Ajker Patrika

আশা বাঁচিয়ে রাখল লিভারপুল

আপডেট : ১১ মে ২০২২, ১০: ৪৭
আশা বাঁচিয়ে রাখল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে টটেনহাম হটস্পারের কাছে পয়েন্ট খুইয়ে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে লিভারপুল। সুযোগ কাজে লাগিয়ে শিরোপার আরও কাছে চলে এসেছে ম্যানচেস্টার সিটি। লিগের ভাগ্য এখন তাদের হাতেই। তবু আশা ছাড়ছে না লিভারপুল। নিজেদের কাজটাই তারা স্রেফ এগিয়ে রাখল। 

মঙ্গলবার রাতে অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে ২-১ গোলে জিতেছে লিভারপুল। এই জয়ে আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখল অল রেডরা। ৩৬ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকল লিভারপুল। সমান ম্যাচ ও পয়েন্ট থাকা সত্ত্বেও গোলগড়ে এগিয়ে শীর্ষস্থানে অটুট থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 

ভিলা পার্কে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই বড়সড় ধাক্কা খায় লিভারপুল। তিন মিনিটে হজম করে গোল। অল রেডদের জালে বল জড়িয়ে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ডগলাস লুইস। দুই মিনিট পরই অবশ্য অতিথিদের সমতায় ফেরান জোয়েল ম্যাটিপ। ৬৫ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন সাদিও মানে। 

অ্যাস্টন ভিলার বিপক্ষে দশম ম্যাচে এটা নবম গোল সেনেগালিজ ফরওয়ার্ডের। এই গোলের ওপর দাঁড়িয়ে লিগ মৌসুমের ২৬তম জয় তুলে নিল লিভারপুল। তাতে কিছুটা হলেও চাপে থাকল ম্যানচেস্টার সিটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত