আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক ইউটিউবারকে মাঠে নামানো নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। কারণ,‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ফুটবল সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। এখন তিনি বেটিং কাণ্ডের সঙ্গে যুক্ত কি না, সে ব্যাপারে সৃষ্টি হয়েছে সন্দেহ।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আগামীকাল বাছাইপর্বের ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে আসুনসিওনে খেলতে নামবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবল নিয়ে স্কালোনি এখন ব্যস্ত থাকলেও প্রযুক্তির উৎকর্ষতার যুগে কোনো কিছু যে মানুষের দৃষ্টি এড়ায় না। বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল তাঁকে প্রশ্ন করা হয়েছে ঘরোয়া লিগের ইউটিউবার কাণ্ড নিয়ে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘এথিকস কমিটি এই ব্যাপারে কাজ করবে। আমি মনে করি এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আশা করি, এমনটা আর ঘটবে না। ফুটবলের স্বার্থে এটা আর হতে পারে না। আমার জায়গা থেকে মনে হচ্ছে এখানেই শেষ।’
স্পিনকে ৫০ সেকেন্ডের জন্য সোমবার মাঠে নামিয়েছিল বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা। সেই ম্যাচে রেইসত্রার প্রতিপক্ষ ছিল ভেলেজ সার্সফিল্ড। রেইস্ত্রা ক্লাবটি এভাবেই অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত। এ ব্যাপারে স্কালোনি বলেন, ‘যতটা সম্ভব সৎ হওয়া দরকার বলে মনে করি। আমার ধারণা সবাই এমনটা ভাবছেন। প্রথম ডিভিশনে আমার অভিষেকের ঘটনা এখনো মনে করতে পারছি।সেটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’
স্প্রিন ছদ্মনামের সেই ইউটিউবারের নাম ইভান বুহাজেরুক। ইউটিউবে তাঁর অনুসারী ৭০ লাখের মতো। ফুটবল সম্পর্কে কম জ্ঞানসম্পন্ন এমন কাউকে ১ মিনিটের মধ্যেই তুলে নেওয়ায় রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি পড়েছেন সমালোচনার মুখে। এরই মধ্যে পরশু ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। ফাব্বিয়ানি ও বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরুর কথা নিশ্চিত করেছে সরকারি কৌঁসুলিদের অফিস।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন । এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ।
আরও পড়ুন:
আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক ইউটিউবারকে মাঠে নামানো নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। কারণ,‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ফুটবল সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। এখন তিনি বেটিং কাণ্ডের সঙ্গে যুক্ত কি না, সে ব্যাপারে সৃষ্টি হয়েছে সন্দেহ।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আগামীকাল বাছাইপর্বের ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে আসুনসিওনে খেলতে নামবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবল নিয়ে স্কালোনি এখন ব্যস্ত থাকলেও প্রযুক্তির উৎকর্ষতার যুগে কোনো কিছু যে মানুষের দৃষ্টি এড়ায় না। বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল তাঁকে প্রশ্ন করা হয়েছে ঘরোয়া লিগের ইউটিউবার কাণ্ড নিয়ে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘এথিকস কমিটি এই ব্যাপারে কাজ করবে। আমি মনে করি এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আশা করি, এমনটা আর ঘটবে না। ফুটবলের স্বার্থে এটা আর হতে পারে না। আমার জায়গা থেকে মনে হচ্ছে এখানেই শেষ।’
স্পিনকে ৫০ সেকেন্ডের জন্য সোমবার মাঠে নামিয়েছিল বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা। সেই ম্যাচে রেইসত্রার প্রতিপক্ষ ছিল ভেলেজ সার্সফিল্ড। রেইস্ত্রা ক্লাবটি এভাবেই অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত। এ ব্যাপারে স্কালোনি বলেন, ‘যতটা সম্ভব সৎ হওয়া দরকার বলে মনে করি। আমার ধারণা সবাই এমনটা ভাবছেন। প্রথম ডিভিশনে আমার অভিষেকের ঘটনা এখনো মনে করতে পারছি।সেটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’
স্প্রিন ছদ্মনামের সেই ইউটিউবারের নাম ইভান বুহাজেরুক। ইউটিউবে তাঁর অনুসারী ৭০ লাখের মতো। ফুটবল সম্পর্কে কম জ্ঞানসম্পন্ন এমন কাউকে ১ মিনিটের মধ্যেই তুলে নেওয়ায় রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি পড়েছেন সমালোচনার মুখে। এরই মধ্যে পরশু ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। ফাব্বিয়ানি ও বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরুর কথা নিশ্চিত করেছে সরকারি কৌঁসুলিদের অফিস।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন । এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ।
আরও পড়ুন:
গোল করা তাঁর কাছে হয়ে গেছে ডালভাত। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে কত রেকর্ড গড়েছেন তিনি। কিন্তু মেজর কোনো শিরোপা তাঁর কাছে হয়ে যায় ‘সোনার হরিণ’। বলা হচ্ছে এখানে হ্যারি কেইনের কথা।
১৪ মিনিট আগেঈদ ঘনিয়ে এলেই ফাঁকা হয়ে যায় ঢাকা। উৎসবের আনন্দ আত্মীয়স্বজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী ছেড়ে নাড়ির টানে বাড়ি ফেরেন কর্মজীবী মানুষেরা। সামনে ঈদুল আজহাতেও চেনা দৃশ্যের ব্যতিক্রম হবে না, তা বলাই বাহুল্য। ঈদের এই ছুটির মাঝেও বাড়তি আনন্দ দিতে পারে ফুটবল।
১ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ দলের সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন শরীফুল ইসলাম-সৈয়দ খালেদ আহমেদরা। রান করতেই যে বেগ পেতে হচ্ছে কিউই ব্যাটারদের। উপরন্তু সফরকারীরা উইকেট হারাচ্ছে নিয়মিত বিরতিতে।
১ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক সময় নিয়মিত রিশাদ হোসেন হয়ে পড়েছিলেন ‘অমাবশ্যার চাঁদ’। লাহোর কালান্দার্স একের পর এক ম্যাচ খেললেও একাদশে তাঁর জায়গা হচ্ছিল না। অবশেষে টানা তিন ম্যাচ বেঞ্চে থাকার পর গতকাল সুযোগ পেলেন।
২ ঘণ্টা আগে