শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম নারী অস্ট্রীয় ঔপন্যাসিক বের্টা ফন জুটনার। পুরো নাম বের্টা ফেলিতসিটার জোফিয়ে ফ্রাইফ্রাউ ফন জুটনার। ১৮৪৩ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগ শহরে জন্মগ্রহণ করেন বের্টা। ১৮৮৯ সালে ছদ্মনামে প্রকাশিত
ভাগ্যিস, সার্জিও আগুয়েরোর পেনাল্টি মিসের ঘটনা ‘পানেনকা’র স্রষ্টা আন্তোনিন পানেনকার সঙ্গে ঘটেনি! হলে কী ঘটত? উত্তরটা তাঁর মুখেই শুনুন, ‘খনিতে ৩০ বছর কাজ করার শাস্তি হতে পারত!’