Ajker Patrika

রিয়াল বাধার আগে মেসি-এমবাপ্পে জুটিতে পিএসজির স্বস্তির জয়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৩
রিয়াল বাধার আগে মেসি-এমবাপ্পে জুটিতে পিএসজির স্বস্তির জয়

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির জয় পেয়েছে পিএসজি। গতরাতে লিগ ওয়ানে রেঁনের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্টরা। তবে এ জন্য পিএসজিকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত।

আক্রমণের ওপর আক্রমণ করেও পিএসজি যেন ভাঙতে পারছিল না রেঁনের রক্ষণভাগ। একের পর এক সুযোগ নষ্ট করছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। অবশেষে নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় লিওনেল মেসি ও এমবাপ্পের রসায়নে গোলের দেখা পায় পিএসজি।

এই জয়ে ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও দৃঢ় করেছে মরিসিও পচেত্তিনোর দল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে রেঁনে। রেঁনের বিপক্ষে জয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল পিএসজি। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াল ১৬।

 

এদিন ম্যাচের শুরুতে অবশ্য পিএসজির ওপর চেপে বসে রেঁনে। দুই দফা আক্রমণের পর সপ্তম মিনিটে পিএসজির ত্রাতা হন কেইলর নাভাস। ৩৫ মিনিটে ম্যাচে প্রথমবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় পিএসজি। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বক্সের কোনা থেকে রেঁনের তিন-চারজন ডিফেন্ডারের মাঝ দিয়ে এমবাপ্পের বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত অবশ্য সেই এমবাপ্পের গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত