ক্রীড়া ডেস্ক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
সিলেটে আজ জিতলেই বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। আর নিউজিল্যান্ড নেমেছে সমতায় ফেরার মিশনে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ৯৫ রান। সফরকারীদের সমতায় ফিরতে করতে হবে ৩৪৫ রান।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ১২ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের পঞ্চম বলে পারভেজ হোসেন ইমনকে (৮) ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক। ১০ বল খেলে ইমন মেরেছেন দুই চার। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে নাঈম শেখের সঙ্গে ৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। এই জুটি ভেঙেছে বিজয়ের রানআউটে। ৩৪ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৯ রান করেছেন তিনি।
বিজয়ের পর নাঈম শেখও ড্রেসিংরুমের পথ ধরেছেন। ১৬তম ওভারের প্রথম বলে নাঈমকে ফেরান আদি অশোক। ৪১ বলে ৬ চারে ৪০ রান করেন নাঈম। বিজয়-নাঈমকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫.১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। পাঁচ নম্বরে নামেন বাংলাদেশ অধিনায়ক সোহান। বাংলাদেশের শেষের দিকে তাণ্ডবে নিউজিল্যান্ডের ফিল্ডাররা ক্যাচের একাধিক সুযোগ পেয়েও সেগুলো লুফে নিতে পারেনি। চতুর্থ উইকেটে অঙ্কনের সঙ্গে ২২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান। ৪৭তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশ দলপতিকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক।
১০১ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১১২ রান করেন সোহান। অধিনায়ক আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নিয়েছেন অঙ্কন। শেষ ওভারের পঞ্চম বলে অঙ্কনকে ফিরিয়েছেন জাকারি ফুলকস। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করেন অঙ্কন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৪৪ রান। নিউজিল্যান্ডের ক্লার্ক নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফুলকস ও অশোক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
সিলেটে আজ জিতলেই বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। আর নিউজিল্যান্ড নেমেছে সমতায় ফেরার মিশনে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ৯৫ রান। সফরকারীদের সমতায় ফিরতে করতে হবে ৩৪৫ রান।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ১২ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের পঞ্চম বলে পারভেজ হোসেন ইমনকে (৮) ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক। ১০ বল খেলে ইমন মেরেছেন দুই চার। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে নাঈম শেখের সঙ্গে ৭৩ রানের জুটি গড়তে অবদান রাখেন বিজয়। এই জুটি ভেঙেছে বিজয়ের রানআউটে। ৩৪ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৯ রান করেছেন তিনি।
বিজয়ের পর নাঈম শেখও ড্রেসিংরুমের পথ ধরেছেন। ১৬তম ওভারের প্রথম বলে নাঈমকে ফেরান আদি অশোক। ৪১ বলে ৬ চারে ৪০ রান করেন নাঈম। বিজয়-নাঈমকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫.১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। পাঁচ নম্বরে নামেন বাংলাদেশ অধিনায়ক সোহান। বাংলাদেশের শেষের দিকে তাণ্ডবে নিউজিল্যান্ডের ফিল্ডাররা ক্যাচের একাধিক সুযোগ পেয়েও সেগুলো লুফে নিতে পারেনি। চতুর্থ উইকেটে অঙ্কনের সঙ্গে ২২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান। ৪৭তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশ দলপতিকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক।
১০১ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১১২ রান করেন সোহান। অধিনায়ক আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নিয়েছেন অঙ্কন। শেষ ওভারের পঞ্চম বলে অঙ্কনকে ফিরিয়েছেন জাকারি ফুলকস। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করেন অঙ্কন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৪৪ রান। নিউজিল্যান্ডের ক্লার্ক নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফুলকস ও অশোক।
স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
২ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৩ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৫ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৫ ঘণ্টা আগে