ক্রীড়া ডেস্ক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
সিলেটে আজ জিতলেই বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। আর নিউজিল্যান্ড নেমেছে সমতায় ফেরার মিশনে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ৯৫ রান। সফরকারীদের সমতায় ফিরতে করতে হবে ৩৪৫ রান।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ১২ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের পঞ্চম বলে পারভেজ হোসেন ইমনকে (৮) ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক। ১০ বল খেলে ইমন মেরেছেন দুই চার। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে নাঈম শেখের সঙ্গে ৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। এই জুটি ভেঙেছে বিজয়ের রানআউটে। ৩৪ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৯ রান করেছেন তিনি।
বিজয়ের পর নাঈম শেখও ড্রেসিংরুমের পথ ধরেছেন। ১৬তম ওভারের প্রথম বলে নাঈমকে ফেরান আদি অশোক। ৪১ বলে ৬ চারে ৪০ রান করেন নাঈম। বিজয়-নাঈমকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫.১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। পাঁচ নম্বরে নামেন বাংলাদেশ অধিনায়ক সোহান। বাংলাদেশের শেষের দিকে তাণ্ডবে নিউজিল্যান্ডের ফিল্ডাররা ক্যাচের একাধিক সুযোগ পেয়েও সেগুলো লুফে নিতে পারেনি। চতুর্থ উইকেটে অঙ্কনের সঙ্গে ২২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান। ৪৭তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশ দলপতিকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক।
১০১ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১১২ রান করেন সোহান। অধিনায়ক আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নিয়েছেন অঙ্কন। শেষ ওভারের পঞ্চম বলে অঙ্কনকে ফিরিয়েছেন জাকারি ফুলকস। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করেন অঙ্কন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৪৪ রান। নিউজিল্যান্ডের ক্লার্ক নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফুলকস ও অশোক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
সিলেটে আজ জিতলেই বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। আর নিউজিল্যান্ড নেমেছে সমতায় ফেরার মিশনে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ৯৫ রান। সফরকারীদের সমতায় ফিরতে করতে হবে ৩৪৫ রান।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ১২ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের পঞ্চম বলে পারভেজ হোসেন ইমনকে (৮) ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক। ১০ বল খেলে ইমন মেরেছেন দুই চার। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে নাঈম শেখের সঙ্গে ৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। এই জুটি ভেঙেছে বিজয়ের রানআউটে। ৩৪ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৯ রান করেছেন তিনি।
বিজয়ের পর নাঈম শেখও ড্রেসিংরুমের পথ ধরেছেন। ১৬তম ওভারের প্রথম বলে নাঈমকে ফেরান আদি অশোক। ৪১ বলে ৬ চারে ৪০ রান করেন নাঈম। বিজয়-নাঈমকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫.১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। পাঁচ নম্বরে নামেন বাংলাদেশ অধিনায়ক সোহান। বাংলাদেশের শেষের দিকে তাণ্ডবে নিউজিল্যান্ডের ফিল্ডাররা ক্যাচের একাধিক সুযোগ পেয়েও সেগুলো লুফে নিতে পারেনি। চতুর্থ উইকেটে অঙ্কনের সঙ্গে ২২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান। ৪৭তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশ দলপতিকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক।
১০১ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১১২ রান করেন সোহান। অধিনায়ক আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নিয়েছেন অঙ্কন। শেষ ওভারের পঞ্চম বলে অঙ্কনকে ফিরিয়েছেন জাকারি ফুলকস। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করেন অঙ্কন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৪৪ রান। নিউজিল্যান্ডের ক্লার্ক নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফুলকস ও অশোক।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
৬ ঘণ্টা আগেবার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেন
৮ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যে গতকাল রাত থেকে চলছে সামরিক যুদ্ধ। ভয়াবহ আকার ধারণ না করলেও এর রেশ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। ক্রিকেটাররাও নিজ দেশের পাশে থাকার সমর্থন জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে যুদ্ধের একটা প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল
৯ ঘণ্টা আগেচলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
১০ ঘণ্টা আগে