Ajker Patrika

পারিশ্রমিকে রোনালদোর চেয়ে বেশি পেয়েছেন যে বার্সেলোনার খেলোয়াড়

পারিশ্রমিকে রোনালদোর চেয়ে বেশি পেয়েছেন যে বার্সেলোনার খেলোয়াড়

বড় ক্লাবগুলো স্বাভাবিকভাবেই শিরোপা জয়ের স্বপ্ন আর বেশি পারিশ্রমিক দিয়ে ফুটবলারদের দলে ভেড়ান। কখনো কখনো শুধু বেশি বেতনের জন্যও অনেক খেলোয়াড় সাইড বেঞ্চে বসে কাটালেও বড় ক্লাবে খেলতে দ্বিধা করেন না। ইউরোপীয় ক্লাব ফুটবলে এ ঘটনা রীতিমতো নিয়মিত দেখা যায়। তবে কখনো কখনো খেলোয়াড়দের আয়ের পরিমাণ নির্ধারণ করা হয় তার মাঠে তার খেলা মিনিটের ওপর।

রেকর্ড পারিশ্রমিকে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি মিনিটের পারিশ্রমিক হয় ৪২৬ ডলার। তবে মাঠের খেলায় রোজগারের মোট পারিশ্রমিকের হিসেবে রোনালদোকেও ছাড়িয়ে গেছে এক ব্রাজিলিয়ান। বার্সেলোনায় ২০২০-২১ মৌসুমে খেলা সেই ব্রাজিলিয়ানের নাম ম্যাথিও ফার্নান্দেজ।

২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রাজিলের ক্লাব পালমিসেরেসের সঙ্গে ম্যাথিউ ফার্নান্দেজকে কেনার বিষয়ে চুক্তি করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সাত মিলিয়ন ইউরোয় এই চুক্তি হয় ব্রাজিলিয়ান ক্লাবটির। অর্ধেক সিজন লোনে কাটিয়ে ম্যাথিও ফার্নান্দেজ ২০২১ মৌসুমে যোগ দেন বার্সেলোনায়। পুরো এক মৌসুমে ম্যাথিও ফার্নান্দেজ খেলেছেন মাত্র ১৭ মিনিট। মৌসুম শেষে বার্সেলোনা যখন তার সঙ্গে বাকি চার বছরের চুক্তি বাতিল করতে চায় তখন তাকে আরও সাড়ে আট মিলিয়ন ইউরো পরিশোধ করতে হয় বেতন হিসেবে। সব মিলিয়ে বার্সেলোনার ম্যাথিউ ফার্নান্দেজের পেছনে খরচ গিয়েছে ১৭ মিলিয়ন ইউরোরও বেশি। যার দরুন মাঠের খেলায় প্রতি মিনিটে ম্যাথিউসের পেছনে বার্সার ব্যয় এক মিলিয়ন ইউরো।

বার্সেলোনার এমন ট্রান্সফারের ইতিহাস আরও রয়েছে। যেমন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাস, কিয়েরসন এবং হেনরিকের মত খেলোয়াড়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত