Ajker Patrika

সোহান-অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়

ক্রীড়া ডেস্ক    
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ছবি: বিসিবি
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ছবি: বিসিবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।

সিলেটে আজ জিতলেই বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। আর নিউজিল্যান্ড নেমেছে সমতায় ফেরার মিশনে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ৯৫ রান। সফরকারীদের সমতায় ফিরতে করতে হবে ৩৪৫ রান।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ১২ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের পঞ্চম বলে পারভেজ হোসেন ইমনকে (৮) ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক। ১০ বল খেলে ইমন মেরেছেন দুই চার। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে নাঈম শেখের সঙ্গে ৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। এই জুটি ভেঙেছে বিজয়ের রানআউটে। ৩৪ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৯ রান করেছেন তিনি।

বিজয়ের পর নাঈম শেখও ড্রেসিংরুমের পথ ধরেছেন। ১৬তম ওভারের প্রথম বলে নাঈমকে ফেরান আদি অশোক। ৪১ বলে ৬ চারে ৪০ রান করেন নাঈম। বিজয়-নাঈমকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫.১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। পাঁচ নম্বরে নামেন বাংলাদেশ অধিনায়ক সোহান। বাংলাদেশের শেষের দিকে তাণ্ডবে নিউজিল্যান্ডের ফিল্ডাররা ক্যাচের একাধিক সুযোগ পেয়েও সেগুলো লুফে নিতে পারেনি। চতুর্থ উইকেটে অঙ্কনের সঙ্গে ২২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান। ৪৭তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশ দলপতিকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক।

১০১ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১১২ রান করেন সোহান। অধিনায়ক আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নিয়েছেন অঙ্কন। শেষ ওভারের পঞ্চম বলে অঙ্কনকে ফিরিয়েছেন জাকারি ফুলকস। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করেন অঙ্কন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৪৪ রান। নিউজিল্যান্ডের ক্লার্ক নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফুলকস ও অশোক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত