ক্লাব ক্যারিয়ারের চেয়ে জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা মার্সেলো বিয়েলসার তুলনামূলক। এই বিয়েলসা এবার উরুগুয়ে ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ে দলের দায়িত্ব নিচ্ছেন বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের উরুগুয়ের দায়িত্ব নেওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে গতকাল। উরুগুইয়ান সকার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির হোর্হে কাসালেস সংবাদমাধ্যম এপিকে বলেন, ‘শুধু একমাত্র তাঁর (বিয়েলসা) স্বাক্ষরটাই বাকি। আমরা এমন একজনকে নিয়ে আসছি, যিনি তার পারফরম্যান্সের ছাপ রেখে যাবেন। ৯০ মিনিটের ফুটবলকেও তা ছাপিয়ে যাবে।’
উরুগুয়েতে বিয়েলার মিশন শুরু হতে পারে জুনে। নিকারাগুয়া আর কিউবার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা উরুগুইয়ানদের। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হবে সেপ্টেম্বরে।
ক্লাব, জাতীয় দল-সব মিলে ৪৯২ ম্যাচ কোচিং করিয়েছেন বিয়েলসা। জিতেছেন ২৩৬ ম্যাচ, ড্র করেছেন ১০২ ম্যাচ এবং ১৫৪ ম্যাচ হেরেছেন। আর্জেন্টিনা ও চিলি এই দুই জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসা। ১৯৯৮ থেকে ২০০৪-এই ছয় বছর ছিলেন আর্জেন্টাইনদের দায়িত্বে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়ে যায় আকাশী-নীলরা। এরপর তাঁর অধীনে ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জেতে আর্জেন্টাইনরা। ব্যক্তিগত কারণে বিয়েলসা আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়েছেন। এরপর ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চিলির কোচ ছিলেন তিনি।
ক্লাব ক্যারিয়ারের চেয়ে জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা মার্সেলো বিয়েলসার তুলনামূলক। এই বিয়েলসা এবার উরুগুয়ে ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ে দলের দায়িত্ব নিচ্ছেন বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের উরুগুয়ের দায়িত্ব নেওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে গতকাল। উরুগুইয়ান সকার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির হোর্হে কাসালেস সংবাদমাধ্যম এপিকে বলেন, ‘শুধু একমাত্র তাঁর (বিয়েলসা) স্বাক্ষরটাই বাকি। আমরা এমন একজনকে নিয়ে আসছি, যিনি তার পারফরম্যান্সের ছাপ রেখে যাবেন। ৯০ মিনিটের ফুটবলকেও তা ছাপিয়ে যাবে।’
উরুগুয়েতে বিয়েলার মিশন শুরু হতে পারে জুনে। নিকারাগুয়া আর কিউবার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা উরুগুইয়ানদের। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হবে সেপ্টেম্বরে।
ক্লাব, জাতীয় দল-সব মিলে ৪৯২ ম্যাচ কোচিং করিয়েছেন বিয়েলসা। জিতেছেন ২৩৬ ম্যাচ, ড্র করেছেন ১০২ ম্যাচ এবং ১৫৪ ম্যাচ হেরেছেন। আর্জেন্টিনা ও চিলি এই দুই জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসা। ১৯৯৮ থেকে ২০০৪-এই ছয় বছর ছিলেন আর্জেন্টাইনদের দায়িত্বে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়ে যায় আকাশী-নীলরা। এরপর তাঁর অধীনে ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জেতে আর্জেন্টাইনরা। ব্যক্তিগত কারণে বিয়েলসা আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়েছেন। এরপর ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চিলির কোচ ছিলেন তিনি।
ঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।
১১ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি আজ রাতে দ্বিতীয় লেগে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পিএসজি-আর্সেনাল দ্বিতীয় লেগের ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
২ ঘণ্টা আগে