কিছুদিন আগে গুঞ্জন বের হয় ইউরোপিয়ান ফুটবলের বিখ্যাত ‘সুপার এজেন্ট’ মিনো রাইওলা মারা গেছেন। ৪৮ ঘণ্টার ব্যবধানে গুঞ্জনকে সত্যি সত্যিই ওপারে চলে যান ইতালিয়ান এজেন্ট। তিনি সাধারণ কোনো এজেন্ট নন। আট-দশটা এজেন্টের সঙ্গে তার পার্থক্য হচ্ছে, তিনি যে প্রকল্পে হাত দেন সেখানেই সফল হয়ে থাকেন।
জ্লাতান ইব্রাহিমোভিচ, রোমেলু লুকাকু, পল পগবা, মারিও বালোতেল্লি, জিয়ানলুইজি দোন্নারুমা, ম্যাত্থিস ডি লিখট, লরেন্স ইনসিনিয়ে, মার্কো ভেরাত্তি, আর্লিং হালান্ডের মতো ফুটবলারদের এজেন্ট রাইওলা। তাঁর মতো এক সঙ্গে এত খেলোয়াড়ের দলবদলের দায়িত্বে নেই আর কোনো এজেন্ট। এ জন্যই রাইওলা 'সুপার এজেন্ট'। গত ৩০ এপ্রিল মারা যান তিনি।
দলবদলের ‘গড ফাদার’ খ্যাত এই রাইওলা প্রয়াত হওয়ার পরও পাচ্ছেন অবিশ্বাস্য অঙ্ক। বিশেষ করে হালান্ডের দলবদলের কারণে। মৌসুম শেষে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন নরওয়েজন স্ট্রাইকার। আজ-কালের মধ্যে তাঁর রিলিজ ক্লজের ৭৫ মিলিয়ন ইউরো পরিশোধ করবে ইংলিশ ক্লাবটি।
কিন্তু হালান্ডকে দলে টানতে সব মিলিয়ে সিটির খরচ হচ্ছে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো। এখান থেকে বড় একটা অংশ কমিশন পাবেন প্রয়াত রাইওয়ালা। অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। হালান্ডের দলবদলের কারণে ৫০ মিলিয়ন মিলিয়ন ইউরো পাবে ইতালিয়ান এজেন্টের প্রতিষ্ঠান। ৩০ মিলিয়ন যাবে হালান্ডের বাবা আলফি হালান্ডের পকেটে।
রাইওয়ালার প্রতিষ্ঠানকে বরুসিয়া ডর্টমুন্ড দেবে ১০ এবং সিটি দেবে ৪০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা সাড়ে চার শ কোটি টাকারও বেশি কমিশন পাবেন সুপার এজেন্ট। আর হালান্ডের বাবাকে দেওয়া হবে প্রায় ২৭৫ কোটি টাকা।
কিছুদিন আগে গুঞ্জন বের হয় ইউরোপিয়ান ফুটবলের বিখ্যাত ‘সুপার এজেন্ট’ মিনো রাইওলা মারা গেছেন। ৪৮ ঘণ্টার ব্যবধানে গুঞ্জনকে সত্যি সত্যিই ওপারে চলে যান ইতালিয়ান এজেন্ট। তিনি সাধারণ কোনো এজেন্ট নন। আট-দশটা এজেন্টের সঙ্গে তার পার্থক্য হচ্ছে, তিনি যে প্রকল্পে হাত দেন সেখানেই সফল হয়ে থাকেন।
জ্লাতান ইব্রাহিমোভিচ, রোমেলু লুকাকু, পল পগবা, মারিও বালোতেল্লি, জিয়ানলুইজি দোন্নারুমা, ম্যাত্থিস ডি লিখট, লরেন্স ইনসিনিয়ে, মার্কো ভেরাত্তি, আর্লিং হালান্ডের মতো ফুটবলারদের এজেন্ট রাইওলা। তাঁর মতো এক সঙ্গে এত খেলোয়াড়ের দলবদলের দায়িত্বে নেই আর কোনো এজেন্ট। এ জন্যই রাইওলা 'সুপার এজেন্ট'। গত ৩০ এপ্রিল মারা যান তিনি।
দলবদলের ‘গড ফাদার’ খ্যাত এই রাইওলা প্রয়াত হওয়ার পরও পাচ্ছেন অবিশ্বাস্য অঙ্ক। বিশেষ করে হালান্ডের দলবদলের কারণে। মৌসুম শেষে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন নরওয়েজন স্ট্রাইকার। আজ-কালের মধ্যে তাঁর রিলিজ ক্লজের ৭৫ মিলিয়ন ইউরো পরিশোধ করবে ইংলিশ ক্লাবটি।
কিন্তু হালান্ডকে দলে টানতে সব মিলিয়ে সিটির খরচ হচ্ছে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো। এখান থেকে বড় একটা অংশ কমিশন পাবেন প্রয়াত রাইওয়ালা। অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। হালান্ডের দলবদলের কারণে ৫০ মিলিয়ন মিলিয়ন ইউরো পাবে ইতালিয়ান এজেন্টের প্রতিষ্ঠান। ৩০ মিলিয়ন যাবে হালান্ডের বাবা আলফি হালান্ডের পকেটে।
রাইওয়ালার প্রতিষ্ঠানকে বরুসিয়া ডর্টমুন্ড দেবে ১০ এবং সিটি দেবে ৪০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা সাড়ে চার শ কোটি টাকারও বেশি কমিশন পাবেন সুপার এজেন্ট। আর হালান্ডের বাবাকে দেওয়া হবে প্রায় ২৭৫ কোটি টাকা।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৫ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৬ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১২ ঘণ্টা আগে