জয় দিয়ে মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মায়ামি। মৌসুমের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে মায়ামি। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে লিওনেল মেসি-লুইস সুয়ারেজ গোল না পেলেও অবদান রেখেছেন জয়ে।
মায়ামির হয়ে গোল দুটি করেছেন রবার্ট টেলর ও ডিয়াগো গোমেজ। মেসির পাস থেকেই ৩৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন টেলর। স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেতসের কাছ থেকে বল পেয়ে আর্জেন্টিনার অধিনায়ক টেলরকে উদ্দেশ্য করে বল বাড়ান ডান দিকে। প্রতিপক্ষের ডি বক্স থেকে ফিনল্যান্ডের মিডফিল্ডার চলন্ত বলেই কিক নিলে এগিয়ে যায় মায়ামি।
গোলটিতে অবশ্য অবদান রয়েছে সল্ট লেকের গোলরক্ষক জ্যাক ম্যাকম্যাথের। টেলরের শটে তেমন কোনো গতি তো ছিল না সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের আয়ত্বের মধ্যে ছিল। কিন্তু ড্রাইভ দিয়ে ধরতে গিয়ে হাতের ফাঁক দিয়ে নিজেদের জালে জড়িয়ে দিলেন সল্ট লেকের গোলরক্ষক।
বিরতির পরে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল সল্ট লেক। কিন্তু বেশ কিছু সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে দ্বিতীয় গোল হজম করে তারা। ৮৩ মিনিটের গোলটিতে গোমেজের নাম লেখা থাকলেও এতে অবদান রয়েছে সুয়ারেজের। উরুগুয়ের ফরোয়ার্ডের কাছ থেকে বল পেয়েই গোলটি করেছেন তিনি। তার আগে অবশ্য গোলের উৎস দাতা ছিলেন মেসি।
মায়ামির হয়ে এর আগে সুয়ারেজের অভিষেক হলেও সে সব ছিল প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচ। আজ মেজর লিগ সকারে প্রথম ম্যাচ খেলেছেন উরুগুয়ের স্ট্রাইকার। অভিষেক ম্যাচে নামার আগে তাঁকে পরিচয় করে দেয় মায়ামি কর্তৃপক্ষ। তাঁর খেলার মধ্যে দিয়ে মায়ামিতে একটা পুনর্মিলনীও হয়ে গেল। মেসি-বুসকেতস-জর্দি আলবার সঙ্গে সর্বশেষ ৪ বছর আগে একসঙ্গে খেলেছিলেন সুয়ারেজ। ২০২০ সালের পর আজই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ একসঙ্গে মেনেছেন তাঁরা। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে খেলেছিলেন বায়ার্ন মিউনিখের কাছে। সেই ম্যাচে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বার্সা। পুনর্মিলনীর ম্যাচে অবশ্য হারের তিক্ত স্বাদ নিতে হয়নি।
জয় দিয়ে মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মায়ামি। মৌসুমের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে মায়ামি। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে লিওনেল মেসি-লুইস সুয়ারেজ গোল না পেলেও অবদান রেখেছেন জয়ে।
মায়ামির হয়ে গোল দুটি করেছেন রবার্ট টেলর ও ডিয়াগো গোমেজ। মেসির পাস থেকেই ৩৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন টেলর। স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেতসের কাছ থেকে বল পেয়ে আর্জেন্টিনার অধিনায়ক টেলরকে উদ্দেশ্য করে বল বাড়ান ডান দিকে। প্রতিপক্ষের ডি বক্স থেকে ফিনল্যান্ডের মিডফিল্ডার চলন্ত বলেই কিক নিলে এগিয়ে যায় মায়ামি।
গোলটিতে অবশ্য অবদান রয়েছে সল্ট লেকের গোলরক্ষক জ্যাক ম্যাকম্যাথের। টেলরের শটে তেমন কোনো গতি তো ছিল না সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের আয়ত্বের মধ্যে ছিল। কিন্তু ড্রাইভ দিয়ে ধরতে গিয়ে হাতের ফাঁক দিয়ে নিজেদের জালে জড়িয়ে দিলেন সল্ট লেকের গোলরক্ষক।
বিরতির পরে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল সল্ট লেক। কিন্তু বেশ কিছু সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে দ্বিতীয় গোল হজম করে তারা। ৮৩ মিনিটের গোলটিতে গোমেজের নাম লেখা থাকলেও এতে অবদান রয়েছে সুয়ারেজের। উরুগুয়ের ফরোয়ার্ডের কাছ থেকে বল পেয়েই গোলটি করেছেন তিনি। তার আগে অবশ্য গোলের উৎস দাতা ছিলেন মেসি।
মায়ামির হয়ে এর আগে সুয়ারেজের অভিষেক হলেও সে সব ছিল প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচ। আজ মেজর লিগ সকারে প্রথম ম্যাচ খেলেছেন উরুগুয়ের স্ট্রাইকার। অভিষেক ম্যাচে নামার আগে তাঁকে পরিচয় করে দেয় মায়ামি কর্তৃপক্ষ। তাঁর খেলার মধ্যে দিয়ে মায়ামিতে একটা পুনর্মিলনীও হয়ে গেল। মেসি-বুসকেতস-জর্দি আলবার সঙ্গে সর্বশেষ ৪ বছর আগে একসঙ্গে খেলেছিলেন সুয়ারেজ। ২০২০ সালের পর আজই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ একসঙ্গে মেনেছেন তাঁরা। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে খেলেছিলেন বায়ার্ন মিউনিখের কাছে। সেই ম্যাচে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বার্সা। পুনর্মিলনীর ম্যাচে অবশ্য হারের তিক্ত স্বাদ নিতে হয়নি।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৭ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১০ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে