নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলার জন্য তৃতীয় পক্ষের মাধ্যমেই ফুটবল কিনতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। তবে এবার জাপানিজ প্রতিষ্ঠান মলতেনের সঙ্গে তিন বছরের আনুষ্ঠানিক চুক্তি করেছে বাফুফে। সেই চুক্তিতে বছরে বাফুফেকে ৪ হাজার বল দেবে মলতেন। এর মধ্যে ২ হাজার বল দেওয়া হবে বিনা মূল্যে।
মলতেনের সঙ্গে চুক্তির ফলে বছরে ৫০ লাখ টাকা খরচ বাঁচবে বাফুফের। এমনটাই জানিয়েছেন বিপণন বিভাগের চেয়ারম্যান ফাহাদ করিম। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত বছর এএফসি যে ফান্ড দিয়েছিল, তাতে আমরা ৩১২৪ বল কিনেছি। সেই একই টাকায় আমরা আরও ৪০০০ বল পাচ্ছি আমরা। এতে করে প্রায় ৫০ লাখ টাকা খরচ কমছে আমাদের। তার মানে তিন বছরে দেড় কোটি টাকা।’
৪ হাজার বলের মধ্যে মলতেন এফফাইভএন ৫০০০ সিরিজের বল দেওয়া হবে ৬০০টি। এ ছাড়া এফফাইভএন ৩৫৫৫ সিরিজের ১৪০০ ও এফফাইভএন ১০০০ সিরিজের ২০০০ বল দেবে বাফুফে। ২ হাজার বল কেনার ক্ষেত্রে বাফুফেকে আলাদাভাবে ডিসকাউন্ট দেবে মলতেন। গত বছর এক কোটি ৩০ লাখ টাকায় পুরো মৌসুমের জন্য বল কিনেছিল বাফুফে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফাহাদ করিম ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দীন চৌধরী ও মলতেন কর্পোরেশনের এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি।
খেলার জন্য তৃতীয় পক্ষের মাধ্যমেই ফুটবল কিনতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। তবে এবার জাপানিজ প্রতিষ্ঠান মলতেনের সঙ্গে তিন বছরের আনুষ্ঠানিক চুক্তি করেছে বাফুফে। সেই চুক্তিতে বছরে বাফুফেকে ৪ হাজার বল দেবে মলতেন। এর মধ্যে ২ হাজার বল দেওয়া হবে বিনা মূল্যে।
মলতেনের সঙ্গে চুক্তির ফলে বছরে ৫০ লাখ টাকা খরচ বাঁচবে বাফুফের। এমনটাই জানিয়েছেন বিপণন বিভাগের চেয়ারম্যান ফাহাদ করিম। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত বছর এএফসি যে ফান্ড দিয়েছিল, তাতে আমরা ৩১২৪ বল কিনেছি। সেই একই টাকায় আমরা আরও ৪০০০ বল পাচ্ছি আমরা। এতে করে প্রায় ৫০ লাখ টাকা খরচ কমছে আমাদের। তার মানে তিন বছরে দেড় কোটি টাকা।’
৪ হাজার বলের মধ্যে মলতেন এফফাইভএন ৫০০০ সিরিজের বল দেওয়া হবে ৬০০টি। এ ছাড়া এফফাইভএন ৩৫৫৫ সিরিজের ১৪০০ ও এফফাইভএন ১০০০ সিরিজের ২০০০ বল দেবে বাফুফে। ২ হাজার বল কেনার ক্ষেত্রে বাফুফেকে আলাদাভাবে ডিসকাউন্ট দেবে মলতেন। গত বছর এক কোটি ৩০ লাখ টাকায় পুরো মৌসুমের জন্য বল কিনেছিল বাফুফে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফাহাদ করিম ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দীন চৌধরী ও মলতেন কর্পোরেশনের এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি।
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তবে সেঞ্চুরি করার পরের ম্যাচেই একাদশে নেই এই বাঁহাতি ব্যাটার। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ ঘোষণার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়—সেই ইমনকে তালিক
১ ঘণ্টা আগেক্লাব ফুটবলের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। ব্যালন ডি’অর কার হাতে উঠবে এবার, সে আলোচনাও এরই মধ্যে শুরু হয়ে গেছে। স্বীকৃতির পুরস্কার যাঁর হাতে উঠুক, তবে এ পুরস্কার ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও উয়েফা। আগামী ২২ সেপ্টেম্বর দেওয়া হবে চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার।
২ ঘণ্টা আগেশারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ দল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের হাতছানি সফরকারীদের। একটি ম্যাচ বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের সামনেও সুযোগ আছে সমতায় ফেরার। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের অধিনায়ক মোহাম্মদ
২ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে খেলবে না ভারত—দেশটির সংবাদমাধ্যমেই আজ এ প্রতিবেদন চাউর হয়েছে। এমন আলোচনার মধ্যেই এ ব্যাপারে বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের এশিয়া কাপে ভারত খেলবে কি না, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি উড়িয়
৩ ঘণ্টা আগে