চলতি মৌসুমে ভালো সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে জেতাচ্ছেন একের পর এক ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও তিনি পাচ্ছেন। ক্লাবটি থেকে তিনি পান প্রায় ২৫০ কোটি টাকা বেতন।
মেজর লিগ সকার (এমএলএস) প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ডেটা অনুসারে জানিয়েছে, মেসি এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তিনি আয় করেন ২০.৪৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২৩৯ কোটি ৬৬ লাখ টাকা। এই অঙ্কটা হচ্ছে মেসি অনেক সময় যে ক্ষতিপূরণ পান তার একটা অংশ। পাশাপাশি অ্যাডিডাসের সঙ্গে স্পনসরচিপ চুক্তি, এমএলএসের সম্প্রচারক সংস্থা অ্যাপলের থেকে রাজস্ব শেয়ার করাসহ বিভিন্ন ক্ষেত্রে আয়ও করেন তিনি। বেতনটা ধরা হয়েছে এমএলএসপিএ’র ২০২৪ সালের ২৫ এপ্রিল পর্যন্ত হিসেব থেকে।
মেসির পরে দুইয়ে আছেন লরেনসো ইনসাইনি। তাঁরআয় করেন ১৫.৪৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি ১৮১ কোটি টাকা)। এমএলএসে তিনি খেলেন টরোন্টো এফসির হয়ে। তিনে আছেন মেসির এমএলএস সতীর্থ সার্জিও বুসকেতস। বুসকেতসের আয় ১০২ কোটি ৭৮ লাখ টাকা।
এমএলএসের শিকাগো ফায়ারে ২০২২ সালে যোগ দিয়েছেন জার্দান শাকিরি। ২০২৩ সালে তিনিই ছিলেন এমএলএসের সর্বোচ্চ আয় করা ফুটবলার। সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার এখন আছেন চার নম্বরে। তার আয় ৯৫ কোটি ৫১ লাখ টাকা। পাঁচে থাকা সেবাস্তিয়ান দ্রিউসির আয় ৭৮ কোটি ৭৫ লাখ লাখ টাকা। দ্রিউসি খেলেন অস্টিন এফসিতে।
মায়ামির ওয়েজ বিলের ৭০ শতাংশ পান মেসি ও বুসকেতস মিলে। বার্সেলোনার সাবেক দুই ফুটবলারের সম্মিলিত বেতন ৩৪২ কোটি ৪৪ লাখ টাকা। মায়ামির মোট আয় ৪১.৬৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪৮৮ কোটি ৪৬ লাখ টাকা। ৩১.৪১ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৩৬৮ কোটি ১০ লাখ টাকা) নিয়ে দুইয়ে আছে টরোন্টো। তিন, চার ও পাঁচে থাকা শিকাগো, ন্যাশভিল ও এফসি সিনসিনাটির আয় ২৯৪ কোটি ৫১ লাখ, ২৫০ কোটি ৭৯ লাখ ও ২১৯ কোটি ২৭ লাখ টাকা।
মেজর লিগ সকারে (এমএলএস) বছরে সর্বোচ্চ বেতন পাওয়া পাঁচ ফুটবলার
ক্লাব আয় (বাংলাদেশি টাকা)
লিওনেল মেসি ইন্টার মায়ামি ২৩৯ কোটি ৬৬ লাখ
লরেঞ্জো ইনসাইনি টরোন্টো এফসি ১৮১ কোটি
সার্জিও বুসকেটস ইন্টার মায়ামি ১০২ কোটি ৭৮ লাখ
জার্দান শাকিরি শিকাগো ফায়ার ৯৫ কোটি ৫১ লাখ
সেবাস্তিয়ান দ্রিউসি অস্টিন এফসি ৭৮ কোটি ৭৫ লাখ
চলতি মৌসুমে ভালো সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে জেতাচ্ছেন একের পর এক ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও তিনি পাচ্ছেন। ক্লাবটি থেকে তিনি পান প্রায় ২৫০ কোটি টাকা বেতন।
মেজর লিগ সকার (এমএলএস) প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ডেটা অনুসারে জানিয়েছে, মেসি এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তিনি আয় করেন ২০.৪৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২৩৯ কোটি ৬৬ লাখ টাকা। এই অঙ্কটা হচ্ছে মেসি অনেক সময় যে ক্ষতিপূরণ পান তার একটা অংশ। পাশাপাশি অ্যাডিডাসের সঙ্গে স্পনসরচিপ চুক্তি, এমএলএসের সম্প্রচারক সংস্থা অ্যাপলের থেকে রাজস্ব শেয়ার করাসহ বিভিন্ন ক্ষেত্রে আয়ও করেন তিনি। বেতনটা ধরা হয়েছে এমএলএসপিএ’র ২০২৪ সালের ২৫ এপ্রিল পর্যন্ত হিসেব থেকে।
মেসির পরে দুইয়ে আছেন লরেনসো ইনসাইনি। তাঁরআয় করেন ১৫.৪৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি ১৮১ কোটি টাকা)। এমএলএসে তিনি খেলেন টরোন্টো এফসির হয়ে। তিনে আছেন মেসির এমএলএস সতীর্থ সার্জিও বুসকেতস। বুসকেতসের আয় ১০২ কোটি ৭৮ লাখ টাকা।
এমএলএসের শিকাগো ফায়ারে ২০২২ সালে যোগ দিয়েছেন জার্দান শাকিরি। ২০২৩ সালে তিনিই ছিলেন এমএলএসের সর্বোচ্চ আয় করা ফুটবলার। সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার এখন আছেন চার নম্বরে। তার আয় ৯৫ কোটি ৫১ লাখ টাকা। পাঁচে থাকা সেবাস্তিয়ান দ্রিউসির আয় ৭৮ কোটি ৭৫ লাখ লাখ টাকা। দ্রিউসি খেলেন অস্টিন এফসিতে।
মায়ামির ওয়েজ বিলের ৭০ শতাংশ পান মেসি ও বুসকেতস মিলে। বার্সেলোনার সাবেক দুই ফুটবলারের সম্মিলিত বেতন ৩৪২ কোটি ৪৪ লাখ টাকা। মায়ামির মোট আয় ৪১.৬৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪৮৮ কোটি ৪৬ লাখ টাকা। ৩১.৪১ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৩৬৮ কোটি ১০ লাখ টাকা) নিয়ে দুইয়ে আছে টরোন্টো। তিন, চার ও পাঁচে থাকা শিকাগো, ন্যাশভিল ও এফসি সিনসিনাটির আয় ২৯৪ কোটি ৫১ লাখ, ২৫০ কোটি ৭৯ লাখ ও ২১৯ কোটি ২৭ লাখ টাকা।
মেজর লিগ সকারে (এমএলএস) বছরে সর্বোচ্চ বেতন পাওয়া পাঁচ ফুটবলার
ক্লাব আয় (বাংলাদেশি টাকা)
লিওনেল মেসি ইন্টার মায়ামি ২৩৯ কোটি ৬৬ লাখ
লরেঞ্জো ইনসাইনি টরোন্টো এফসি ১৮১ কোটি
সার্জিও বুসকেটস ইন্টার মায়ামি ১০২ কোটি ৭৮ লাখ
জার্দান শাকিরি শিকাগো ফায়ার ৯৫ কোটি ৫১ লাখ
সেবাস্তিয়ান দ্রিউসি অস্টিন এফসি ৭৮ কোটি ৭৫ লাখ
পাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
৩৫ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
২ ঘণ্টা আগেগত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট ছেড়ে দেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। এবার নতুন অধিনায়ক ঠিক করতে হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। তবে নতুন নেতৃত্ব রয়েছে চমক। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে সাদা বলের অধিনায়কত্ব দিয়েছে তারা। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার..
৩ ঘণ্টা আগেশারজায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আমিরাতের বিপক্ষে এর আগে কুড়ি ওভারের ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবগুলোয় জিতেছেন শান্ত-লিটনরাই।
৩ ঘণ্টা আগে