Ajker Patrika

পুনর্মিলনীর ম্যাচ জেতা হয়নি মেসি-সুয়ারেজদের

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১: ০৪
পুনর্মিলনীর ম্যাচ জেতা হয়নি মেসি-সুয়ারেজদের

অপেক্ষাটা অবশেষে ফুরিয়েছে তাঁদের। একসঙ্গে আবারও লিওনেল মেসি-লুইস সুয়ারেজের জুটি বেঁধে খেলতে নামার। সাড়ে তিন বছর পর খেলতে নামলেও পুনর্মিলনীটা জয়ে রাঙাতে পারেননি তাঁরা। 

এল সালভাদরের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজকে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ টাটা মার্তিনো। অবশ্য শুধু এ দুজনই নন, সঙ্গে বার্সেলোনার আরও দুই সাবেক ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও একাদশে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।

মায়ামির একাদশে ‘মিনি বার্সেলোনার’ দেখা মিললেও জয় পাওয়া হয়নি তাঁদের। জয়ে পুনর্মিলনী রাঙানোর সুযোগ অবশ্য পেয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু দুজনেই ব্যর্থ হয়েছেন। ৩৫ মিনিটে মেসি ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নিলে তা প্রতিহত করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্টিনেজ। ফিরতি বল আবারও জালে জড়ানোর সুযোগ ছিল তাঁর। তবে ঠিকঠাকমতো শট নিতে না পারায় পা দিয়ে ঠেকিয়ে এল সালভাদরকে রক্ষা করেন গোলরক্ষক। 

৪০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন আলবা। বাঁ প্রান্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। স্পেনের সাবেক ডিফেন্ডারের শট প্রতিহত করে দেন মার্টিনেজ। অন্যদিকে কোনো সুযোগই তৈরি করতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। পরে বিরতির পরপরই চার ফুটবলারকে তুলে নেন কোচ মার্তিনো। 

অন্যদিকে ৮২ মিনিটে প্রায় জিতেই যাচ্ছিল এল সালভাদর। কিন্তু নেলসন বোনিলার হেড মায়ামির বারে লেগে ফিরে এলে আশাহত হতে হয় তাঁকে। শেষ পর্যন্ত কোনো গোল না হলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়ে দুই দলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত