নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশ সফরে আসবেন—গত মাসে খবরটি জানা গিয়েছিল। তবে দেশের বিদ্যমান তীব্র ডলার সংকটের কারণে আগামী মাসের শুরুতে তাঁর বাংলাদেশ সফর নিয়ে বেশ জটিলতাই তৈরি হয়। এ জটিলতা যে কেটেছে, সেটি গতকাল মার্তিনেজের ফেসবুক পোস্টেই পরিষ্কার হয়েছে।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মার্তিনেজ ঢাকা ও কলকাতায় নিজের সফরসূচি জানিয়ে লিখেছেন, ‘ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান।’
মার্তিনেজের কথায় পরিষ্কার, বাংলাদেশে কয়েক ঘণ্টার জন্য তিনি আসবেন। যাঁর উদ্যোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষকের ঢাকা সফর, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত আজকের পত্রিকাকে বললেন, ‘(বাংলাদেশ) প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যদি সময় দেন আর মার্তিনেজ রাজি হলে একটা সৌজন্য সাক্ষাৎ হবে। সকালে এসে দুপুরের ফ্লাইটে (ঢাকা থেকে) বেরিয়ে যাবে। আপনাদের দেশে যে তীব্র ডলার সংকট, এর মধ্যেই যে ডিল করলাম, এটাই অনেক কিছু।’
কীভাবে সমস্যার সমাধান হয়েছে, সেটি খুলেই বললেন শতদ্রু, ‘এটা একটা গুড উইল ট্যুর হিসেবে নিয়েছে। শুধু ফ্লাইটের খরচটা দিলেই হচ্ছে। এখানে আলাদা পেমেন্টের কিছু নেই। ওকে বোঝালাম, এই দেশে ডলার সংকট আছে। শুধু বিমানভাড়াটা দিয়ে দিলাম। কলকাতার ইভেন্ট থেকে ওকে বেশি টাকা দিয়ে দিলাম, হয়ে গেল অ্যাডজাস্ট। সে সব ইতিবাচকভাবেই নিয়েছে।’
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশ সফরে আসবেন—গত মাসে খবরটি জানা গিয়েছিল। তবে দেশের বিদ্যমান তীব্র ডলার সংকটের কারণে আগামী মাসের শুরুতে তাঁর বাংলাদেশ সফর নিয়ে বেশ জটিলতাই তৈরি হয়। এ জটিলতা যে কেটেছে, সেটি গতকাল মার্তিনেজের ফেসবুক পোস্টেই পরিষ্কার হয়েছে।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মার্তিনেজ ঢাকা ও কলকাতায় নিজের সফরসূচি জানিয়ে লিখেছেন, ‘ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান।’
মার্তিনেজের কথায় পরিষ্কার, বাংলাদেশে কয়েক ঘণ্টার জন্য তিনি আসবেন। যাঁর উদ্যোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষকের ঢাকা সফর, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত আজকের পত্রিকাকে বললেন, ‘(বাংলাদেশ) প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যদি সময় দেন আর মার্তিনেজ রাজি হলে একটা সৌজন্য সাক্ষাৎ হবে। সকালে এসে দুপুরের ফ্লাইটে (ঢাকা থেকে) বেরিয়ে যাবে। আপনাদের দেশে যে তীব্র ডলার সংকট, এর মধ্যেই যে ডিল করলাম, এটাই অনেক কিছু।’
কীভাবে সমস্যার সমাধান হয়েছে, সেটি খুলেই বললেন শতদ্রু, ‘এটা একটা গুড উইল ট্যুর হিসেবে নিয়েছে। শুধু ফ্লাইটের খরচটা দিলেই হচ্ছে। এখানে আলাদা পেমেন্টের কিছু নেই। ওকে বোঝালাম, এই দেশে ডলার সংকট আছে। শুধু বিমানভাড়াটা দিয়ে দিলাম। কলকাতার ইভেন্ট থেকে ওকে বেশি টাকা দিয়ে দিলাম, হয়ে গেল অ্যাডজাস্ট। সে সব ইতিবাচকভাবেই নিয়েছে।’
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
২ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৩ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৩ ঘণ্টা আগে