরা মাত্র একটি গোল খেয়েছি। সামনের ম্যাচগুলোতেও এই চেষ্টাটা অব্যাহত থাকবে। যতটা সম্ভব ম্যাচগুলো ক্লিন শিট রাখতে চাইব।’
এ দিকে মোহামেডান, রহমতগঞ্জ, আবাহনীর জয়রথের মাঝে ফর্টিস ছন্দে নেই। ৬ ম্যাচ পর ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে দলটি। তবু আশা ছাড়ছেন না দলটির স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা, ‘আসলে সবারই চেষ্টা থাকে জয় নিয়ে মাঠ ছাড়ার। কিন্তু মাঠে নামলে অনেক কিছুই বদলে যায়। তারপরও সবার মধ্যে একটা জেদ কাজ করছে। অন্তত সামনের ম্যাচগুলোতে যেন আর পয়েন্ট হারাতে না হয়। প্রথম লেগের বাকি ম্যাচগুলোর মধ্যে আমাদের লক্ষ্য কিংসকে নিয়ে। তারা ছন্দে ফিরেছে। তার আগে পুলিশের সঙ্গেও খেলতে হবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ৬ রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল। শিরোপা জয়ের দৌড়টাও বেশ জমে উঠেছে। গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সে দৌড়ে অনেকটা পিছিয়ে। লিগ টেবিলের শীর্ষে মোহামেডান। অন্যদিকে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে রহমতগঞ্জ। থেমে নেই শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে দল গড়া আবাহনীও।
যদিও এখনই শিরোপার কথা ভাবতে নারাজ রহমতগঞ্জ। কারণ এই লেগে তাদের বড় দুটি ম্যাচই বাকি। আগামী শুক্রবার পুরান ঢাকার ক্লাবটি খেলবে টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের বিপক্ষে। এরপর ১৮ জানুয়ারি তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। এই দুই ম্যাচের ফলাফলের ওপর অনেক কিছুই নির্ভর করছে। গতকাল আজকের পত্রিকাকে যেমনটা বলেছেন রহমতগঞ্জের ডিফেন্ডার মাহমুদুল হাসান কিরণ, ‘আমাদের এখনো দুটি বড় ম্যাচ বাকি। একটা আবাহনীর সঙ্গে আরেকটা ম্যাচ মোহামেডানের বিপক্ষে। এই দুই বাধা যদি পেরিয়ে যেতে পারি, তাহলে আমরা দারুণ একটা অবস্থানে চলে যাব। আর দুই দলের মধ্যে কারও সঙ্গে ড্র করতে পারলেও আমাদের জন্য ইতিবাচক।’
মোহামেডানের জন্যও রহমতগঞ্জ ম্যাচটি গুরুত্বপূর্ণ। যেমন ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ আলফাজ আহমেদ, ‘প্রথম লেগে আরও একটি ম্যাচ নিয়ে আমাদের চিন্তা করতে হবে—সেটা রহমতগঞ্জ।’ এদিকে দেশি খেলোয়াড়দের নিয়ে এখনো ছুটে চলেছে আবাহনী। প্রতি ম্যাচেই গোলপোস্ট আগলে বাহবা পাচ্ছেন মিতুল মারমা। এরই মধ্যে ছয় ম্যাচের দুটিতে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ছয় ম্যাচে আবাহনীই একমাত্র দল, যারা কি না একটি মাত্র গোল হজম করেছে। মিতুল বললেন আবাহনী ম্যাচে গোল করুক আর না করুক, তাঁর চেষ্টা থাকে ম্যাচটা ক্লিন শিট রাখার, ‘আমার ব্যক্তিগত চেষ্টা সব সময় একই রকম থাকে। সেটা জাতীয় দলে খেললে যেমন, ক্লাবেও তেমন। যতটা গোল আটকানো যায়। দল গোল করুক বা না করুক সর্বদা চেষ্টা করি যাতে গোল হজম না করতে হয়। এখন পর্যন্ত আমরা মাত্র একটি গোল খেয়েছি। সামনের ম্যাচগুলোতেও এই চেষ্টাটা অব্যাহত থাকবে। যতটা সম্ভব ম্যাচগুলো ক্লিন শিট রাখতে চাইব।’
এ দিকে মোহামেডান, রহমতগঞ্জ, আবাহনীর জয়রথের মাঝে ফর্টিস ছন্দে নেই। ৬ ম্যাচ পর ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে দলটি। তবু আশা ছাড়ছেন না দলটির স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা, ‘আসলে সবারই চেষ্টা থাকে জয় নিয়ে মাঠ ছাড়ার। কিন্তু মাঠে নামলে অনেক কিছুই বদলে যায়। তারপরও সবার মধ্যে একটা জেদ কাজ করছে। অন্তত সামনের ম্যাচগুলোতে যেন আর পয়েন্ট হারাতে না হয়। প্রথম লেগের বাকি ম্যাচগুলোর মধ্যে আমাদের লক্ষ্য কিংসকে নিয়ে। তারা ছন্দে ফিরেছে। তার আগে পুলিশের সঙ্গেও খেলতে হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে