আশরাফউদ্দিন চুন্নু
ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই সম্ভাবনা আছে শিরোপা জেতার। দুই দলই লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব করে। লম্বা সময় ধরে তারা বিশ্বকে নান্দনিক ফুটবলে মুগ্ধ করে আসছে।
ফাইনালে দুই দলের শিরোপা জেতার সম্ভাবনা সমানে সমান। আমি বলব যারা আগে গোল পাবে, তাদেরই সম্ভাবনা বেশি শিরোপা জেতার। এবারের ইউরো আর কোপায় যে ধরনের ফুটবল দেখা যাচ্ছে, সেখানে আগে গোল করা দলটা গোল করে নিজেদের রক্ষণ খোলসে ঢুকে যাচ্ছে। চেষ্টা করছে অগ্রগামিতাকে ধরে রাখতে। কাজটা কঠিন, তবু দলকে জেতাতে দলগুলো এটাই করছে। কেউ আগে গোল খেয়ে ফেললে তাদের ম্যাচে ফেরাটা কঠিন হবে।
আমি ব্রাজিল–সমর্থক, আবার একই সঙ্গে মেসিরও সমর্থক। খুব করে চাইব সে যেন এবার জাতীয় দলের হয়ে একটা শিরোপা জিততে পারে। আর্জেন্টিনা দলটায় অসাধারণ সব খেলোয়াড় আছে। সবাইকে নিয়ে দলটা ৯৫ শতাংশ পরিপূর্ণ। ফাইনালে যদি এই দলের দুই-তিনজন খেলোয়াড় নিজেদের শতভাগটা দেয়, তাহলেই ম্যাচটা বের করে আনা খুব সম্ভব। একই কথা ব্রাজিলের ক্ষেত্রেও খাটে। নেইমাররা যদি ফাইনালে নিজেদের সেরাটা দেয়, আর্জেন্টিনার জন্য শিরোপা জেতা কঠিন হয়ে যাবে।
আর্জেন্টিনার খেলোয়াড়েরা নিয়মিত গোল পাচ্ছে। মেসি গোল করছে, করাচ্ছে। সে এখন পর্যন্ত নিজের স্বকীয়তা ধরে রেখেছে। কখনো তার গোল হচ্ছে, কখনো বল বারে লাগছে। সবকিছু দেখে মনে হচ্ছে মেসি এবং আর্জেন্টিনা দলটা শিরোপা জেতার মতো ইতিবাচক মানসিকতায় আছে। তাদের শক্তি আর দুর্বলতার জায়গা আসলে পরিমাপ করা কঠিন। বিশ্বের সব বড় দল এখন ‘টোটাল ফুটবল’ খেলে। দলের প্রয়োজনে প্রত্যেক খেলোয়াড় কম্পিউটার গেমসের মতো দৌড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দুর্বলতা নিয়ে মন্তব্য করা খুব কঠিন।
ইউরোর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় গোল করার পর ম্যাচের শেষ দুই মিনিট পা থেকে বলই সরায়নি। ডেনমার্কের সমতায় ফেরাটা তাই বেশ কঠিন হয়ে গেছে তাতে। কোপার ফাইনালেও বিষয়টা একই হতে পারে। যে এগিয়ে যাবে তারা চেষ্টা করবে প্রতিপক্ষকে বল না দিতে। আবারও বলব, যারা আগে গোল করবে, তারাই এগিয়ে থাকবে শিরোপা জয়ের সম্ভাবনায়।
ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই সম্ভাবনা আছে শিরোপা জেতার। দুই দলই লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব করে। লম্বা সময় ধরে তারা বিশ্বকে নান্দনিক ফুটবলে মুগ্ধ করে আসছে।
ফাইনালে দুই দলের শিরোপা জেতার সম্ভাবনা সমানে সমান। আমি বলব যারা আগে গোল পাবে, তাদেরই সম্ভাবনা বেশি শিরোপা জেতার। এবারের ইউরো আর কোপায় যে ধরনের ফুটবল দেখা যাচ্ছে, সেখানে আগে গোল করা দলটা গোল করে নিজেদের রক্ষণ খোলসে ঢুকে যাচ্ছে। চেষ্টা করছে অগ্রগামিতাকে ধরে রাখতে। কাজটা কঠিন, তবু দলকে জেতাতে দলগুলো এটাই করছে। কেউ আগে গোল খেয়ে ফেললে তাদের ম্যাচে ফেরাটা কঠিন হবে।
আমি ব্রাজিল–সমর্থক, আবার একই সঙ্গে মেসিরও সমর্থক। খুব করে চাইব সে যেন এবার জাতীয় দলের হয়ে একটা শিরোপা জিততে পারে। আর্জেন্টিনা দলটায় অসাধারণ সব খেলোয়াড় আছে। সবাইকে নিয়ে দলটা ৯৫ শতাংশ পরিপূর্ণ। ফাইনালে যদি এই দলের দুই-তিনজন খেলোয়াড় নিজেদের শতভাগটা দেয়, তাহলেই ম্যাচটা বের করে আনা খুব সম্ভব। একই কথা ব্রাজিলের ক্ষেত্রেও খাটে। নেইমাররা যদি ফাইনালে নিজেদের সেরাটা দেয়, আর্জেন্টিনার জন্য শিরোপা জেতা কঠিন হয়ে যাবে।
আর্জেন্টিনার খেলোয়াড়েরা নিয়মিত গোল পাচ্ছে। মেসি গোল করছে, করাচ্ছে। সে এখন পর্যন্ত নিজের স্বকীয়তা ধরে রেখেছে। কখনো তার গোল হচ্ছে, কখনো বল বারে লাগছে। সবকিছু দেখে মনে হচ্ছে মেসি এবং আর্জেন্টিনা দলটা শিরোপা জেতার মতো ইতিবাচক মানসিকতায় আছে। তাদের শক্তি আর দুর্বলতার জায়গা আসলে পরিমাপ করা কঠিন। বিশ্বের সব বড় দল এখন ‘টোটাল ফুটবল’ খেলে। দলের প্রয়োজনে প্রত্যেক খেলোয়াড় কম্পিউটার গেমসের মতো দৌড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দুর্বলতা নিয়ে মন্তব্য করা খুব কঠিন।
ইউরোর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় গোল করার পর ম্যাচের শেষ দুই মিনিট পা থেকে বলই সরায়নি। ডেনমার্কের সমতায় ফেরাটা তাই বেশ কঠিন হয়ে গেছে তাতে। কোপার ফাইনালেও বিষয়টা একই হতে পারে। যে এগিয়ে যাবে তারা চেষ্টা করবে প্রতিপক্ষকে বল না দিতে। আবারও বলব, যারা আগে গোল করবে, তারাই এগিয়ে থাকবে শিরোপা জয়ের সম্ভাবনায়।
৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
৮ ঘণ্টা আগেভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
১২ ঘণ্টা আগে