Ajker Patrika

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

আর্সেনালের ‘মরণ কামড়’ নিয়ে সতর্ক পিএসজি

ক্রীড়া ডেস্ক    
ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে অনুশীলনে ব্যস্ত আর্সেনাল। ছবি: এএফপি
ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে অনুশীলনে ব্যস্ত আর্সেনাল। ছবি: এএফপি

ঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।

এ কথা ঠিক, সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ এমিরেটসে নিজেদের মেলে ধরতে পারেনি আর্সেনাল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগেই যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল তারা, পিএসজির বিপক্ষে তাঁর ছিটোফোঁটাও ছিল না। তবে আজ উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগটিকে ফাইনাল খেলার জন্য শেষ সুযোগ হিসেবে দেখছে আর্সেনাল। আর এই সুযোগ কাজে লাগানোর জন্য মরিয়া তারা। কোচ আর্তেতার কণ্ঠে এই প্রত্যয়ের প্রতিফলন, ‘বিশেষ কিছু করেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে হয়। ফাইনাল খেলতে প্যারিসে গিয়ে আমাদেরও বিশেষ কিছু করতে হবে।’

আর্সেনাল প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দ্বিতীয় লেগে মরণ কামড় দেবে, এটা ধরে নিয়ে ছক কষছে পিএসজি। কোচ লুইস এনরিকে বলছেন, ‘আর্সেনালের বিপক্ষে এক মুহূর্তের জন্যও আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই। তারা এমন একটি দল, যারা ১ সেকেন্ডেই ইতিহাস বদলে দিতে পারে। আর তাদের হারানোর কিছু নেই।’ প্রতিপক্ষকে এমন সমীহ করলেও নিজেদের লক্ষ্যে অটুট এনরিকে, ‘আমাদের একটিই লক্ষ্য, ঘরের মাঠে দ্বিতীয় লেগে জয়লাভ করা।’

প্রথম লেগে পিএসজির বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন উসমান দেম্বেলে। তবে মাঝখানে দ্বিতীয় লেগে তাঁর খেলায় একটা সংশয় দেখা দিয়েছিল। প্রথম লেগে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দেম্বেলে। তবে পিএসজির জন্য সুখবর হলো, তিনি ফিট হয়ে উঠেছেন। সতীর্থদের সঙ্গে আগের দিন পুরোদমে অনুশীলনও করেছেন। কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার পর দলটির আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন দেম্বেলে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন ফরাসি এই স্ট্রাইকার।

উসমান দেম্বেলে যেমন দলের আক্রমণভাগের ভরসা, ঠিক তেমনি দলের গোলপোস্টের অতন্দ্র প্রহরী জিয়ানলুইজি দোন্নারুম্মা। ইতালিয়ান এই গোলরক্ষক প্রথম লেগে অন্তত তিনটি নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছেন দলকে। আজও তাঁকে দলের ভরসা মানছেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস, ‘চ্যাম্পিয়ন হতে হলে দুর্দান্ত একজন গোলরক্ষক লাগে।’ আর তাঁদের সে রকম একজন গোলরক্ষক দোন্নারুম্মা।

আর্সেনাল যদি পার্ক দো প্রিন্সেসে সত্যিই ‘বিশেষ কিছু’ করে দেখায়, তাহলে বড় পরীক্ষা দিতে হবে দোন্নারুম্মাকে। চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়ালকে হারিয়ে যারা সেমিফাইনালে উঠে এসেছে; ফাইনালে যাওয়ার জন্য আজ তারা প্রতিজ্ঞ। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের তিন ম্যাচে আর্সেনাল জয় না পেলেও কাঁধে কাঁধ মিলিয়ে আজ লড়াইয়ের প্রত্যয় আর্সেনাল অধিনায়ক ওডেগার্ডের, ‘আমাদের এগিয়ে যেতে হবে, শক্ত হতে হবে এবং একসঙ্গে লড়াই করতে হবে। এটা বড় একটা ম্যাচ। ভালো দিক এটাই। (আগের কয়েক ম্যাচে ভালো করতে না পারার) যে হতাশা, রাগ ও ক্ষোভ; সেসব কাজে লাগাতে হবে বুধবারের (আজকের) ম্যাচে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত