জুনে শুরু হচ্ছে ২০২৪ ইউরোর বাছাইপর্ব। বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে আজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল। কোচ দিদিয়ের দেশমের ঘোষিত দলে নেই দুই অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলা কান্তে ও পল পগবা। চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি তাঁরা। দেশমের অধীনে দুজনে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন।
মূলত চোটের কারণে কান্তে-পগবাকে দলে রাখেননি কোচ দেশম। একই কারণে নেই কেফরান থুরাম। আবারও দলে ডাক পেয়েছেন ওয়েসলি ফোফানা। এর আগে ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পেয়েও মাঠে নামা হয়নি তাঁর। ছিটকে যান চোটের কারণে। নয়তো গত মার্চেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে যেত ফোফানার। চোটে পড়ায় পরে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন এই ডিফেন্ডার।
ফ্রান্সের ২০২৪ ইউরো কোয়ালিফায়ারের জন্য দলে ফিরেছেন ক্রিস্টোফার এনকুকু ও উসমানে দেম্বেলে। আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ার জিরুর মতো তারকা ফুটবলাররা। সঙ্গে আছেন কিংসলে কোমান, মার্কাস থুরাম ও রান্দাল কোলো মুয়ানি। রক্ষণভাগে ফোফানার সঙ্গে আছেন থিও হার্নান্দেজ, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতেরা।
২০২৪ ইউরো বাছাইপর্বে এখনো হারেনি ফ্রান্স। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে দেশমের দল। ১৬ জুন জিব্রাল্টারের বিপক্ষে খেলবে ফরাসিরা। আর ১৯ জুন ফ্রান্সের প্রতিপক্ষ গ্রিস।
২০২৪ ইউরো বাছাইয়ের ফ্রান্স দল:
গোলরক্ষক: আলফোনসো আরিওলা (ওয়েস্ট হাম), মাইক মাইগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (লাঁস)।
ডিফেন্ডার: অ্যাক্সেল দিসাসি (মোনাকো), ওয়েসলি ফোফানা (চেলসি), থিও হার্নান্দেজ (এসি মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলস কুন্দে (বার্সেলোনা), ফার্লান্দ মেন্দি (রিয়াল মাদ্রিদ), বেনিয়ামিন পাভার (বায়ার্ন মিউনিখ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার: এদোয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), আদ্রে র্যাবিও (জুভেন্টাস), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), আঁতোয়া গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমানে দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ার জিরু (এসি মিলান), মার্কাস থুরাম (বরুশিয়া মনচেনগ্লাডবাখ), রান্দাল কোলো মুয়ানি (ফ্রাঙ্কফুর্ট), ক্রিস্টোফার এনকুকু (লাইপজিগ)।
জুনে শুরু হচ্ছে ২০২৪ ইউরোর বাছাইপর্ব। বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে আজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল। কোচ দিদিয়ের দেশমের ঘোষিত দলে নেই দুই অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলা কান্তে ও পল পগবা। চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি তাঁরা। দেশমের অধীনে দুজনে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন।
মূলত চোটের কারণে কান্তে-পগবাকে দলে রাখেননি কোচ দেশম। একই কারণে নেই কেফরান থুরাম। আবারও দলে ডাক পেয়েছেন ওয়েসলি ফোফানা। এর আগে ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পেয়েও মাঠে নামা হয়নি তাঁর। ছিটকে যান চোটের কারণে। নয়তো গত মার্চেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে যেত ফোফানার। চোটে পড়ায় পরে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন এই ডিফেন্ডার।
ফ্রান্সের ২০২৪ ইউরো কোয়ালিফায়ারের জন্য দলে ফিরেছেন ক্রিস্টোফার এনকুকু ও উসমানে দেম্বেলে। আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ার জিরুর মতো তারকা ফুটবলাররা। সঙ্গে আছেন কিংসলে কোমান, মার্কাস থুরাম ও রান্দাল কোলো মুয়ানি। রক্ষণভাগে ফোফানার সঙ্গে আছেন থিও হার্নান্দেজ, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতেরা।
২০২৪ ইউরো বাছাইপর্বে এখনো হারেনি ফ্রান্স। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে দেশমের দল। ১৬ জুন জিব্রাল্টারের বিপক্ষে খেলবে ফরাসিরা। আর ১৯ জুন ফ্রান্সের প্রতিপক্ষ গ্রিস।
২০২৪ ইউরো বাছাইয়ের ফ্রান্স দল:
গোলরক্ষক: আলফোনসো আরিওলা (ওয়েস্ট হাম), মাইক মাইগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (লাঁস)।
ডিফেন্ডার: অ্যাক্সেল দিসাসি (মোনাকো), ওয়েসলি ফোফানা (চেলসি), থিও হার্নান্দেজ (এসি মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলস কুন্দে (বার্সেলোনা), ফার্লান্দ মেন্দি (রিয়াল মাদ্রিদ), বেনিয়ামিন পাভার (বায়ার্ন মিউনিখ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার: এদোয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), আদ্রে র্যাবিও (জুভেন্টাস), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), আঁতোয়া গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমানে দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ার জিরু (এসি মিলান), মার্কাস থুরাম (বরুশিয়া মনচেনগ্লাডবাখ), রান্দাল কোলো মুয়ানি (ফ্রাঙ্কফুর্ট), ক্রিস্টোফার এনকুকু (লাইপজিগ)।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৫ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৮ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৯ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১০ ঘণ্টা আগে