কনকাকাফ লিগের (আফ্রিকার ইউরোপা লিগ) এক ম্যাচে গতকাল সুরিনামের ক্লাব ইন্টার মোয়েঙ্গোটাপোর মাঠে তাদের বিপক্ষে নেমেছিল হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়া। স্বাভাবিক একটা ফুটবল ম্যাচেই কাল অনন্য-অসাধারণ এক ঘটনা ঘটে গেছে। মোয়েঙ্গোটাপোর অধিনায়ক হিসেবে ৬১ নম্বর জার্সি পরে রনি ব্রুনসউইক নামে যে ভদ্রলোকটি মাঠে নেমেছিলেন, সেই ভদ্রলোকটির বয়সও ৬১।
রনি শুধু মাঠেই নামেননি, খেলেছেন ম্যাচের শুরু থেকে ৫৪ মিনিট পর্যন্ত। একটা সময় এই ক্লাবের হয়েই খেলতেন তিনি। ইন্টার মোয়েঙ্গোটাপো থেকে অবসর নিয়েছেন সেটিও প্রায় দেড় দশক আগে। অবসরের দীর্ঘদিন পর আবার ফিরলেন। রনি শুধু একজন ফুটবলারই নন, তিনি নিজেই একটা ইতিহাস। ২০২০ সালের জুলাই মাসে সুরিনামের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রনি। লম্বা সময় ধরে দেশটির রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একজন ছিলেন।
রনি ছিলেন বিদ্রোহী নেতা। ১৯৮৫ সালে জঙ্গল কমান্ডো নামে সুরিনামিজ লিবারেশন আর্মি গঠন করেন, যার উদ্দেশ্য ছিল আফ্রিকানদের অধিকার আদায়ে লড়াই করা। এই আর্মি বাহিনীর প্রধান হিসেবে এই গৃহযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি এই লড়াই চালিয়ে গেছেন। পাশাপাশি ফুটবলও খেলতেন।
কাল যে স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন রনি, সেটিও তাঁর নিজস্ব অর্থায়নে তৈরি। ইন্টার মোয়েঙ্গোটাপোর ক্লাবটির মালিকও তিনি। কাল আবারও ক্লাবের জার্সিতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রনি। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ৬১ বছর বয়সী রনির মাঠে নামা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মাঠে নামার ছবি পোস্ট করেছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত তার দল অবশ্য অলিম্পিয়ার কাছে হেরেছে ৬-০ গোলের ব্যবধানে।
কনকাকাফ লিগের (আফ্রিকার ইউরোপা লিগ) এক ম্যাচে গতকাল সুরিনামের ক্লাব ইন্টার মোয়েঙ্গোটাপোর মাঠে তাদের বিপক্ষে নেমেছিল হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়া। স্বাভাবিক একটা ফুটবল ম্যাচেই কাল অনন্য-অসাধারণ এক ঘটনা ঘটে গেছে। মোয়েঙ্গোটাপোর অধিনায়ক হিসেবে ৬১ নম্বর জার্সি পরে রনি ব্রুনসউইক নামে যে ভদ্রলোকটি মাঠে নেমেছিলেন, সেই ভদ্রলোকটির বয়সও ৬১।
রনি শুধু মাঠেই নামেননি, খেলেছেন ম্যাচের শুরু থেকে ৫৪ মিনিট পর্যন্ত। একটা সময় এই ক্লাবের হয়েই খেলতেন তিনি। ইন্টার মোয়েঙ্গোটাপো থেকে অবসর নিয়েছেন সেটিও প্রায় দেড় দশক আগে। অবসরের দীর্ঘদিন পর আবার ফিরলেন। রনি শুধু একজন ফুটবলারই নন, তিনি নিজেই একটা ইতিহাস। ২০২০ সালের জুলাই মাসে সুরিনামের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রনি। লম্বা সময় ধরে দেশটির রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একজন ছিলেন।
রনি ছিলেন বিদ্রোহী নেতা। ১৯৮৫ সালে জঙ্গল কমান্ডো নামে সুরিনামিজ লিবারেশন আর্মি গঠন করেন, যার উদ্দেশ্য ছিল আফ্রিকানদের অধিকার আদায়ে লড়াই করা। এই আর্মি বাহিনীর প্রধান হিসেবে এই গৃহযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি এই লড়াই চালিয়ে গেছেন। পাশাপাশি ফুটবলও খেলতেন।
কাল যে স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন রনি, সেটিও তাঁর নিজস্ব অর্থায়নে তৈরি। ইন্টার মোয়েঙ্গোটাপোর ক্লাবটির মালিকও তিনি। কাল আবারও ক্লাবের জার্সিতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রনি। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ৬১ বছর বয়সী রনির মাঠে নামা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মাঠে নামার ছবি পোস্ট করেছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত তার দল অবশ্য অলিম্পিয়ার কাছে হেরেছে ৬-০ গোলের ব্যবধানে।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
২ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৭ ঘণ্টা আগে