সবই হাতে তুলেছেন, শুধু বিশ্বকাপটাই অধরা থেকে গেল। খেলোয়াড় হিসেবে সেটি হয়তো আর কখনোই উঁচিয়ে ধরার সুযোগ হবে না ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকাল মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হারের পর পর্তুগালের বিশ্বকাপ অভিযান কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল।
ম্যাচের পর ইস্পাতকঠিন চেহারার রোনালদো দুই হাতে অশ্রু মুছতে মুছতে ড্রেসিংরুমে ফিরেছেন। এই রোনালদোকে এভাবে কাঁদতে আগে কখনো দেখেনি বিশ্ব। টানেল দিয়ে ড্রেসিংরুমে ঢোকার সময় ফিফার এক কর্মী সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও এ কান্না যেন থামার নয়।
সবকিছুর শুরু যেমন আছে, শেষও আছে। তবু শেষ বিশ্বকাপটা বেশ সুখকর হলো না রোনালদোর। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি তাঁর। এ নিয়ে অসন্তোষও ছিল সিআর সেভেনের। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে মনোমালিন্যের খবরও হয়েছে গণমাধ্যমে। এগুলো তো আর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর অর্জনকে ছাপিয়ে যেতে পারবে না।
বিশ্বকাপে রোনালদোর অর্জনও কম নয়। ২২ ম্যাচে ৮ গোল তাঁর। পর্তুগালের হয়ে ইউসেবিওর পর বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। টানা পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়ও রোনালদো। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে সেই হ্যাটট্রিক কে ভুলতে পারবে?
গতকাল মরক্কোর বিপক্ষে দ্বিতীয়ার্ধেও মাঠে নেমে কাঁপিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের রক্ষণ। শুধু দেখা পাননি কাঙ্ক্ষিত গোলের। ম্যাচের পর রোনালদোর অশ্রু কাঁদিয়েছে সমর্থকদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ সমর্থকগোষ্ঠী থেকে প্রতিপক্ষ, রোনালদোকে নিয়ে আবেগী বার্তার জোয়ার ওঠে। ফুটবল শিল্পকে পূর্ণমাত্রা যাঁরা দিয়েছেন, তাঁরা সবারই প্রিয় হবেন, এটাই তো নিয়ম।
কৌশলের কারণে ফার্নান্দো সান্তোসের একাদশে গতকালও ছিলেন না রোনালদো। ম্যাচের পর এ বিষয়ে প্রশ্ন করা হলে সান্তোস বললেন, ‘কোনো অনুশোচনা নেই।’
তবে রোনালদোর প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই কোচের, ‘ক্রিস্টিয়ানো একজন দুর্দান্ত খেলোয়াড়, আমরা যখন মনে করেছি, তখনই সে মাঠে এসেছিল। আমাদের কোনো অনুশোচনা নেই।’
রোনালদোর সম্মানে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি ডকুমেন্টারি তৈরি করেছে। তারা লিখেছে, ‘একটি রূপকথা, একজন কিংবদন্তি, একটি যন্ত্র, ধন্যবাদ ক্রিস্টিয়ানো।’
পর্তুগালের হয়ে সামনে হয়তো কমই দেখা যেতে পারে রোনালদোকে। কিন্তু আন্তর্জাতিক ফুটবল যত দিন থাকবে, তত দিন মনে রাখতে হবে এই কিংবদন্তিকে। কারণ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১৮ গোল এই পর্তুগিজের। গতকাল মরক্কোর বিপক্ষে মাঠে নেমে আরেকটি রেকর্ড গড়েন রোনালদো। পর্তুগালের হয়ে এটি ছিল তাঁর ১৯৬তম ম্যাচ, যা আন্তর্জাতিক ফুটবলে যৌথ সর্বোচ্চ। ১৯৬ ম্যাচ খেলেছেন কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়া। গোল এবং ম্যাচ দুটোই এখন রোনালদোর।
সবই হাতে তুলেছেন, শুধু বিশ্বকাপটাই অধরা থেকে গেল। খেলোয়াড় হিসেবে সেটি হয়তো আর কখনোই উঁচিয়ে ধরার সুযোগ হবে না ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকাল মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হারের পর পর্তুগালের বিশ্বকাপ অভিযান কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল।
ম্যাচের পর ইস্পাতকঠিন চেহারার রোনালদো দুই হাতে অশ্রু মুছতে মুছতে ড্রেসিংরুমে ফিরেছেন। এই রোনালদোকে এভাবে কাঁদতে আগে কখনো দেখেনি বিশ্ব। টানেল দিয়ে ড্রেসিংরুমে ঢোকার সময় ফিফার এক কর্মী সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও এ কান্না যেন থামার নয়।
সবকিছুর শুরু যেমন আছে, শেষও আছে। তবু শেষ বিশ্বকাপটা বেশ সুখকর হলো না রোনালদোর। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি তাঁর। এ নিয়ে অসন্তোষও ছিল সিআর সেভেনের। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে মনোমালিন্যের খবরও হয়েছে গণমাধ্যমে। এগুলো তো আর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর অর্জনকে ছাপিয়ে যেতে পারবে না।
বিশ্বকাপে রোনালদোর অর্জনও কম নয়। ২২ ম্যাচে ৮ গোল তাঁর। পর্তুগালের হয়ে ইউসেবিওর পর বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। টানা পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়ও রোনালদো। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে সেই হ্যাটট্রিক কে ভুলতে পারবে?
গতকাল মরক্কোর বিপক্ষে দ্বিতীয়ার্ধেও মাঠে নেমে কাঁপিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের রক্ষণ। শুধু দেখা পাননি কাঙ্ক্ষিত গোলের। ম্যাচের পর রোনালদোর অশ্রু কাঁদিয়েছে সমর্থকদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ সমর্থকগোষ্ঠী থেকে প্রতিপক্ষ, রোনালদোকে নিয়ে আবেগী বার্তার জোয়ার ওঠে। ফুটবল শিল্পকে পূর্ণমাত্রা যাঁরা দিয়েছেন, তাঁরা সবারই প্রিয় হবেন, এটাই তো নিয়ম।
কৌশলের কারণে ফার্নান্দো সান্তোসের একাদশে গতকালও ছিলেন না রোনালদো। ম্যাচের পর এ বিষয়ে প্রশ্ন করা হলে সান্তোস বললেন, ‘কোনো অনুশোচনা নেই।’
তবে রোনালদোর প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই কোচের, ‘ক্রিস্টিয়ানো একজন দুর্দান্ত খেলোয়াড়, আমরা যখন মনে করেছি, তখনই সে মাঠে এসেছিল। আমাদের কোনো অনুশোচনা নেই।’
রোনালদোর সম্মানে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি ডকুমেন্টারি তৈরি করেছে। তারা লিখেছে, ‘একটি রূপকথা, একজন কিংবদন্তি, একটি যন্ত্র, ধন্যবাদ ক্রিস্টিয়ানো।’
পর্তুগালের হয়ে সামনে হয়তো কমই দেখা যেতে পারে রোনালদোকে। কিন্তু আন্তর্জাতিক ফুটবল যত দিন থাকবে, তত দিন মনে রাখতে হবে এই কিংবদন্তিকে। কারণ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১৮ গোল এই পর্তুগিজের। গতকাল মরক্কোর বিপক্ষে মাঠে নেমে আরেকটি রেকর্ড গড়েন রোনালদো। পর্তুগালের হয়ে এটি ছিল তাঁর ১৯৬তম ম্যাচ, যা আন্তর্জাতিক ফুটবলে যৌথ সর্বোচ্চ। ১৯৬ ম্যাচ খেলেছেন কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়া। গোল এবং ম্যাচ দুটোই এখন রোনালদোর।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২ মিনিট আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ১৮ কোটি টাকা খরচ করে।
২৩ মিনিট আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে