ক্রীড়া ডেস্ক
প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক মাধ্যমে খেলাধুলা নিয়ে যেকোনো তথ্যই ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকে ফেসবুক, ইউটিউবে ম্যাচ নিয়ে লাইভ করে থাকেন। আর্জেন্টিনার ঘরোয়া এক ফুটবলে ইউটিউবার কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। যা নিয়ে গভীর সন্দেহ দেখা গেছে দেশটির ফুটবলে।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। সরকারি কৌঁসুলিদের অফিস থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলিদের অফিস। অবৈধ বাজির ব্যাপার খতিয়ে দেখতে মামলা হয়ে গেছে।’
অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইনস্ত্রা। যখন দেখছে ইউটিউবার মাঠে নামানোয় সমালোচনা হচ্ছে নিয়মিত, তখন রেইনস্ত্রা ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এমন বিপণন অনেক বেশি নেতিবাচকতা ছড়িয়েছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। ভেলেজ বা আর্জেন্টিনা ফুটবলকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তারা নৈতিক ট্রাইবুনাল গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ওলেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন,‘কিছু জিনিস থাকে, যেগুলো আমরা পছন্দ করি না। সেগুলো সংশোধন করা দরকার।’
প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক মাধ্যমে খেলাধুলা নিয়ে যেকোনো তথ্যই ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকে ফেসবুক, ইউটিউবে ম্যাচ নিয়ে লাইভ করে থাকেন। আর্জেন্টিনার ঘরোয়া এক ফুটবলে ইউটিউবার কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। যা নিয়ে গভীর সন্দেহ দেখা গেছে দেশটির ফুটবলে।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। সরকারি কৌঁসুলিদের অফিস থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলিদের অফিস। অবৈধ বাজির ব্যাপার খতিয়ে দেখতে মামলা হয়ে গেছে।’
অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইনস্ত্রা। যখন দেখছে ইউটিউবার মাঠে নামানোয় সমালোচনা হচ্ছে নিয়মিত, তখন রেইনস্ত্রা ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এমন বিপণন অনেক বেশি নেতিবাচকতা ছড়িয়েছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। ভেলেজ বা আর্জেন্টিনা ফুটবলকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তারা নৈতিক ট্রাইবুনাল গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ওলেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন,‘কিছু জিনিস থাকে, যেগুলো আমরা পছন্দ করি না। সেগুলো সংশোধন করা দরকার।’
প্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৫ মিনিট আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১৯ মিনিট আগে‘প্রিয়’ সংস্করণ ওয়ানডে হলেও গত কয়েক বছরে সেভাবে আশানুরূপ পারফরম্যান্স নেই বাংলাদেশের। আইসিসি ইভেন্ট তো বটেই, দ্বিপক্ষীয় সিরিজেও নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমরা উপহার দিয়েছেন একরাশ হতাশা। হতশ্রী পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। বাংলাদেশের অবনতি হলেও উন্নতি হয়েছে আফগানিস্তানের
৩৪ মিনিট আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত দলে প্রবাসী ফুটবলার জায়গা পাবেন, তা অনুমিত ছিল। তবে বাদ পড়েছেন আরেক প্রবাসী ফুটবলার এলমান মতিন। টিকে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব ও ইতালিপ্রবাসী আব্দুল কাদির।
২ ঘণ্টা আগে