Ajker Patrika

বেনজামার অন্য রকম ‘প্রথম’

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৯: ৪৪
বেনজামার অন্য রকম ‘প্রথম’

টুর্নামেন্টের পরিবর্তন হলেও করিম বেনজামার পরিবর্তন নাই। লা লিগায় ভায়োদোলিদের বিপক্ষে ৭ মিনিটে হ্যাটট্রিক করার পর আবারও হ্যাটট্রিক করেছেন তিনি। বার্সেলোনার বিপক্ষে গতাকালেরটি ছিল কোপা দেল রের সেমিফাইনালে। 

অর্থাৎ, হ্যাটট্রিকের রেশ শেষ হতে দিচ্ছেন না বেনজামা। ক্যারিয়ারে অনেক হ্যাটট্রিক করলেও গতকালের টানা দ্বিতীয়টি ছিল রিয়াল মাদ্রিদ তারকার কাছে বিশেষ। প্রথমবারের মতো যে এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করেছেন তিনি। সব মিলিয়ে নিজের ৪৩তম ধ্রুপদি লড়াইয়ে খেলতে নেমে প্রথমের স্বাদ পেয়েছেন সব শেষ ব্যালন ডি’অর বিজয়ী। 

নু ক্যাম্পের হ্যাটট্রিকে আরও বেশ কিছু রেকর্ড গড়েছেন বেনজামা। ক্লাব ফুটবলের ইতিহাসে ১১তম খেলোয়াড় হিসেবে বার্সেলোনার মাঠে ৩ গোল করলেন তিনি। আর ১৯৬৩ সালের ২৭ জানুয়ারির পর প্রথম রিয়াল ফুটবলার হিসেবে প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করলেন তিনি। সেবার ৫-১ গোলের জয়ের ম্যাচে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেছিলেন হাঙ্গেরির কিংবদন্তি ফেরেংক পুসকাস। ৬০ বছরের দীর্ঘ রেকর্ড খরার অবসান ঘুচিয়েছেন ৩৫ বছর বয়সী। 

বার্সার বিপক্ষে রিয়ালের সর্বশেষ হ্যাটট্রিকের হিসাব করলে সময়টা হবে ২৮ বছরের। শেষবার ১৯৯৫ সালের ৬ জানুয়ারি হ্যাটট্রিক করেছিলেন চিলির কিংবদন্তি স্ট্রাইকার ইভান জামোরানো। গতকাল কোপা দেল রের ফাইনালে ওঠার ম্যাচে রিয়ালের ৪-০ গোলের জয়ে বেনজামার ৩ গোলের সঙ্গে ১ গোল করেছেন ভিনিসিয়ুস। 

এমন দুর্দান্ত পারফরম্যান্সে এবারও বেনজামার হাতে ব্যালন ডি-অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শিষ্যের ব্যালন ডি’অর জয়ের বিষয়ে ইতালিয়ান কোচকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেছেন, ‘কেন নয়? বেনজামা ফিরে এসেছে। সে এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। ছন্দে থাকলে সে পার্থক্য গড়ে দেয়।’ 

এখন পর্যন্ত সব মিলিয়ে ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন বেনজামা। সঙ্গে সতীর্থদের দিয়ে ৬ গোল করিয়েছেন সাবেক ফরাসি তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত