ইংল্যান্ডের দ্বিতীয় সারির ফুটবল লিগ চাম্পিয়নশিপে শিরোপার সুবাস পাচ্ছে ফুলহাম। অলৌকিক কিছু না ঘটলে প্রতিযোগিতার এই মৌসুমের ট্রফি উঠবে লন্ডনের ক্লাবটির হাতে। মঙ্গলবার রাতে প্রিস্টন অ্যান্ড এফসিকে ৩-০ গোলে হারিয়ে স্বপ্নযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল ফুলহাম।
এই জয়ে এক মৌসুম বিরতি দিয়ে আবারও ইংল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত হয়ে গেল ফুলহামের। ২০২২-২৩ মৌসুমে ফুলহামের সঙ্গী হতে পারে এফসি বোর্নমুথ। চ্যাম্পিয়নশিপ টেবিলের দুইয়ে আছে দলটি।
৪২ ম্যাচে ২৬ জয়ে ৮৬ পয়েন্ট ফুলহামের। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট বোর্নমুথের। তিনে থাকা হাডার্সফিল্ড টাউনের সংগ্রহ ৪৩ ম্যাচে ৭৩ পয়েন্ট। ৭১ পয়েন্ট লুটন টাউনের। ৭০ পয়েন্ট নটিংহাম ফরেস্টের। তারা অবশ্য ম্যাচ খেলেছে ৪১টি।
অর্থাৎ চ্যাম্পিয়নশিপ মৌসুমের বাকি সব ম্যাচ হারলেও পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ের নিচে নামার কোনো সম্ভাবনা নেই ফুলহামের। ফলে পাঁচ বছরের ব্যবধানে তৃতীয়বার লিগে উন্নতি হচ্ছে তাদের। শেষবার ২০২০-২১ মৌসুমে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থেকে লিগ শেষ করেছিল ফুলহাম।
এবার চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেই প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখবে ফুলহাম। তাদের এই সাফল্যের নায়ক আলেকজান্ডার মিত্রোভিচ। এই মৌসুমে গোলের বন্যা বইয়ে দিয়েছেন সার্বিয়ান স্ট্রাইকার। গতকাল রাতেও প্রিস্টনের বিপক্ষে ২ গোল করেছেন তিনি। সব মিলিয়ে চ্যাম্পিয়নশিপের এই মৌসুমে তাঁর গোল হলো ৪০টি। খুব স্বাভাবিকভাবেই ফুলহামের উদ্যাপনের মধ্যমণি হয়ে থাকলেন সার্বিয়ান সেনসেশন।
ইংল্যান্ডের দ্বিতীয় সারির ফুটবল লিগ চাম্পিয়নশিপে শিরোপার সুবাস পাচ্ছে ফুলহাম। অলৌকিক কিছু না ঘটলে প্রতিযোগিতার এই মৌসুমের ট্রফি উঠবে লন্ডনের ক্লাবটির হাতে। মঙ্গলবার রাতে প্রিস্টন অ্যান্ড এফসিকে ৩-০ গোলে হারিয়ে স্বপ্নযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল ফুলহাম।
এই জয়ে এক মৌসুম বিরতি দিয়ে আবারও ইংল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত হয়ে গেল ফুলহামের। ২০২২-২৩ মৌসুমে ফুলহামের সঙ্গী হতে পারে এফসি বোর্নমুথ। চ্যাম্পিয়নশিপ টেবিলের দুইয়ে আছে দলটি।
৪২ ম্যাচে ২৬ জয়ে ৮৬ পয়েন্ট ফুলহামের। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট বোর্নমুথের। তিনে থাকা হাডার্সফিল্ড টাউনের সংগ্রহ ৪৩ ম্যাচে ৭৩ পয়েন্ট। ৭১ পয়েন্ট লুটন টাউনের। ৭০ পয়েন্ট নটিংহাম ফরেস্টের। তারা অবশ্য ম্যাচ খেলেছে ৪১টি।
অর্থাৎ চ্যাম্পিয়নশিপ মৌসুমের বাকি সব ম্যাচ হারলেও পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ের নিচে নামার কোনো সম্ভাবনা নেই ফুলহামের। ফলে পাঁচ বছরের ব্যবধানে তৃতীয়বার লিগে উন্নতি হচ্ছে তাদের। শেষবার ২০২০-২১ মৌসুমে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থেকে লিগ শেষ করেছিল ফুলহাম।
এবার চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেই প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখবে ফুলহাম। তাদের এই সাফল্যের নায়ক আলেকজান্ডার মিত্রোভিচ। এই মৌসুমে গোলের বন্যা বইয়ে দিয়েছেন সার্বিয়ান স্ট্রাইকার। গতকাল রাতেও প্রিস্টনের বিপক্ষে ২ গোল করেছেন তিনি। সব মিলিয়ে চ্যাম্পিয়নশিপের এই মৌসুমে তাঁর গোল হলো ৪০টি। খুব স্বাভাবিকভাবেই ফুলহামের উদ্যাপনের মধ্যমণি হয়ে থাকলেন সার্বিয়ান সেনসেশন।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে