নিজের সময়ের অন্যতম সেরা কোচ পর্তুগালের হোসে মরিনহো। বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোয় বেশ কজন বিশ্বসেরা খেলোয়াড়কে কোচিং করিয়েছেন তিনি। তাঁর অধীনে খেলা সেই সব খেলোয়াড়দের মধ্যে থেকে বেছে নিয়েছেন নিজের পছন্দের সেরা একাদশও। যেখানে সন্দেহাতীতভাবে জায়গা পেয়েছেন তাঁর অধীনে খেলা ক্রিস্টিয়ানো রোনালদোও।
‘স্পেশাল ওয়ান’ হিসেবে পরিচিত মরিনহো তাঁর ক্যারিয়ারে বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহামের মতো ক্লাবে কোচিং করিয়েছেন। যেখানে ঘরোয়া পর্যায়ে যেমন সাফল্য পেয়েছেন, জিতেছেন ইউরোপীয় খেতাবও। তাঁর অধীনে খেলা তারকা ফুটবলাররাও অবদান রেখেছেন সেসব শিরোপা জয়ে।
মরিনহোর তৈরি করা একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন পিটার চেক। চেলসির কোচ থাকাকালে চেক প্রজাতন্ত্রের তারকা চেক খেলেছিলেন মরিনহোর অধীনে।
দুই সেন্টার ব্যাক হিসেবে মরিনহোর পছন্দ স্বদেশি রিকার্ডো কারভালহো এবং জন টেরি। কারভালহো মরিনহোর বেশ পছন্দের খেলোয়াড়। পোর্তো থেকে এই পর্তুগিজ খেলোয়াড়কে চেলসি এবং রিয়াল মাদ্রিদে নিয়ে যান মরিনহো। আর টেরিকে কোচিং করিয়েছেন চেলসিতে। লেফট ব্যাকও বেছে নিয়েছেন চেলসি থেকে। অ্যাশলে কোলকে দলে রেখেছেন তিনি। আর রাইট ব্যাক হিসেবে রেখেছেন ইন্টার মিলানের সাবেক আর্জেন্টাইন তারকা হ্যাভিয়ের জানেত্তিকে।
মরিনহোর একাদশে মিডফিল্ডার হিসেবে আছেন চেলসিতে খেলা ক্লদ ম্যাকাললে, চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং রিয়াল মাদ্রিদের মেসুত ওজিল। আর তিন ফরোয়ার্ডের দুজনও চেলসির। তাঁরা হলেন এডেন হ্যাজার্ড ও দিদিয়ের দ্রগবা। আর তৃতীয় ফরোয়ার্ড হলেন রোনালদো।
তবে মরিনহোর একাদশ থেকে বাদ পড়েছেন বেশ কজন তারকা খেলোয়াড়। যাঁদের মাঝে আছেন ইকার ক্যাসিয়াস, মার্সেলো, করিম বেনজেমা, জ্লাতান ইব্রাহিমোভিচ, স্যামুয়েল ইতো, ওয়েসলি স্নাইডার এবং রোমেলু লুকাকু।
মরিনহোর একাদশ
গোলরক্ষক: পিটার চেক
রক্ষণ: রিকার্ডো কারভালহো, জন টেরি, অ্যাশলে কোল, হ্যাভিয়ের জানেত্তি
মাঝমাঠ: ক্লদ ম্যাকাললে, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, মেসুত ওজিল
আক্রমণভাগ: এডেন হ্যাজার্ড, দিদিয়ের দ্রগবা, ক্রিস্টিয়ানো রোনালদো
মরিনহো সম্পর্কিত পড়ুন:
নিজের সময়ের অন্যতম সেরা কোচ পর্তুগালের হোসে মরিনহো। বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোয় বেশ কজন বিশ্বসেরা খেলোয়াড়কে কোচিং করিয়েছেন তিনি। তাঁর অধীনে খেলা সেই সব খেলোয়াড়দের মধ্যে থেকে বেছে নিয়েছেন নিজের পছন্দের সেরা একাদশও। যেখানে সন্দেহাতীতভাবে জায়গা পেয়েছেন তাঁর অধীনে খেলা ক্রিস্টিয়ানো রোনালদোও।
‘স্পেশাল ওয়ান’ হিসেবে পরিচিত মরিনহো তাঁর ক্যারিয়ারে বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহামের মতো ক্লাবে কোচিং করিয়েছেন। যেখানে ঘরোয়া পর্যায়ে যেমন সাফল্য পেয়েছেন, জিতেছেন ইউরোপীয় খেতাবও। তাঁর অধীনে খেলা তারকা ফুটবলাররাও অবদান রেখেছেন সেসব শিরোপা জয়ে।
মরিনহোর তৈরি করা একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন পিটার চেক। চেলসির কোচ থাকাকালে চেক প্রজাতন্ত্রের তারকা চেক খেলেছিলেন মরিনহোর অধীনে।
দুই সেন্টার ব্যাক হিসেবে মরিনহোর পছন্দ স্বদেশি রিকার্ডো কারভালহো এবং জন টেরি। কারভালহো মরিনহোর বেশ পছন্দের খেলোয়াড়। পোর্তো থেকে এই পর্তুগিজ খেলোয়াড়কে চেলসি এবং রিয়াল মাদ্রিদে নিয়ে যান মরিনহো। আর টেরিকে কোচিং করিয়েছেন চেলসিতে। লেফট ব্যাকও বেছে নিয়েছেন চেলসি থেকে। অ্যাশলে কোলকে দলে রেখেছেন তিনি। আর রাইট ব্যাক হিসেবে রেখেছেন ইন্টার মিলানের সাবেক আর্জেন্টাইন তারকা হ্যাভিয়ের জানেত্তিকে।
মরিনহোর একাদশে মিডফিল্ডার হিসেবে আছেন চেলসিতে খেলা ক্লদ ম্যাকাললে, চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং রিয়াল মাদ্রিদের মেসুত ওজিল। আর তিন ফরোয়ার্ডের দুজনও চেলসির। তাঁরা হলেন এডেন হ্যাজার্ড ও দিদিয়ের দ্রগবা। আর তৃতীয় ফরোয়ার্ড হলেন রোনালদো।
তবে মরিনহোর একাদশ থেকে বাদ পড়েছেন বেশ কজন তারকা খেলোয়াড়। যাঁদের মাঝে আছেন ইকার ক্যাসিয়াস, মার্সেলো, করিম বেনজেমা, জ্লাতান ইব্রাহিমোভিচ, স্যামুয়েল ইতো, ওয়েসলি স্নাইডার এবং রোমেলু লুকাকু।
মরিনহোর একাদশ
গোলরক্ষক: পিটার চেক
রক্ষণ: রিকার্ডো কারভালহো, জন টেরি, অ্যাশলে কোল, হ্যাভিয়ের জানেত্তি
মাঝমাঠ: ক্লদ ম্যাকাললে, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, মেসুত ওজিল
আক্রমণভাগ: এডেন হ্যাজার্ড, দিদিয়ের দ্রগবা, ক্রিস্টিয়ানো রোনালদো
মরিনহো সম্পর্কিত পড়ুন:
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৪ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৫ ঘণ্টা আগে