Ajker Patrika

ইউটিউবারের ঘটনায় গভীর সন্দেহ আর্জেন্টিনার ফুটবলে

ক্রীড়া ডেস্ক    
ইভান বুহাজেরুক নামের ইউটিউবার মাঠে নামাতেই সন্দেহ তৈরি হয়েছে আর্জেন্টিনা ফুটবলে। ছবি: সংগৃহীত
ইভান বুহাজেরুক নামের ইউটিউবার মাঠে নামাতেই সন্দেহ তৈরি হয়েছে আর্জেন্টিনা ফুটবলে। ছবি: সংগৃহীত

প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক মাধ্যমে খেলাধুলা নিয়ে যেকোনো তথ্যই ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকে ফেসবুক, ইউটিউবে ম্যাচ নিয়ে লাইভ করে থাকেন। আর্জেন্টিনার ঘরোয়া এক ফুটবলে ইউটিউবার কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। যা নিয়ে গভীর সন্দেহ দেখা গেছে দেশটির ফুটবলে।

ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। সরকারি কৌঁসুলিদের অফিস থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলিদের অফিস। অবৈধ বাজির ব্যাপার খতিয়ে দেখতে মামলা হয়ে গেছে।’

অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইনস্ত্রা। যখন দেখছে ইউটিউবার মাঠে নামানোয় সমালোচনা হচ্ছে নিয়মিত, তখন রেইনস্ত্রা ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এমন বিপণন অনেক বেশি নেতিবাচকতা ছড়িয়েছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। ভেলেজ বা আর্জেন্টিনা ফুটবলকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তারা নৈতিক ট্রাইবুনাল গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ওলেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন,‘কিছু জিনিস থাকে, যেগুলো আমরা পছন্দ করি না। সেগুলো সংশোধন করা দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত