অনেক দিন ধরেই মাঠের সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। চোটে বেশ কয়েক সপ্তাহ ধরেই মাঠের বাইরে তিনি। কবে মাঠে ফিরবেন তার কোনো ইতিবাচক খবর নেই। নিজে ভক্ত ও সমর্থকদের সুসংবাদ দিতে না পারলেও ব্রাজিলিয়ান তারকাকে সুখবর দিয়েছেন তাঁর প্রেমিকা।
দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন নেইমার। এমন খুশির সংবাদটিই দিয়েছেন ব্রুনা বিয়ানকার্দি। তাঁর গর্ভে বড় হচ্ছে ব্রাজিলিয়ান তারকার সন্তান। সামাজিক মাধ্যমে ছবি দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এই মডেল।
নিজের সামাজিক মাধ্যমে পাঁচটি ছবি শেয়ার করেছেন ব্রুনা। ছবি পাঁচটিতে ভিন্ন ভিন্নভাবে পোজ দিয়েছেন দুজনে। এর একটিতে দেখা যায়, ব্রুনার ‘বেবি বাম্পে’ চুমু খাচ্ছেন তো আরেকটিতে জিভ বের করে বেবি বাম্পে মাথা দিয়ে যেন সন্তানের অবস্থান বুঝতে চাইছেন নেইমার। সঙ্গে অন্য একটি ছবিতে তর্জনী দিয়ে দেখিয়ে দিচ্ছেন এখানে আমাদের সন্তান একটু একটু করে বেড়ে উঠছে।
পোস্টে ব্রুনা লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি। তোমার আসার অপেক্ষায় আছি এবং জানি তুমি আমাদের ভালোবাসা সম্পূর্ণ করতে এসেছ এবং দিনগুলোকে আরও সুখকর করতে। তুমি খুব সুন্দর এক পরিবারের সদস্য হতে চলেছ। আমার বোন, দাদা-দাদি, আঙ্কেল-আন্টিরা ইতিমধ্যে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। শিগগির এসে পড় পুত্র/কন্যা। তোমাকে দেখার আর তর সইছে না।’
২০২১ সাল থেকেই একে অপরের সম্পর্কে জড়ান নেইমার-ব্রুনা। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানা যায় ২০২২ সালের জানুয়ারিতে। বাগদানের ঘোষণা দেওয়ার পর যদিও আগস্টে কিছু সময়ের জন্য তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। সে যাই হোক, এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো বাবা হয়েছিলেন নেইমার। তার ছেলের নাম ডেভিড লুকা। পিএসজি তারকার সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের সন্তান লুকা।
অনেক দিন ধরেই মাঠের সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। চোটে বেশ কয়েক সপ্তাহ ধরেই মাঠের বাইরে তিনি। কবে মাঠে ফিরবেন তার কোনো ইতিবাচক খবর নেই। নিজে ভক্ত ও সমর্থকদের সুসংবাদ দিতে না পারলেও ব্রাজিলিয়ান তারকাকে সুখবর দিয়েছেন তাঁর প্রেমিকা।
দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন নেইমার। এমন খুশির সংবাদটিই দিয়েছেন ব্রুনা বিয়ানকার্দি। তাঁর গর্ভে বড় হচ্ছে ব্রাজিলিয়ান তারকার সন্তান। সামাজিক মাধ্যমে ছবি দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এই মডেল।
নিজের সামাজিক মাধ্যমে পাঁচটি ছবি শেয়ার করেছেন ব্রুনা। ছবি পাঁচটিতে ভিন্ন ভিন্নভাবে পোজ দিয়েছেন দুজনে। এর একটিতে দেখা যায়, ব্রুনার ‘বেবি বাম্পে’ চুমু খাচ্ছেন তো আরেকটিতে জিভ বের করে বেবি বাম্পে মাথা দিয়ে যেন সন্তানের অবস্থান বুঝতে চাইছেন নেইমার। সঙ্গে অন্য একটি ছবিতে তর্জনী দিয়ে দেখিয়ে দিচ্ছেন এখানে আমাদের সন্তান একটু একটু করে বেড়ে উঠছে।
পোস্টে ব্রুনা লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি। তোমার আসার অপেক্ষায় আছি এবং জানি তুমি আমাদের ভালোবাসা সম্পূর্ণ করতে এসেছ এবং দিনগুলোকে আরও সুখকর করতে। তুমি খুব সুন্দর এক পরিবারের সদস্য হতে চলেছ। আমার বোন, দাদা-দাদি, আঙ্কেল-আন্টিরা ইতিমধ্যে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। শিগগির এসে পড় পুত্র/কন্যা। তোমাকে দেখার আর তর সইছে না।’
২০২১ সাল থেকেই একে অপরের সম্পর্কে জড়ান নেইমার-ব্রুনা। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানা যায় ২০২২ সালের জানুয়ারিতে। বাগদানের ঘোষণা দেওয়ার পর যদিও আগস্টে কিছু সময়ের জন্য তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। সে যাই হোক, এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো বাবা হয়েছিলেন নেইমার। তার ছেলের নাম ডেভিড লুকা। পিএসজি তারকার সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের সন্তান লুকা।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
৪০ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
১ ঘণ্টা আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
২ ঘণ্টা আগেবার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
৩ ঘণ্টা আগে