অপেক্ষাটা অবশেষে ফুরিয়েছে তাঁদের। একসঙ্গে আবারও লিওনেল মেসি-লুইস সুয়ারেজের জুটি বেঁধে খেলতে নামার। সাড়ে তিন বছর পর খেলতে নামলেও পুনর্মিলনীটা জয়ে রাঙাতে পারেননি তাঁরা।
এল সালভাদরের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজকে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ টাটা মার্তিনো। অবশ্য শুধু এ দুজনই নন, সঙ্গে বার্সেলোনার আরও দুই সাবেক ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও একাদশে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
মায়ামির একাদশে ‘মিনি বার্সেলোনার’ দেখা মিললেও জয় পাওয়া হয়নি তাঁদের। জয়ে পুনর্মিলনী রাঙানোর সুযোগ অবশ্য পেয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু দুজনেই ব্যর্থ হয়েছেন। ৩৫ মিনিটে মেসি ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নিলে তা প্রতিহত করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্টিনেজ। ফিরতি বল আবারও জালে জড়ানোর সুযোগ ছিল তাঁর। তবে ঠিকঠাকমতো শট নিতে না পারায় পা দিয়ে ঠেকিয়ে এল সালভাদরকে রক্ষা করেন গোলরক্ষক।
৪০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন আলবা। বাঁ প্রান্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। স্পেনের সাবেক ডিফেন্ডারের শট প্রতিহত করে দেন মার্টিনেজ। অন্যদিকে কোনো সুযোগই তৈরি করতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। পরে বিরতির পরপরই চার ফুটবলারকে তুলে নেন কোচ মার্তিনো।
অন্যদিকে ৮২ মিনিটে প্রায় জিতেই যাচ্ছিল এল সালভাদর। কিন্তু নেলসন বোনিলার হেড মায়ামির বারে লেগে ফিরে এলে আশাহত হতে হয় তাঁকে। শেষ পর্যন্ত কোনো গোল না হলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়ে দুই দলকে।
অপেক্ষাটা অবশেষে ফুরিয়েছে তাঁদের। একসঙ্গে আবারও লিওনেল মেসি-লুইস সুয়ারেজের জুটি বেঁধে খেলতে নামার। সাড়ে তিন বছর পর খেলতে নামলেও পুনর্মিলনীটা জয়ে রাঙাতে পারেননি তাঁরা।
এল সালভাদরের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজকে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ টাটা মার্তিনো। অবশ্য শুধু এ দুজনই নন, সঙ্গে বার্সেলোনার আরও দুই সাবেক ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও একাদশে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
মায়ামির একাদশে ‘মিনি বার্সেলোনার’ দেখা মিললেও জয় পাওয়া হয়নি তাঁদের। জয়ে পুনর্মিলনী রাঙানোর সুযোগ অবশ্য পেয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু দুজনেই ব্যর্থ হয়েছেন। ৩৫ মিনিটে মেসি ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নিলে তা প্রতিহত করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্টিনেজ। ফিরতি বল আবারও জালে জড়ানোর সুযোগ ছিল তাঁর। তবে ঠিকঠাকমতো শট নিতে না পারায় পা দিয়ে ঠেকিয়ে এল সালভাদরকে রক্ষা করেন গোলরক্ষক।
৪০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন আলবা। বাঁ প্রান্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। স্পেনের সাবেক ডিফেন্ডারের শট প্রতিহত করে দেন মার্টিনেজ। অন্যদিকে কোনো সুযোগই তৈরি করতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। পরে বিরতির পরপরই চার ফুটবলারকে তুলে নেন কোচ মার্তিনো।
অন্যদিকে ৮২ মিনিটে প্রায় জিতেই যাচ্ছিল এল সালভাদর। কিন্তু নেলসন বোনিলার হেড মায়ামির বারে লেগে ফিরে এলে আশাহত হতে হয় তাঁকে। শেষ পর্যন্ত কোনো গোল না হলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়ে দুই দলকে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে