Ajker Patrika

গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার ম্যাচ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৯: ৪২
Thumbnail image

দিনের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে অঘটন ঘটিয়েছে সৌদি আরব। প্রথম ম্যাচে ৩ গোলের দেখা মিললেও দ্বিতীয় ম্যাচে কোনো গোলের দেখা পাওয়া যায়নি। গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে ডেনমার্ক-তিউনিসিয়ার ফুটবলারদের। 

শুরু থেকেই বল পজিশন নিয়ে খেলেছে ডেনমার্ক। তবে পুরো ম্যাচে কোনো গোল করতে পারেনি দলটির ফুটবলাররা। অন্যদিকে বল পজিশনে পিছিয়ে থাকলেও দুর্দান্ত কয়েকটি সুযোগ পেয়েছিল তিউনিসিয়া। প্রতিপক্ষের মতো এই দলের ফুটবলাররাও কাজে লাগাতে পারেননি সুযোগগুলো। 

এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলতে নেমে ২৩ মিনিটে ১টি গোল করেছিল তিউনিসিয়া। তবে অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়। বিরতিতে যাওয়ার আগে ৪৩ মিনিটে দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল আইসা লাইদৌনি। তবে প্রতিপক্ষের গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলকে একা পেয়েও গোল করতে পারেননি তিউনিসিয়ার এই মিডফিল্ডার। 

বিরতির পরপরই আরেকটি সুযোগ পেয়েছিল তিউনিশিয়া। কিন্তু এবারও গোল করতে ব্যর্থ হন দলটির ফুটবলার লাইদৌনি। অন্যদিকে প্রথমার্ধে গোলবারে কোনো শট না নেওয়া ডেনমার্ক বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ করে। ৬৯ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসনের জোরালো শটকে কর্নারের মাধ্যমে প্রতিহত করেন তিউনিসিয়ার গোলরক্ষক আয়মেন দাহমেন। কর্নার থেকেও গোলের সুযোগ পেয়েছিল ডেনমার্ক। তবে গোলবারের কাছে থেকেও বল জালে জড়াতে পারেননি আন্দ্রেয়াস কর্নেলিয়াস। 

ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টির আবেদন করেছিলেন ডেনমার্কের ফুটবলাররা। তবে ভাগ্য সহায় না থাকায় পেনাল্টি পাননি তারা। বক্সের ভেতরে প্রতিপক্ষের এক ফুটবলারের হাতে বল লাগলেও ভিএআরে পেনাল্টি পাননি এরিকসেনরা। ফলে গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়তে হয় দুই দলের ফুটবলারদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত