মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ। সান্তোসের এই সমাধিস্থেই চিরনিদ্রায় শায়িত করা হবে পেলেকে। ফুটবল রাজাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল।
দুই বছর কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার পরাজিত হয়েছেন পেলে। ৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। ফুটবল সম্রাটকে হারিয়ে পুরো বিশ্ব এখন শোকসন্তপ্ত।
আগামী সোমবার শেষকৃত্য হবে পেলের। আগামী সোমবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সর্বসাধারণের জন্য সান্তোস স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখান থেকে ক্যানাল ৬ নিয়ে যাওয়া হবে ব্রাজিলিয়ান কিংবদন্তির শবদেহ। প্রিয় ছেলেকে শেষ বারের মতো বিদায় জানাবেন মা ডোনা চেলেস্টে। এরপর বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থতে নিয়ে যাওয়া হবে তাঁকে। পরিবারের অন্যান্য সদস্যদের পাশে তাঁকে সমাহিত করা হবে।
গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখানো মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা সমাধিস্থকে দেখলে কবরস্থান মনে হবে না অনেকেরই। কেননা সমাধিস্থকে বিনোদন কেন্দ্রের মতো করে সাজানো হয়েছে। জয়গাটি দেখার জন্য যান ভিড় করেন পর্যটকরাও। ১৪ তলার আকাশচুম্বী অট্টালিকার এই কবরস্থানকে ঘন সবুজ বনে সাজানো হয়েছে। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে।
এমনকি সমাধিস্থতে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট্ট ক্যাফে রয়েছে। আছে একটি জলপ্রপাতও। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে গাড়ির জাদুঘরও রয়েছে। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।
মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ। সান্তোসের এই সমাধিস্থেই চিরনিদ্রায় শায়িত করা হবে পেলেকে। ফুটবল রাজাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল।
দুই বছর কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার পরাজিত হয়েছেন পেলে। ৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। ফুটবল সম্রাটকে হারিয়ে পুরো বিশ্ব এখন শোকসন্তপ্ত।
আগামী সোমবার শেষকৃত্য হবে পেলের। আগামী সোমবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সর্বসাধারণের জন্য সান্তোস স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখান থেকে ক্যানাল ৬ নিয়ে যাওয়া হবে ব্রাজিলিয়ান কিংবদন্তির শবদেহ। প্রিয় ছেলেকে শেষ বারের মতো বিদায় জানাবেন মা ডোনা চেলেস্টে। এরপর বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থতে নিয়ে যাওয়া হবে তাঁকে। পরিবারের অন্যান্য সদস্যদের পাশে তাঁকে সমাহিত করা হবে।
গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখানো মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা সমাধিস্থকে দেখলে কবরস্থান মনে হবে না অনেকেরই। কেননা সমাধিস্থকে বিনোদন কেন্দ্রের মতো করে সাজানো হয়েছে। জয়গাটি দেখার জন্য যান ভিড় করেন পর্যটকরাও। ১৪ তলার আকাশচুম্বী অট্টালিকার এই কবরস্থানকে ঘন সবুজ বনে সাজানো হয়েছে। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে।
এমনকি সমাধিস্থতে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট্ট ক্যাফে রয়েছে। আছে একটি জলপ্রপাতও। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে গাড়ির জাদুঘরও রয়েছে। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
২৬ মিনিট আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
২ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৪ ঘণ্টা আগে