Ajker Patrika

বছরে ২ হাজার বল ফ্রিতে পাচ্ছে বাফুফে, সাশ্র‍য় ৫০ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৫, ১৯: ৫৮
মলতেনের সঙ্গে বাফুফের চুক্তি হয়েছে। ছবি: বাফুফে
মলতেনের সঙ্গে বাফুফের চুক্তি হয়েছে। ছবি: বাফুফে

খেলার জন্য তৃতীয় পক্ষের মাধ্যমেই ফুটবল কিনতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। তবে এবার জাপানিজ প্রতিষ্ঠান মলতেনের সঙ্গে তিন বছরের আনুষ্ঠানিক চুক্তি করেছে বাফুফে। সেই চুক্তিতে বছরে বাফুফেকে ৪ হাজার বল দেবে মলতেন। এর মধ্যে ২ হাজার বল দেওয়া হবে বিনা মূল্যে।

মলতেনের সঙ্গে চুক্তির ফলে বছরে ৫০ লাখ টাকা খরচ বাঁচবে বাফুফের। এমনটাই জানিয়েছেন বিপণন বিভাগের চেয়ারম্যান ফাহাদ করিম। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত বছর এএফসি যে ফান্ড দিয়েছিল, তাতে আমরা ৩১২৪ বল কিনেছি। সেই একই টাকায় আমরা আরও ৪০০০ বল পাচ্ছি আমরা। এতে করে প্রায় ৫০ লাখ টাকা খরচ কমছে আমাদের। তার মানে তিন বছরে দেড় কোটি টাকা।’

৪ হাজার বলের মধ্যে মলতেন এফফাইভএন ৫০০০ সিরিজের বল দেওয়া হবে ৬০০টি। এ ছাড়া এফফাইভএন ৩৫৫৫ সিরিজের ১৪০০ ও এফফাইভএন ১০০০ সিরিজের ২০০০ বল দেবে বাফুফে। ২ হাজার বল কেনার ক্ষেত্রে বাফুফেকে আলাদাভাবে ডিসকাউন্ট দেবে মলতেন। গত বছর এক কোটি ৩০ লাখ টাকায় পুরো মৌসুমের জন্য বল কিনেছিল বাফুফে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফাহাদ করিম ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দীন চৌধরী ও মলতেন কর্পোরেশনের এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত