ক্রীড়া ডেস্ক
প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক মাধ্যমে খেলাধুলা নিয়ে যেকোনো তথ্যই ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকে ফেসবুক, ইউটিউবে ম্যাচ নিয়ে লাইভ করে থাকেন। আর্জেন্টিনার ঘরোয়া এক ফুটবলে ইউটিউবার কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। যা নিয়ে গভীর সন্দেহ দেখা গেছে দেশটির ফুটবলে।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। সরকারি কৌঁসুলিদের অফিস থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলিদের অফিস। অবৈধ বাজির ব্যাপার খতিয়ে দেখতে মামলা হয়ে গেছে।’
অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইনস্ত্রা। যখন দেখছে ইউটিউবার মাঠে নামানোয় সমালোচনা হচ্ছে নিয়মিত, তখন রেইনস্ত্রা ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এমন বিপণন অনেক বেশি নেতিবাচকতা ছড়িয়েছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। ভেলেজ বা আর্জেন্টিনা ফুটবলকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তারা নৈতিক ট্রাইবুনাল গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ওলেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন,‘কিছু জিনিস থাকে, যেগুলো আমরা পছন্দ করি না। সেগুলো সংশোধন করা দরকার।’
প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক মাধ্যমে খেলাধুলা নিয়ে যেকোনো তথ্যই ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকে ফেসবুক, ইউটিউবে ম্যাচ নিয়ে লাইভ করে থাকেন। আর্জেন্টিনার ঘরোয়া এক ফুটবলে ইউটিউবার কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। যা নিয়ে গভীর সন্দেহ দেখা গেছে দেশটির ফুটবলে।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। সরকারি কৌঁসুলিদের অফিস থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলিদের অফিস। অবৈধ বাজির ব্যাপার খতিয়ে দেখতে মামলা হয়ে গেছে।’
অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইনস্ত্রা। যখন দেখছে ইউটিউবার মাঠে নামানোয় সমালোচনা হচ্ছে নিয়মিত, তখন রেইনস্ত্রা ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এমন বিপণন অনেক বেশি নেতিবাচকতা ছড়িয়েছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। ভেলেজ বা আর্জেন্টিনা ফুটবলকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তারা নৈতিক ট্রাইবুনাল গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ওলেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন,‘কিছু জিনিস থাকে, যেগুলো আমরা পছন্দ করি না। সেগুলো সংশোধন করা দরকার।’
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৫ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
৭ ঘণ্টা আগে