অপেক্ষাটা অবশেষে ফুরিয়েছে তাঁদের। একসঙ্গে আবারও লিওনেল মেসি-লুইস সুয়ারেজের জুটি বেঁধে খেলতে নামার। সাড়ে তিন বছর পর খেলতে নামলেও পুনর্মিলনীটা জয়ে রাঙাতে পারেননি তাঁরা।
এল সালভাদরের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজকে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ টাটা মার্তিনো। অবশ্য শুধু এ দুজনই নন, সঙ্গে বার্সেলোনার আরও দুই সাবেক ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও একাদশে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
মায়ামির একাদশে ‘মিনি বার্সেলোনার’ দেখা মিললেও জয় পাওয়া হয়নি তাঁদের। জয়ে পুনর্মিলনী রাঙানোর সুযোগ অবশ্য পেয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু দুজনেই ব্যর্থ হয়েছেন। ৩৫ মিনিটে মেসি ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নিলে তা প্রতিহত করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্টিনেজ। ফিরতি বল আবারও জালে জড়ানোর সুযোগ ছিল তাঁর। তবে ঠিকঠাকমতো শট নিতে না পারায় পা দিয়ে ঠেকিয়ে এল সালভাদরকে রক্ষা করেন গোলরক্ষক।
৪০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন আলবা। বাঁ প্রান্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। স্পেনের সাবেক ডিফেন্ডারের শট প্রতিহত করে দেন মার্টিনেজ। অন্যদিকে কোনো সুযোগই তৈরি করতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। পরে বিরতির পরপরই চার ফুটবলারকে তুলে নেন কোচ মার্তিনো।
অন্যদিকে ৮২ মিনিটে প্রায় জিতেই যাচ্ছিল এল সালভাদর। কিন্তু নেলসন বোনিলার হেড মায়ামির বারে লেগে ফিরে এলে আশাহত হতে হয় তাঁকে। শেষ পর্যন্ত কোনো গোল না হলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়ে দুই দলকে।
অপেক্ষাটা অবশেষে ফুরিয়েছে তাঁদের। একসঙ্গে আবারও লিওনেল মেসি-লুইস সুয়ারেজের জুটি বেঁধে খেলতে নামার। সাড়ে তিন বছর পর খেলতে নামলেও পুনর্মিলনীটা জয়ে রাঙাতে পারেননি তাঁরা।
এল সালভাদরের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজকে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ টাটা মার্তিনো। অবশ্য শুধু এ দুজনই নন, সঙ্গে বার্সেলোনার আরও দুই সাবেক ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও একাদশে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
মায়ামির একাদশে ‘মিনি বার্সেলোনার’ দেখা মিললেও জয় পাওয়া হয়নি তাঁদের। জয়ে পুনর্মিলনী রাঙানোর সুযোগ অবশ্য পেয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু দুজনেই ব্যর্থ হয়েছেন। ৩৫ মিনিটে মেসি ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নিলে তা প্রতিহত করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্টিনেজ। ফিরতি বল আবারও জালে জড়ানোর সুযোগ ছিল তাঁর। তবে ঠিকঠাকমতো শট নিতে না পারায় পা দিয়ে ঠেকিয়ে এল সালভাদরকে রক্ষা করেন গোলরক্ষক।
৪০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন আলবা। বাঁ প্রান্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। স্পেনের সাবেক ডিফেন্ডারের শট প্রতিহত করে দেন মার্টিনেজ। অন্যদিকে কোনো সুযোগই তৈরি করতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। পরে বিরতির পরপরই চার ফুটবলারকে তুলে নেন কোচ মার্তিনো।
অন্যদিকে ৮২ মিনিটে প্রায় জিতেই যাচ্ছিল এল সালভাদর। কিন্তু নেলসন বোনিলার হেড মায়ামির বারে লেগে ফিরে এলে আশাহত হতে হয় তাঁকে। শেষ পর্যন্ত কোনো গোল না হলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়ে দুই দলকে।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৭ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১০ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে