Ajker Patrika

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে ছেড়ে গেলেন স্ত্রী

ক্রীড়া ডেস্ক    
এনজো ফার্নান্দেজের সঙ্গে বিচ্ছেদ হলো স্ত্রী ভ্যালেন্টিনা কার্বান্তেসের। ছবি: এএফপি
এনজো ফার্নান্দেজের সঙ্গে বিচ্ছেদ হলো স্ত্রী ভ্যালেন্টিনা কার্বান্তেসের। ছবি: এএফপি

ক্যারিয়ারের শুরুতেই বিশ্বকাপ, ফিনালিসিমা ও দুটা কোপা আমেরিকার শিরোপা জিতেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কাতার বিশ্বকাপে হাতে তুলেছিলেন উদীয়মান ফুটবলারের পুরস্কারও।

ফুটবল ক্যারিয়ারের মতো দাম্পত্য জীবনও ভালোই কাটছিল এনজোর। এনজো-ভ্যালেন্টিনা কার্বান্তেসের সংসারে একজন ছেলে ও একজন কন্যা সন্তানও রয়েছে। সুখের মাঝেই যেন হঠাৎ সম্পর্কে চিড়। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল দুজনের সম্পর্কে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এনজোর স্ত্রী ভ্যালেন্টিনা।

ভ্যালেন্টিনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক স্টোরিতে এই তথ্য জানিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘এনজো এবং আমি আজ থেকে পরস্পর দূরত্ব টানার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা পরিবার হিসেবেই থাকব এবং পারস্পরিক যেকোনো কর্মকাণ্ডে নিজেদের সমর্থনও থাকবে। কারণ আমাদের দুটি সন্তান আছে, যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত এবং অনেক বেশি ভালোবাসা দাবিদার।’

সংসার জীবনে দূরত্ব তৈরি হলেও এনজোর প্রশংসা করে ভ্যালেন্টিনা বলেছেন, ‘এনজোকে আমি যেভাবে চিনি তাতে বলতে পারি সে অসাধারণ একজন ব্যক্তি ও বাবা। মনের দিক থেকেও সে দুর্দান্ত। আমার জন্য এটাই যথেষ্ট। দয়া করে এর বাইরে কোনো বিতর্ক তৈরির চেষ্টা করবেন না, কারণ সেখানে এমন কিছুর অস্তিত্ব নেই।’

সম্প্রতি মাঠেও সময়টা ভালো যাচ্ছে না এনজোর। ক্লাব ফুটবল ৫ তম দামি ফুটবলার হিসেবে তাঁকে কিনেছিল ইংলিশ ক্লাব চেলসি। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে চেলসি কোচ এনজো মারেসকা আর্জেন্টাইন মিডফিল্ডারকে খেলাননি। কিছুদিন আগে সড়ক নীতিমালা লঙ্ঘন করায় ড্রাইভিং নিষেধাজ্ঞাও পেয়েছেন এনজো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত