ক্রীড়া ডেস্ক
ক্লাব ক্যারিয়ারের চেয়ে জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা মার্সেলো বিয়েলসার তুলনামূলক। এই বিয়েলসা এবার উরুগুয়ে ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ে দলের দায়িত্ব নিচ্ছেন বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের উরুগুয়ের দায়িত্ব নেওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে গতকাল। উরুগুইয়ান সকার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির হোর্হে কাসালেস সংবাদমাধ্যম এপিকে বলেন, ‘শুধু একমাত্র তাঁর (বিয়েলসা) স্বাক্ষরটাই বাকি। আমরা এমন একজনকে নিয়ে আসছি, যিনি তার পারফরম্যান্সের ছাপ রেখে যাবেন। ৯০ মিনিটের ফুটবলকেও তা ছাপিয়ে যাবে।’
উরুগুয়েতে বিয়েলার মিশন শুরু হতে পারে জুনে। নিকারাগুয়া আর কিউবার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা উরুগুইয়ানদের। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হবে সেপ্টেম্বরে।
ক্লাব, জাতীয় দল-সব মিলে ৪৯২ ম্যাচ কোচিং করিয়েছেন বিয়েলসা। জিতেছেন ২৩৬ ম্যাচ, ড্র করেছেন ১০২ ম্যাচ এবং ১৫৪ ম্যাচ হেরেছেন। আর্জেন্টিনা ও চিলি এই দুই জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসা। ১৯৯৮ থেকে ২০০৪-এই ছয় বছর ছিলেন আর্জেন্টাইনদের দায়িত্বে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়ে যায় আকাশী-নীলরা। এরপর তাঁর অধীনে ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জেতে আর্জেন্টাইনরা। ব্যক্তিগত কারণে বিয়েলসা আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়েছেন। এরপর ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চিলির কোচ ছিলেন তিনি।
ক্লাব ক্যারিয়ারের চেয়ে জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা মার্সেলো বিয়েলসার তুলনামূলক। এই বিয়েলসা এবার উরুগুয়ে ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ে দলের দায়িত্ব নিচ্ছেন বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের উরুগুয়ের দায়িত্ব নেওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে গতকাল। উরুগুইয়ান সকার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির হোর্হে কাসালেস সংবাদমাধ্যম এপিকে বলেন, ‘শুধু একমাত্র তাঁর (বিয়েলসা) স্বাক্ষরটাই বাকি। আমরা এমন একজনকে নিয়ে আসছি, যিনি তার পারফরম্যান্সের ছাপ রেখে যাবেন। ৯০ মিনিটের ফুটবলকেও তা ছাপিয়ে যাবে।’
উরুগুয়েতে বিয়েলার মিশন শুরু হতে পারে জুনে। নিকারাগুয়া আর কিউবার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা উরুগুইয়ানদের। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হবে সেপ্টেম্বরে।
ক্লাব, জাতীয় দল-সব মিলে ৪৯২ ম্যাচ কোচিং করিয়েছেন বিয়েলসা। জিতেছেন ২৩৬ ম্যাচ, ড্র করেছেন ১০২ ম্যাচ এবং ১৫৪ ম্যাচ হেরেছেন। আর্জেন্টিনা ও চিলি এই দুই জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসা। ১৯৯৮ থেকে ২০০৪-এই ছয় বছর ছিলেন আর্জেন্টাইনদের দায়িত্বে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়ে যায় আকাশী-নীলরা। এরপর তাঁর অধীনে ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জেতে আর্জেন্টাইনরা। ব্যক্তিগত কারণে বিয়েলসা আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়েছেন। এরপর ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চিলির কোচ ছিলেন তিনি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে