ক্লাব ক্যারিয়ারের চেয়ে জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা মার্সেলো বিয়েলসার তুলনামূলক। এই বিয়েলসা এবার উরুগুয়ে ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ে দলের দায়িত্ব নিচ্ছেন বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের উরুগুয়ের দায়িত্ব নেওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে গতকাল। উরুগুইয়ান সকার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির হোর্হে কাসালেস সংবাদমাধ্যম এপিকে বলেন, ‘শুধু একমাত্র তাঁর (বিয়েলসা) স্বাক্ষরটাই বাকি। আমরা এমন একজনকে নিয়ে আসছি, যিনি তার পারফরম্যান্সের ছাপ রেখে যাবেন। ৯০ মিনিটের ফুটবলকেও তা ছাপিয়ে যাবে।’
উরুগুয়েতে বিয়েলার মিশন শুরু হতে পারে জুনে। নিকারাগুয়া আর কিউবার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা উরুগুইয়ানদের। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হবে সেপ্টেম্বরে।
ক্লাব, জাতীয় দল-সব মিলে ৪৯২ ম্যাচ কোচিং করিয়েছেন বিয়েলসা। জিতেছেন ২৩৬ ম্যাচ, ড্র করেছেন ১০২ ম্যাচ এবং ১৫৪ ম্যাচ হেরেছেন। আর্জেন্টিনা ও চিলি এই দুই জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসা। ১৯৯৮ থেকে ২০০৪-এই ছয় বছর ছিলেন আর্জেন্টাইনদের দায়িত্বে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়ে যায় আকাশী-নীলরা। এরপর তাঁর অধীনে ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জেতে আর্জেন্টাইনরা। ব্যক্তিগত কারণে বিয়েলসা আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়েছেন। এরপর ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চিলির কোচ ছিলেন তিনি।
ক্লাব ক্যারিয়ারের চেয়ে জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা মার্সেলো বিয়েলসার তুলনামূলক। এই বিয়েলসা এবার উরুগুয়ে ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ে দলের দায়িত্ব নিচ্ছেন বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের উরুগুয়ের দায়িত্ব নেওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে গতকাল। উরুগুইয়ান সকার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির হোর্হে কাসালেস সংবাদমাধ্যম এপিকে বলেন, ‘শুধু একমাত্র তাঁর (বিয়েলসা) স্বাক্ষরটাই বাকি। আমরা এমন একজনকে নিয়ে আসছি, যিনি তার পারফরম্যান্সের ছাপ রেখে যাবেন। ৯০ মিনিটের ফুটবলকেও তা ছাপিয়ে যাবে।’
উরুগুয়েতে বিয়েলার মিশন শুরু হতে পারে জুনে। নিকারাগুয়া আর কিউবার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা উরুগুইয়ানদের। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হবে সেপ্টেম্বরে।
ক্লাব, জাতীয় দল-সব মিলে ৪৯২ ম্যাচ কোচিং করিয়েছেন বিয়েলসা। জিতেছেন ২৩৬ ম্যাচ, ড্র করেছেন ১০২ ম্যাচ এবং ১৫৪ ম্যাচ হেরেছেন। আর্জেন্টিনা ও চিলি এই দুই জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসা। ১৯৯৮ থেকে ২০০৪-এই ছয় বছর ছিলেন আর্জেন্টাইনদের দায়িত্বে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়ে যায় আকাশী-নীলরা। এরপর তাঁর অধীনে ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জেতে আর্জেন্টাইনরা। ব্যক্তিগত কারণে বিয়েলসা আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়েছেন। এরপর ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চিলির কোচ ছিলেন তিনি।
ছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
৪ মিনিট আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
১ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁয়ে গতকাল সকালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে লিটন দাস হাতের আঙুলগুলো এমনভাবে ফোটালেন, যেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে উঁচু শিরে নেমে পড়েছেন রিংয়ে! পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই একপেশে।
১ ঘণ্টা আগেমেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এক ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তবে নাম যেহেতু মেসি, তাঁকে নিয়ে তো আগেভাগে উপসংহারে আসা যায় না। এক ম্যাচ বিরতি দিয়ে এবার করলেন জোড়া গোল। ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড।
২ ঘণ্টা আগে