Ajker Patrika

১৫ হাজার কোটি টাকার কমপ্লেক্সে বসুন্ধরার বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ০৫
১৫ হাজার কোটি টাকার কমপ্লেক্সে বসুন্ধরার বার্তা

৩০০ বিঘা জমির ওপর বিশাল এক কর্মযজ্ঞ। সবে শেষ হয়েছে ৪০ শতাংশ কাজ। দেশের প্রথম পরিপূর্ণ স্পোর্টস কমপ্লেক্স গড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলগুলোকে অন্য এক বার্তাই দিতে চলেছে বসুন্ধরা।

বিশাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের একটি অংশ বসুন্ধরা কিংস অ্যারেনা। বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল হবে এই মাঠের উদ্বোধন। আক্ষরিক অর্থে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের পথ চলাও শুরু এই ম্যাচ দিয়ে। কালকের ম্যাচের আগে সংবাদমাধ্যমের কাছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের আনুষ্ঠানিক একটা পরিচিতিও হয়ে গেল আজ। 

২০১৯ সালে ৫৫ বিঘা জমির ওপর ফুটবল, ক্রিকেটের স্টেডিয়াম নির্মাণের কথা থাকলেও এখন এই কমপ্লেক্সে এখন কাজ চলছে হকি, টেনিস, আর্চারি, সুইমিং পুল নির্মাণের কাজ। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পুরো নির্মাণকাজ শেষ হবে বলে জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। মোট ৩০০ বিঘা জমিতে নির্মিতব্য কমপ্লেক্সের মোট খরচ ১৫ হাজার কোটি টাকা বলে জানালেন তিনি। 

২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে পা দেওয়া বসুন্ধরা যখন দেশের প্রথম দল হিসেবে নিজ মাঠে খেলার তোড়জোড় করছে তখন অন্যপ্রান্তে নিশ্চুপ আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলগুলো। বসুন্ধরাকে দেখে এবার কী ঘুম ভাঙবে দলগুলোর? জবাবে ইমরুল হাসান বললেন, ‘নতুন দল হিসাবে যে মাঠ করেছি, ঐতিহ্যবাহী দলগুলো তাদের কাজগুলো করবেন, এটা তাদেরকে উদ্বুদ্ধ করবে। আমরা শুনেছি আবাহনী শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের জন্য তোড়জোড় শুরু করেছে।’

ভবিষ্যতে এই মাঠে এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে বলেও জানিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি। 

এই মাঠকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত নিয়েছে বসুন্ধরা। শেষ পর্যন্ত নিজেদের মাঠে খেলার স্বপ্ন পূরণ হলেও বাফুফের সঙ্গে এখন পর্যন্ত কোনো সমঝোতায় যাচ্ছে না বসুন্ধরা। ইমরুল হাসান বললেন, ‘মামলাটি এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আমাদের কাছে কিছু প্রমাণ চেয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত