Ajker Patrika

ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন লিটনরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিটন দাস-তাসকিন আহমেদদের এখন মাঠে ফেরার তাড়া। ছবি: ফাইল ছবি
লিটন দাস-তাসকিন আহমেদদের এখন মাঠে ফেরার তাড়া। ছবি: ফাইল ছবি

পাকিস্তান সিরিজ শেষে স্ত্রী-সন্তানকে নিয়ে মালয়েশিয়ায় ঘুরতে যাওয়া লিটন দাস দেশে ফিরেছেন পরশু। শেখ মেহেদী হাসান ছুটি কাটাতে গিয়েছিলেন নিজ শহর খুলনায়। মোস্তাফিজুর রহমানের অবকাশ কেটেছে তাঁর সাতক্ষীরার বাড়িতে। বিতর্কিত এক ঘটনার পর তাসকিন আহমেদ গেছেন সৌদি আরবে ওমরাহ হজ করতে। দেশে-বিদেশে যেখানেই দুই সপ্তাহের বিরতি কাটুক ক্রিকেটারদের, এখন তাঁদের খেলায় ফেরার তাড়া।

আজ সকাল ৮টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রানিং দিয়ে শুরু হচ্ছে সপ্তাহখানেকের ফিটনেস ক্যাম্প। এর মধ্যে বিচ্ছিন্নভাবে অনেক খেলোয়াড় নিজেদের মতো মিরপুরে অনুশীলন করেছেন। তবে এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতির প্রাথমিক পর্ব শুরু হচ্ছে আজই। গত পরশু ২৫ জনের একটি এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে ছয় ক্রিকেটার আছেন ‘এ’ দলেও। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ায় যাচ্ছে ৭ আগস্ট। ‘এ’ দলের ক্রিকেটাররা জাতীয় দলের এই প্রস্তুতিতে থাকছেন না।

ফিটনেস ক্যাম্পের অংশ হিসেবে ১০ আগস্ট ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়াবেন ক্রিকেটাররা। এর আগেও অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। ১২ আগস্ট ইংল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ঢাকায় চলে আসার কথা প্রধান কোচ ফিল সিমন্সের। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ দল শুরু করবে স্কিল ট্রেনিং। ঢাকায় পাঁচ দিনের স্কিল ট্রেনিং শেষে ২০ আগস্ট দল চলে যাবে সিলেটে। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

গত কদিনের বিরতিতে খেলোয়াড়েরা যেমন ইচ্ছেমতো ঘোরাঘুরি করেছেন, কথাও হয়েছে অনেক। এরই মধ্যে খেলোয়াড়, কোচিং স্টাফদের মুখে ‘তালা’ দেওয়ার ব্যবস্থা করেছে বিসিবি। সবাইকে এখন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার কিংবা অনুমতি ছাড়া কথা বলতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে। এখন যেন ‘কথা কম কাজ বেশি’র সময়। এশিয়া কাপের আগে প্রস্তুতি ঠিকঠাক নিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে ভরসা করতে পারছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তারা তাই বেছে নিয়েছে সিলেটের হাই স্কোরিং উইকেট।

এশিয়া কাপের গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে আবুধাবিতে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা মাত্র দুটি ম্যাচের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দুটি ম্যাচেই বড় ব্যবধানে পরাজিত বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবার এশিয়া কাপের সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশকে খেলতে হবে দুবাইয়ের উইকেটেও।

কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দীন বলেছেন, ‘আমরা যে দুবাইয়ে খেলেছি, প্রায় একই ধরনের উইকেট (দেশের স্পিনসহায়ক) মনে হয়েছে। উইকেটে স্পিন ধরে। ওখানে হাই স্কোরিং ম্যাচ তেমন একটা হয় না কিন্তু। খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না। মোটামুটি একই ধরনের উইকেট।’

আর আবুধাবির উইকেট নিয়ে সালাহ উদ্দীনের পর্যবেক্ষণ, ‘সেটা হয়তো ভিন্ন হবে। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে আপনাকে সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। উইকেটে হেল্প থাকলে দলের জন্য কিছুটা উপকার আছে; সেটা যেখানেই খেলি। শুধু ফ্ল্যাট ট্র্যাকে খেলবেন, তা তো নয়। আপনাকে বিভিন্ন উইকেটে বিভিন্নভাবে মানিয়ে নিতে হবে।’

দেশে এক মাসের নানা ধাপে প্রস্তুতি শেষে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল আরব আমিরাতে চলে যাবে ৬ বা ৭ সেপ্টেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত