ঢাকা: ভাগ্যিস, সার্জিও আগুয়েরোর পেনাল্টি মিসের ঘটনা ‘পানেনকা’র স্রষ্টা আন্তোনিন পানেনকার সঙ্গে ঘটেনি! হলে কী ঘটত? উত্তরটা তাঁর মুখেই শুনুন, ‘খনিতে ৩০ বছর কাজ করার শাস্তি হতে পারত!’
কেন? কারণ, পশ্চিম জার্মানির সঙ্গে সেদিনের সেই পেনাল্টি মিস করাটা হয়তো বিবেচনা করা হতো চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট–ব্যবস্থাকে অসম্মান করার সঙ্গে। কিন্তু এই মারাত্মক ঝুঁকি সফলভাবে উতরে যাওয়ায় পানেনকা এখন ফুটবল ইতিহাসের অংশ।
যদিও পানেনকা নেওয়ার সিদ্ধান্ত আকস্মিক ছিল না। এই শটটি প্রথমে তিনি অনুশীলনে নেওয়ার চেষ্টা করেন। এরপর প্রীতি লিগ ম্যাচেও এই পেনাল্টি শটটি বাজিয়ে দেখেন। অবশেষে ১৯৭৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে সফলভাবে প্রয়োগ করেন বহুল আলোচিত ‘পানেনকা’ শট। সেদিন তাঁর পেনাল্টি চেকোস্লাভাকিয়াকে শুধু শিরোপাই এনে দেয়নি, ফুটবলে নতুন একটি ধারারও জন্ম দেয়।
প্রথম এই পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে পানেনকা বলেন, ‘জার্মান গোলরক্ষক সেপ মায়ের কী করতে যাচ্ছেন তা বুঝতে ১২ গজ দূর থেকে দৌড়ে এসেছিলাম। আমি অনেক জোরে দৌড়াচ্ছিলাম। তাই শরীরী ভাষা বোঝা গোলরক্ষকের জন্যও অনেক কঠিন ছিল। এমনকি আমি যখন এক গজ দূরে, তখন মায়ের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েছিল। যদি আমি চিপ না করতাম তবে ভিন্ন দিকে শট নিতে হতো।’
অন্য দিকে চেলসির বিপক্ষে আগুয়েরো এই পেনাল্টি নিয়েছিলেন অনেকটা ঝোঁকের বশে। আগুয়েরোর সাবেক এক সতীর্থ বলেছেন, ‘অনুশীলনেও সে এটি নেওয়ার চেষ্টা করত। সে কখনো এই শটে গোল করতে পারেনি। আমি জানি না সে কেন এটি নিতে গেল।’
ঠিক, অনেকের মাঝেই কৌতূহল কেন এভাবে পেনাল্টি নিতে গেলেন আগুয়েরো? পেনাল্টি বিশ্লেষক ও অর্থনীবিদ পালাসিওস-হুয়ের্থা একটা উত্তর খুঁজে পেয়েছেন, ‘সে হয়তো সিটিতে নিজের শেষ সময়ে একটা ছাপ রাখতে চেয়েছিল।’ পরে অবশ্য ক্ষমা চেয়ে আগুয়েরো বলেন, ‘আমি সমর্থকদের নতুন কিছু দিতে চেয়েছিলাম।’
যে গোল নিয়ে এত আলোচনা তার কার্যকারিতা আসলে কেমন? কোনো সন্দেহ নেই এটি একটি উচ্চাকাঙ্ক্ষী শট। এর ফলে আপনি হয় মেধাবী নাহলে বোকা প্রমাণিত হবেন।
পালাসিওস বলেন, ‘পরিসংখ্যানগতভাবে প্রকৃত পানেনকার সাফল্যের হার সাধারণ পেনাল্টির চেয়ে কিছুটা কম।’ কত কম, জানতে চাইলে তিনি বলেন, ‘গড়পড়তা পেনাল্টির চেয়ে ৪-৫ শতাংশ কম।’
এই বিশ্লেষণের পেছনে রয়েছে ১,৭১৬টি পেনাল্টি কিক নিয়ে করা গবেষণা। যা চারটি শীর্ষ লিগে ২০১৫-১৬ থেকে ২০১৮-১৯ এর মাঝে নেওয়া পেনাল্টি নিয়ে করা হয়েছে। যেখানে কত দূর থেকে দৌড়ে আসছে এবং শট গতিসম্পন্ন ছিল নাকি চিপ করা হয়েছিল, এসব দিক বিবেচনা করা হয়েছে।
এই ধরনের পেনাল্টির সঙ্গে মানসিক অবস্থারও ভূমিকা রয়েছে। ২০১২ ইউরোতে যেমন পেনাল্টিতে স্পেন-পর্তুগাল ম্যাচ ২-২ গোলে সমতায়। এরপর পানেনকা শটে লক্ষ্যভেদ করেন সার্জিও রামোস। বদলে যায় ম্যাচের গতিপথও। ব্রুনো আলভেজ এসে মিস করেন পেনাল্টি। তার কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ইতালি ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। এরপর পানেনকায় পিরলো গোল করার পরই মিস করেন এশলে ইয়ং।
পানেনকা শট কেন কার্যকরী হতে পারে তা চেলসির কিংবদন্তি গোলরক্ষক পিওতর চেকের একটা কথা দিয়ে স্পষ্ট করা যায়। তিনি বলেছিলেন, ‘পেনাল্টির সময় গোলরক্ষক কখনো মাঝে দাঁড়িয়ে থাকতে চায় না। তাতে মনে হতে পারে সে ঠেকানোর চেষ্টা করেনি।’
ঢাকা: ভাগ্যিস, সার্জিও আগুয়েরোর পেনাল্টি মিসের ঘটনা ‘পানেনকা’র স্রষ্টা আন্তোনিন পানেনকার সঙ্গে ঘটেনি! হলে কী ঘটত? উত্তরটা তাঁর মুখেই শুনুন, ‘খনিতে ৩০ বছর কাজ করার শাস্তি হতে পারত!’
কেন? কারণ, পশ্চিম জার্মানির সঙ্গে সেদিনের সেই পেনাল্টি মিস করাটা হয়তো বিবেচনা করা হতো চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট–ব্যবস্থাকে অসম্মান করার সঙ্গে। কিন্তু এই মারাত্মক ঝুঁকি সফলভাবে উতরে যাওয়ায় পানেনকা এখন ফুটবল ইতিহাসের অংশ।
যদিও পানেনকা নেওয়ার সিদ্ধান্ত আকস্মিক ছিল না। এই শটটি প্রথমে তিনি অনুশীলনে নেওয়ার চেষ্টা করেন। এরপর প্রীতি লিগ ম্যাচেও এই পেনাল্টি শটটি বাজিয়ে দেখেন। অবশেষে ১৯৭৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে সফলভাবে প্রয়োগ করেন বহুল আলোচিত ‘পানেনকা’ শট। সেদিন তাঁর পেনাল্টি চেকোস্লাভাকিয়াকে শুধু শিরোপাই এনে দেয়নি, ফুটবলে নতুন একটি ধারারও জন্ম দেয়।
প্রথম এই পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে পানেনকা বলেন, ‘জার্মান গোলরক্ষক সেপ মায়ের কী করতে যাচ্ছেন তা বুঝতে ১২ গজ দূর থেকে দৌড়ে এসেছিলাম। আমি অনেক জোরে দৌড়াচ্ছিলাম। তাই শরীরী ভাষা বোঝা গোলরক্ষকের জন্যও অনেক কঠিন ছিল। এমনকি আমি যখন এক গজ দূরে, তখন মায়ের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েছিল। যদি আমি চিপ না করতাম তবে ভিন্ন দিকে শট নিতে হতো।’
অন্য দিকে চেলসির বিপক্ষে আগুয়েরো এই পেনাল্টি নিয়েছিলেন অনেকটা ঝোঁকের বশে। আগুয়েরোর সাবেক এক সতীর্থ বলেছেন, ‘অনুশীলনেও সে এটি নেওয়ার চেষ্টা করত। সে কখনো এই শটে গোল করতে পারেনি। আমি জানি না সে কেন এটি নিতে গেল।’
ঠিক, অনেকের মাঝেই কৌতূহল কেন এভাবে পেনাল্টি নিতে গেলেন আগুয়েরো? পেনাল্টি বিশ্লেষক ও অর্থনীবিদ পালাসিওস-হুয়ের্থা একটা উত্তর খুঁজে পেয়েছেন, ‘সে হয়তো সিটিতে নিজের শেষ সময়ে একটা ছাপ রাখতে চেয়েছিল।’ পরে অবশ্য ক্ষমা চেয়ে আগুয়েরো বলেন, ‘আমি সমর্থকদের নতুন কিছু দিতে চেয়েছিলাম।’
যে গোল নিয়ে এত আলোচনা তার কার্যকারিতা আসলে কেমন? কোনো সন্দেহ নেই এটি একটি উচ্চাকাঙ্ক্ষী শট। এর ফলে আপনি হয় মেধাবী নাহলে বোকা প্রমাণিত হবেন।
পালাসিওস বলেন, ‘পরিসংখ্যানগতভাবে প্রকৃত পানেনকার সাফল্যের হার সাধারণ পেনাল্টির চেয়ে কিছুটা কম।’ কত কম, জানতে চাইলে তিনি বলেন, ‘গড়পড়তা পেনাল্টির চেয়ে ৪-৫ শতাংশ কম।’
এই বিশ্লেষণের পেছনে রয়েছে ১,৭১৬টি পেনাল্টি কিক নিয়ে করা গবেষণা। যা চারটি শীর্ষ লিগে ২০১৫-১৬ থেকে ২০১৮-১৯ এর মাঝে নেওয়া পেনাল্টি নিয়ে করা হয়েছে। যেখানে কত দূর থেকে দৌড়ে আসছে এবং শট গতিসম্পন্ন ছিল নাকি চিপ করা হয়েছিল, এসব দিক বিবেচনা করা হয়েছে।
এই ধরনের পেনাল্টির সঙ্গে মানসিক অবস্থারও ভূমিকা রয়েছে। ২০১২ ইউরোতে যেমন পেনাল্টিতে স্পেন-পর্তুগাল ম্যাচ ২-২ গোলে সমতায়। এরপর পানেনকা শটে লক্ষ্যভেদ করেন সার্জিও রামোস। বদলে যায় ম্যাচের গতিপথও। ব্রুনো আলভেজ এসে মিস করেন পেনাল্টি। তার কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ইতালি ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। এরপর পানেনকায় পিরলো গোল করার পরই মিস করেন এশলে ইয়ং।
পানেনকা শট কেন কার্যকরী হতে পারে তা চেলসির কিংবদন্তি গোলরক্ষক পিওতর চেকের একটা কথা দিয়ে স্পষ্ট করা যায়। তিনি বলেছিলেন, ‘পেনাল্টির সময় গোলরক্ষক কখনো মাঝে দাঁড়িয়ে থাকতে চায় না। তাতে মনে হতে পারে সে ঠেকানোর চেষ্টা করেনি।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে