Ajker Patrika

দুইবারের বিশ্বকাপজয়ীর আবেগঘন বিদায়

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৪৬
দুইবারের বিশ্বকাপজয়ীর আবেগঘন বিদায়

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, এই সুখবর পাওয়ার পরই অবসরের ঘোষণার কথা জানান অ্যালেক্স মরগান। ঘোষণার তিন দিনের মাথায় ন্যাশনাল উইমেনস সকার লিগের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টানলেন যুক্তরাষ্ট্রের দুবারের বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার।

শেষটা অবশ্য রঙিন হলো না মরগানের। তাঁর দল সান দিয়েগো ওয়েভ ঘরের মাঠে ৪-১ গোলে হেরেছে নর্থ ক্যারোলিনা কারেজের বিপক্ষে। মরগান ব্যর্থ হয়েছেন পেনাল্টি থেকে গোল আদায় করতে। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপ জয়ী যুক্তরাষ্ট্র দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মরগান। দেশের হয়ে স্বর্ণ পদক জেতেন ২০১২ লন্ডন অলিম্পিকে।

বিশ্বকাপ জয়ের পরের বছর, অর্থাৎ ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দেন মরগান। ২০০৯ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর যুক্তরাষ্ট্রের হয়ে ২২৪ ম্যাচে করেছেন ১২৩ টি। সবচেয়ে বেশি গোলকরাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মরগান।

বিদায়ী ম্যাচে ৩৫ বছর বয়সী মরগানকে অভিবাদন জানিয়েছেন দর্শকেরা। বিদায় বার্তায় মরগান বলেন, ‘কী সুন্দর এক পথচলা ছিল। আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই, যারা প্রতিনিয়ত আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং আরও ভালো খেলোয়াড় হতে উৎসাহিত করেছে।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে মরগান বলেন, ‘আমার ক্যারিয়ারে অসংখ্য অবিশ্বাস্য মুহূর্ত আছে, তবে মাঠে কাটানো এই শেষ সময়ের স্মৃতি আমার সারা জীবন মনে থাকবে। মনের গভীর থেকে সবাইকে ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত