আর্জেন্টিনার জন্য গতকাল মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপের ‘ডু অর ডাই’ ম্যাচ। এই পরীক্ষায় বেঁচে গেলেন মেসি-ডি মারিয়ারা। মেক্সিকোর রক্ষণ দেয়াল ভেদ করে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।
এই ম্যাচে মেক্সিকো গোলের তেমন সুযোগই তৈরি করতে পারেনি। পারেনি বললে অবশ্য ভুল হবে, আর্জেন্টিনার ডিফেন্ডাররাই সেই সুযোগ দেননি। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিসান্দো মার্তিনেজ। আর্জেন্টিনার জয়ে মেসি-ফার্নান্দোজদের সঙ্গে প্রশংসিত হচ্ছেন রক্ষণের দায়িত্বে থাকা এই সেন্টার ব্যাকও।
মেক্সিকোর ফুটবলারদের সামনে চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মার্তিনেজ। আঘাতের পরও ক্ষয় হয়নি এই মার্তিনেজ নামের দেয়ালের। মেক্সিকান স্ট্রাইকার হিরভিং লোজানোর বাইসাইকেল কিক তো পুরোপুরি মার্তিনেজের মুখেই আঘাত হানে। তবু মাঠ ছাড়েননি, খেলেছেন ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত।
আর্জেন্টিনার রক্ষণের হিরো ছিলেন মার্তিনেজ। মেক্সিকোর বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের পারফরম্যান্স—শতভাগ ট্যাকল, ৮৬ শতাংশ নির্ভুল পাস, ৬৬ বার বলের সঙ্গে সংযোগ, ৫৫ পাস দিয়ে ৪৭ টিতে সফল, ৪ ক্লিয়ারেন্স, প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়েছেন ২ বার, বক্সে ক্লিয়ারেন্স ৪ টি, এরিয়াল ডুয়েল ১ টি, গ্রাউন্ড ডুয়েলে ২ বার, লাং বল এক্সিলেরাট করেছেন ৩ টি। একজন ডিফেন্ডারের সবকিছুই ছিল লিসান্দ্রার পারফরম্যান্সে।
লিসান্দ্রোর এমন রক্ষণ কৌশলে সমর্থকেরা তাঁকে মজা করে আর্জেন্টিনার ‘কসাই’ বলেও ডাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নামটি নিয়ে ব্যাপক চর্চাও চলছে সমর্থকদের মাঝে।
মার্তিনেজ আর্জেন্টিনার হয়ে ১২ ম্যাচে মাঠে নেমেছেন। এর মধ্যে ৯০ মিনিট খেলেছেন ছয় ম্যাচে। এই ডিফেন্ডার মাঠে নেমেছেন এমন ম্যাচে আর্জেন্টিনা হেরেছে কেবল একটিতে। চলতি বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে যে ম্যাচটি ২-১ গোলে হারে আলবিসেলেস্তেরা। অবশ্য এই ম্যাচের শুরু থেকে খেলেননি ইউনাইটেড ডিফেন্ডার।
সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৩১ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন। লিসান্দ্রো ৯০ মিনিট খেলেছেন এমন একটি ম্যাচেও হারেনি আর্জেন্টিনা। বরং ওই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ বার বল পাঠিয়েছে আকাশি নীল জার্সিধারীরা, হজম করেছে মাত্র ২ গোল।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হলেও বেশি ম্যাচ খেলা হয়নি তাঁর। সময়ের সঙ্গে কোচ লিওনেল স্কালোনির আস্থার প্রতীক হয়ে উঠেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। গত গ্রীষ্মকালীন দলবদলে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন মার্তিনেজ। ইউনাইটেড কোচ টেন হাগের আস্থাভাজন হয়েছেন আরও আগেই।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
আর্জেন্টিনার জন্য গতকাল মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপের ‘ডু অর ডাই’ ম্যাচ। এই পরীক্ষায় বেঁচে গেলেন মেসি-ডি মারিয়ারা। মেক্সিকোর রক্ষণ দেয়াল ভেদ করে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।
এই ম্যাচে মেক্সিকো গোলের তেমন সুযোগই তৈরি করতে পারেনি। পারেনি বললে অবশ্য ভুল হবে, আর্জেন্টিনার ডিফেন্ডাররাই সেই সুযোগ দেননি। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিসান্দো মার্তিনেজ। আর্জেন্টিনার জয়ে মেসি-ফার্নান্দোজদের সঙ্গে প্রশংসিত হচ্ছেন রক্ষণের দায়িত্বে থাকা এই সেন্টার ব্যাকও।
মেক্সিকোর ফুটবলারদের সামনে চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মার্তিনেজ। আঘাতের পরও ক্ষয় হয়নি এই মার্তিনেজ নামের দেয়ালের। মেক্সিকান স্ট্রাইকার হিরভিং লোজানোর বাইসাইকেল কিক তো পুরোপুরি মার্তিনেজের মুখেই আঘাত হানে। তবু মাঠ ছাড়েননি, খেলেছেন ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত।
আর্জেন্টিনার রক্ষণের হিরো ছিলেন মার্তিনেজ। মেক্সিকোর বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের পারফরম্যান্স—শতভাগ ট্যাকল, ৮৬ শতাংশ নির্ভুল পাস, ৬৬ বার বলের সঙ্গে সংযোগ, ৫৫ পাস দিয়ে ৪৭ টিতে সফল, ৪ ক্লিয়ারেন্স, প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়েছেন ২ বার, বক্সে ক্লিয়ারেন্স ৪ টি, এরিয়াল ডুয়েল ১ টি, গ্রাউন্ড ডুয়েলে ২ বার, লাং বল এক্সিলেরাট করেছেন ৩ টি। একজন ডিফেন্ডারের সবকিছুই ছিল লিসান্দ্রার পারফরম্যান্সে।
লিসান্দ্রোর এমন রক্ষণ কৌশলে সমর্থকেরা তাঁকে মজা করে আর্জেন্টিনার ‘কসাই’ বলেও ডাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নামটি নিয়ে ব্যাপক চর্চাও চলছে সমর্থকদের মাঝে।
মার্তিনেজ আর্জেন্টিনার হয়ে ১২ ম্যাচে মাঠে নেমেছেন। এর মধ্যে ৯০ মিনিট খেলেছেন ছয় ম্যাচে। এই ডিফেন্ডার মাঠে নেমেছেন এমন ম্যাচে আর্জেন্টিনা হেরেছে কেবল একটিতে। চলতি বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে যে ম্যাচটি ২-১ গোলে হারে আলবিসেলেস্তেরা। অবশ্য এই ম্যাচের শুরু থেকে খেলেননি ইউনাইটেড ডিফেন্ডার।
সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৩১ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন। লিসান্দ্রো ৯০ মিনিট খেলেছেন এমন একটি ম্যাচেও হারেনি আর্জেন্টিনা। বরং ওই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ বার বল পাঠিয়েছে আকাশি নীল জার্সিধারীরা, হজম করেছে মাত্র ২ গোল।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হলেও বেশি ম্যাচ খেলা হয়নি তাঁর। সময়ের সঙ্গে কোচ লিওনেল স্কালোনির আস্থার প্রতীক হয়ে উঠেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। গত গ্রীষ্মকালীন দলবদলে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন মার্তিনেজ। ইউনাইটেড কোচ টেন হাগের আস্থাভাজন হয়েছেন আরও আগেই।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৬ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৭ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১০ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৩ ঘণ্টা আগে