প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যেন একটু অস্বস্তিতেই আছেন লিওনেল মেসি। আশানুরূপ পারফর্ম করতে না পেলে শুনতে হয় দুয়োধ্বনি। মেসিকে তাই পিএসজি ছেড়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার পরামর্শ দিলেন ক্লাবটির (বার্সেলোনা) সাবেক সভাপতি হুয়ান গাসপার্ত।
পার্ক দে প্রিন্সেসে ২ এপ্রিল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। লিগ ওয়ানে যা ছিল মেসির ৫০ তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচ মেসি স্মরণীয় করে রাখতে পারেননি। লিওঁর কাছে ১-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে মেসির ওপর দুয়োধ্বনি তাই বেড়ে যায় বহুগুণ। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে উদ্দেশ্য করে শিষ দেওয়া হয়েছে। গাসপার্ত মনে করেন, বার্সায় ফিরলে মেসি এমন দুয়োধ্বনি পাবেন না। সাবেক বার্সা সভাপতি বলেন, ‘প্যারিসে তাকে (মেসি) দেখলে সবাই শিষ দেন। এখানে আমরা তাকে ভালোবাসি। সে তার ক্যারিয়ার এখানে শেষ করতে পারে এবং ক্লাবে চিরস্থায়ীভাবে থাকতে পারে।’
বর্তমানে পিএসজিতে প্রতি মৌসুমে ৪৩১ কোটি ৩১ লাখ টাকা বেতন পান মেসি। সপ্তাহের হিসেবে যা ৮ কোটি ২৯ লাখ টাকা। তবে বার্সায় ফিরলে এত বেশি বেতন তিনি পাবেন না। লা লিগার বেতন সীমাসংক্রান্ত নীতি অনুযায়ী, একটি নির্দিষ্ট পরিমাণ বেতনই তিনি পাবেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে এ ব্যাপারটিও মনে করিয়ে দিয়ে গাসপার্ত বলেন, ‘যদি সে আর্থিক অবস্থার কথা চিন্তা করে, তাহলে সে আরও ভালো জায়গায় খেলার সুযোগ পাবে। কিন্তু যদি সে এটা তার হৃদয় দিয়ে চিন্তা করে, তাহলে বার্সেলোনার মতো ভালোবাসা সে কোথাও পাবে না।’
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যেন একটু অস্বস্তিতেই আছেন লিওনেল মেসি। আশানুরূপ পারফর্ম করতে না পেলে শুনতে হয় দুয়োধ্বনি। মেসিকে তাই পিএসজি ছেড়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার পরামর্শ দিলেন ক্লাবটির (বার্সেলোনা) সাবেক সভাপতি হুয়ান গাসপার্ত।
পার্ক দে প্রিন্সেসে ২ এপ্রিল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। লিগ ওয়ানে যা ছিল মেসির ৫০ তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচ মেসি স্মরণীয় করে রাখতে পারেননি। লিওঁর কাছে ১-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে মেসির ওপর দুয়োধ্বনি তাই বেড়ে যায় বহুগুণ। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে উদ্দেশ্য করে শিষ দেওয়া হয়েছে। গাসপার্ত মনে করেন, বার্সায় ফিরলে মেসি এমন দুয়োধ্বনি পাবেন না। সাবেক বার্সা সভাপতি বলেন, ‘প্যারিসে তাকে (মেসি) দেখলে সবাই শিষ দেন। এখানে আমরা তাকে ভালোবাসি। সে তার ক্যারিয়ার এখানে শেষ করতে পারে এবং ক্লাবে চিরস্থায়ীভাবে থাকতে পারে।’
বর্তমানে পিএসজিতে প্রতি মৌসুমে ৪৩১ কোটি ৩১ লাখ টাকা বেতন পান মেসি। সপ্তাহের হিসেবে যা ৮ কোটি ২৯ লাখ টাকা। তবে বার্সায় ফিরলে এত বেশি বেতন তিনি পাবেন না। লা লিগার বেতন সীমাসংক্রান্ত নীতি অনুযায়ী, একটি নির্দিষ্ট পরিমাণ বেতনই তিনি পাবেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে এ ব্যাপারটিও মনে করিয়ে দিয়ে গাসপার্ত বলেন, ‘যদি সে আর্থিক অবস্থার কথা চিন্তা করে, তাহলে সে আরও ভালো জায়গায় খেলার সুযোগ পাবে। কিন্তু যদি সে এটা তার হৃদয় দিয়ে চিন্তা করে, তাহলে বার্সেলোনার মতো ভালোবাসা সে কোথাও পাবে না।’
পেট্রোডলারের ঝনঝনানিতে ফুটবল বিশ্ব কাঁপাচ্ছে সৌদি আরব। দখল করে নিচ্ছে ইউরোপিয়ান ফুটবলের বাজার। নামীদামি তারকাদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিজেদের ডেরায় ভেড়াচ্ছে দেশটির ক্লাবগুলো। এমন অর্থের জোয়ারে যেন আদর্শ ও নীতির জাহাজ গড়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। সৌদি ক্লাবের কাছে চুক্তিবদ্ধ কোনো ফুটবলারকে ছাড়েনি
৩২ মিনিট আগে৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে অদম্য। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। মাঠের বাইরের ঘটনাও তাঁর নজর এড়ায় না। কোনো কিছু পছন্দ না হলে বিস্ফোরক মন্তব্য করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগেইয়র্কারটা যেভাবে করতে চেয়েছিলেন, সেভাবে করতে পারেননি শামার জোসেফ। হাসান নাওয়াজ সেই সুযোগটা কাজে লাগিয়ে মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারলেন। বল সীমানা পেরোতেই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে নাওয়াজ জানিয়েছেন, জয়ের ব্যাপারে তিনি অনেক আত্মবিশ্বাস ছিলেন।
২ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে পার্থের ওয়াকায় ৬ উইকেটে ৭৩৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল অজিরা। সেবার অস্ট্রেলিয়া ব্যাটিং করেছিল প্রথম ইনিংসে। ২২ বছর পর বুলাওয়েতে
২ ঘণ্টা আগে